iQoo 13: ভারতে আইকিউওও ১২ ফোনের (iQoo 12) সাকসেসর মডেল হিসেবে লঞ্চ হতে চলছে আইকিউওও ১৩ ফোন (iQoo 13)। ভিভো- র (Vivo Sun Brand) সাব-ব্র্যান্ড আইকিউওও সংস্থার এই ফোন (iQoo Phones) এবছর ৫ ডিসেম্বর লঞ্চ হতে পারে দেশে। যদিও আইকিউওও কর্তৃপক্ষ আনুষ্ঠানিক ভাবে এখনও কিছু ঘোষণা করেনি। সম্প্রতি আইকিউওও ১৩ ফোনের রেয়ার ক্যামেরা মডিউলের ডিজাইন সম্পর্কে একটি নতুন তথ্য প্রকাশ্যে এসেছে। দেখে নেওয়া যাক কী জানা গিয়েছে আইকিউওও ১৩ ফোনের রেয়ার ক্যামেরা ইউনিট সম্পর্কে। 


অনুমান, আইকিউওও ১২ ফোনের মতোই ডিজাইন হতে চলেছে আইকিউওও ১৩ ফোনেরও। এই ফোনের রেয়ার প্যানেলে থাকবে একটি চৌকো আকৃতিক ক্যামেরা ইউনিট। আর এই ক্যামেরা মডিউলের চারধার দিয়ে একটি আরজিবি লাইটের স্ট্রিপ থাকবে বলে শোনা গিয়েছে। সম্ভবত সাদা রঙে লঞ্চ হবে আইকিউওও ১৩ ফোন। নভেম্বর মাসে আগে চিনে এই ফোন লঞ্চ হবে। তারপরে ডিসেম্বরে ভারতে লঞ্চ করবে বলে অনুমান। 


কিন্তু রেয়ার ক্যামেরা মডিউলে চারধারে কেন থাকবে এই আরজিবি লাইটের স্ট্রিপ 


অনুমান, এর বিশেষ ব্যবহার থাকবে। হয়তো গেম খেলার সময় এই বিশেষ লাইটের ব্যবহার করতে পারবেন ইউজাররা। অথবা ফোনে নোটিফিকেশন কিংবা কল অ্যালার্ট এলে এই আলো জ্বলে উঠবে। তবে ঠিক কী কারণে আইকিউওও ১৩ ফোনের রেয়ার ক্যামেরা মডিউলের চারধারে আরজিবি লাইটের স্ট্রিপ থাকবে সেই প্রসঙ্গে আনুষ্ঠানিক ভাবে আইকিউওও সংস্থা কিছু ঘোষণা করেনি। অন্যদিকে আইকিউওও ১৩ ফোনের ফ্রন্ট প্যানেলের ডিজাইন থেকে জানা গিয়েছে যে এই ফোনে ফ্ল্যাট ডিসপ্লে থাকতে চলেছে। উপরের বর্ডারের সামান্য নীচে মাঝ-বরাবর থাকবে হোল পাঞ্চ কাট আউট, সেখানে সাজানো থাকবে ফ্রন্ট ক্যামেরা সেনসর। 


আইকিউওও ১৩ ফোনে কী কী ফিচার থাকার সম্ভাবনা রয়েছে একঝলকে দেখে নিন 



  • এই ফোনে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮ জেন ৪ প্রসেসর থাকার সম্ভাবনা রয়েছে। এর সঙ্গে ১৬ জিবি পর্যন্ত ইয়াম এবং ৫১২ জিবি পর্যন্ত অনবোর্ড স্টোরেজ যুক্ত থাকতে পারে। 

  • আইকিউওও ১৩ ফোনে ৬.৭ ইঞ্চির 2K AMOLED স্ক্রিন থাকার কথা শোনা গিয়েছে এবং এই ডিসপ্লের রিফ্রেশ রেট ১৪৪ হার্টজ হতে পারে। Funtouch OS 15- এর সাপোর্টে পরিচালিত হতে পারে আইকিউওও ১৩ ফোন। 

  • ট্রিপল রেয়ার ক্যামেরা ইউনিট থাকতে পারে এই ফোনে। সেখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর, ৫০ মেগাপিক্সেলের সেনসর যা আলট্রা ওয়াইড লেন্স যুক্ত এবং ৫০ মেগাপিক্সেলের আরও একটি সেনসর যা 2x টেলিফটো শুটার- এগুলি থাকার সম্ভাবনা রয়েছে। 

  • আইকিউওও ১৩ ফোনের ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর থাকার কথা শোনা গিয়েছে। 

  • এছাড়াও এই ফোনে ৬১৫০ এমএএইচ ব্যাটারি এবং ১০০ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট থাকতে পারে। 


আরও পড়ুন- বছরশেষে গ্রাহকদের জন্য নতুন ফোন লঞ্চ করতে চলেছে আইকিউওও সংস্থা, কোন মডেল আসছে? 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।