iQoo 15: ভারতে লঞ্চ হয়েছে আইকিউওও ১৫ ফোন। ভিভো- র সাবব্র্যান্ড আইকিউওও সংস্থা তাদের নতুন ফোন লঞ্চ করেছে ভারতে। চিনে লঞ্চের প্রায় একমাস পর এই ফোন এসেছে ভারতের বাজারে। কোয়ালকমের ফ্ল্যাগশিপ ৩ এনএম অক্টা-কোর স্ন্যাপড্রাগন ৮ এলিট জেন ৫ চিপসেট রয়েছে এই ফোনে। এছাড়াও আইকিউওও ১৫ ফোনে পাবেন ৭০০০ এমএএইচ ব্যাটারি এবং ১০০ ওয়টের ওয়্যারড ফাস্ট চার্জিংয়ের সাপোর্ট। এর পাশাপাশি আইকিউওও ১৫ ফোনে রয়েছে ৬.৮৫ ইঞ্চির ডিসপ্লে যার রিফ্রেশ রেট সর্বোচ্চ ১৪৪ হার্টজ এবং এই ডিসপ্লেতে 2K রেজোলিউশন পাবেন ইউজাররা। দুটো রঙে আইকিউওও ১৫ ফোন লঞ্চ হয়েছে। অনলাইনে কেনা যাবে ই-কমার্স সংস্থা অ্যামাজন থেকে। এই ফোনে নিরাপত্তার জন্য 3D আলট্রাসোনিক ফিঙ্গারপ্রিন্ট সেনসর রয়েছে। 

Continues below advertisement


আইকিউওও ১৫ ফোনের দাম ভারতে কত? কী ছাড় পাবেন ক্রেতারা 


আইকিউওও ১৫ ফোনের ১২ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৭২,৯৯৯ টাকা। এই ফোনেরই ১৬ জিবি র‍্যাম ও ৫১২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৭৯,৯৯৯ টাকা। ৭০০০ টাকার ব্যাঙ্ক ডিসকাউন্ট পাবেন ক্রেতারা। তার ফলে এই দুই মডেলের দাম কমে হবে ৬৪,৯৯৯ টাকা এবং ৭১,৯৯৯ টাকা। ১ ডিসেম্বর দুপুর ১২টা থেকে আইকিউওও ১৫ ফোনের বিক্রি শুরু হতে চলেছে। দুটো রঙে লঞ্চ হয়েছে এই ফোন। 


আইকিউওও সংস্থা এবছরই ভারতে লঞ্চ করেছে তাদের জেড সিরিজের একটি ফোন 


ভারতে লঞ্চ হয়েছে আইকিউওও জেড১০আর ৫জি ফোন। আইকিউওও, ভিভো সংস্থার সাব-ব্র্যান্ড। আইকিউওও সংস্থার নতুন ৫জি ফোন দুটো রঙে ভারতে লঞ্চ হয়েছে। এই মডেলে রয়েছে মিডিয়াটেক ডিমেনসিটি ৭৪০০ চিপসেট। এর সঙ্গে ১২ জিবি পর্যন্ত র‍্যাম যুক্ত রয়েছে। এছাড়াও এই ফোনে রয়েছে ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিট। সেখানে ৫০ মেগাপিক্সেলের মেন সেনসর রয়েছে। ফোনের ডিসপ্লের উপর ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর রয়েছে। আইকিউওও জেড১০আর ৫জি ফোনে ৫৭০০ এমএএইচ ব্যাটারি এবং ৪৪ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে। এই ফোন একটি ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিসট্যান্ট ডিভাইস। 


এই ফোনের ৮ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ মডেলের দাম ১৯,৪৯৯ টাকা। এছাড়াও এই ফোনের ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ কনফিগারেশনের দাম ২১,৪৯৯ টাকা। এর পাশাপাশি রয়েছে ১২ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট, যার দাম ২৩,৪৯৯ টাকা। অ্যাকোয়ামেরিন এবং মুনস্টোন রঙে ভারতে লঞ্চ হয়েছে আইকিউওও জেড১০আর ৫জি ফোন।