কলকাতা : ভারতীয়দের মধ্যে সোনার গুরুত্ব অপরিসীম। সোনাকে সম্পদ, বিশুদ্ধতা এবং নিরাপত্তার প্রতীক হিসাবে গণ্য করা হয়। পাশাপাশি সোনা সব সময়েই একটি নিরাপদ এবং নির্ভরযোগ্য বিনিয়োগ হিসেবেও বিবেচিত হয়। 

আর কয়েকদিন পরেই ধনতেরস, দীপাবলি। এই সময় মানুষের মধ্যে সোনা কেনার উৎসাহ বাড়ে। আর ধনতেরসের দিনই গয়নার ডেলিভারি পেতে এখনই অর্ডার দেওয়া প্রয়োজন। তাই অনেকেরই নজর সোনার দামে। পুজোর পর আজ খোলা কলকাতার সোনার দোকানগুলি। সোমবার বঙ্গে সোনা রুপোর দাম বাড়ল না কমল, তা জানাচ্ছে, স্বর্ণশিল্প বাঁচাও কমিটি।  

সোনা ওজন দাম (টাকায়)
২৪ ক্যারেট (Fine Gold 995) ১ গ্রাম ৭৫৮৭
২২ ক্যারেট (কিনতে গেলে) ১ গ্রাম ৭২১০
২২ ক্যারেট (বেচতে গেলে) ১ গ্রাম ৬৯০৪
১৮ ক্যারেট ১ গ্রাম ৫৯১৮
রুপো (৯৯৯) ১ কেজি ৯০৮৮৩

এক নজরে দেশে নেওয়া যাক সপ্তমীর দিন কেমন ছিল সোনা ও রুপোর দাম ? 

সোনা ওজন দাম (টাকায়)
২৪ ক্যারেট (Fine Gold 995) ১ গ্রাম ৭৪৬৯
২২ ক্যারেট (কিনতে গেলে) ১ গ্রাম ৭১০০
২২ ক্যারেট (বেচতে গেলে) ১ গ্রাম ৬৭৯৬
১৮ ক্যারেট ১ গ্রাম ৫৮২৫
রুপো (৯৯৯) ১ কেজি

৮৮,৭০৮

সোনা ও রুপো কেনার সময়ে উপরে উল্লিখিত দামের সঙ্গে আরও ৩ শতাংশ GST যুক্ত হবে। অর্থাৎ উপরে যে দামগুলি উল্লেখ করা হয়েছে তার সঙ্গে জিএসটি যুক্ত করা নেই।  জেনে নেওয়া যাক বাংলার বাজারে সোমবার সোনার দাম কত হল ।

সোমবার কার্তিক মাসের ত্রয়োদশী। এই তিথিতে ধনতেরস উৎসব। ধনদেবীর আরাধনার এক বিশেষ দিন। দীর্ঘদিন ধরে উত্তর ভারতেই এর চল থাকলেও এখন বাংলাতেও বেশ জনপ্রিয় ধনতেরস। সোনা-রুপোর গয়না কিনতে ওই দিন ভিড় জমান মানুষ। তবে নিজের সাধ্যমতন যে কোনও ধাতব সামগ্রী কেনাই এই দিনের রীতি। সবাই চান, ধনতেরসে ঘরে আসুক সম্পদ। ধনসম্পত্তির কামনায় ধনদেবীকে তুষ্ট করাই প্রথা৷ যাতে সারা বছরের জন্য নিশ্চিত হয় সম্পদ-বৃদ্ধির সম্ভাবনা। কিন্তু তার আগে সোনার দাম মধ্যবিত্তের কপালে চিন্তার ভাঁজ বাড়িয়েছে।    

আরও পড়ুন :                            

ধনতেরসে টাকা আসবে নানা দিক থেকে, ধন দৌলত - গাড়ি বাড়ির যোগ জ্বলজ্বল করছে ৬ রাশির কপালে