iQoo Neo 7 5G: ভিভো (Vivo) সংস্থার সাব-ব্র্যান্ড আইকিউওও (iQoo) ভারতে তাদের নতুন ফোন লঞ্চ করেছে। সদ্যই লঞ্চ হয়েছে আইকিউওও নিও ৭ ৫জি ফোন (iQoo Neo 7 5G)। আইকিউওও সংস্থার নিও সিরিজের এই ফোনে রয়েছে একটি ৬.৭৮ ইঞ্চির AMOLED ডিসপ্লে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। এছাড়াও এই ফোনে রয়েছে মিডিয়াটেক ডিমেনসিটি ৮২০০ প্রসেসর। আইকিউওও নিও ৭ ৫জি ফোনে ১২০ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে। এর সাহায্যে ফোনে ৫০ শতাংশ চার্জ হবে মাত্র ১০ মিনিটে। 


ভারতে আইকিউওও নিও ৭ ৫জি ফোনের দাম


এই ফোনের ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ মোডেলের দাম ২৯,৯৯৯ টাকা। এছাড়াও এই ফোনের ১২ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৩৩,৯৯৯ টাকা। Frost Blue এবং Interstellar Black- এই দুই রঙে লঞ্চ হয়েছে আইকিউওও নিও ৭ ৫জি ফোন। ই-কমার্স সংস্থা অ্যামাজন থেকে এই ফোন কেনা যাবে। 


আইকিউওও নিও ৭ ৫জি ফোনের স্পেসিফিকেশন



  • এই ফোনে রয়েছে ডুয়াল সিম (ন্যানো) স্লট। Android 13-based Funtouch OS 13- র সাহায্যে পরিচালিত হবে এই ফোন। এছাড়াও ফুল এইচডি প্লাস রেজোলিউশন রয়েছে এই ফোনের ডিসপ্লেতে। 

  • এই ফোনে রয়েছে ইনবিল্ট ১২ জিবি র‍্যাম যা ২০ জিবি পর্যন্ত বাড়ানো সম্ভব। এর ফলে আইকিউওও নিও ৭ ৫জি ফোনে দারুণ ভাবে গেম খেলা যাবে। এছাড়াও এই ফোনে রয়েছে একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি। 

  • আইকিউওও নিও ৭ ৫জি ফোনে রয়েছে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ। সেখানে ৬৪ মেগাপিক্সেলের মেন সেনসর রয়েছে। তার সঙ্গে অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন ফিচার যুক্ত রয়েছে। মেন সেনসরের সঙ্গে ২ মেগাপিক্সেলের ম্যাক্রো সেনসর এবং ২ মেগাপিক্সেলের ডেপথ সেনসর রয়েছে এই ফোনে। আর ডিসপ্লের উপর রয়েছে ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর। 


Vivo Y100: ভিভো তাদের ওয়াই সিরিজের (Vivo Y Series) নতুন ফোন ভিভো ওয়াই১০০ (Vivo Y100) ফোন লঞ্চ করেছে ভারতে। এই ফোনের বিশেষত্ব হল এখানে রয়েছে কালার চেঞ্জিং (Colour Changing) রেয়ার প্যানেল। অর্থাৎ ফোনের ব্যাক প্যানেলের রঙ পরিবর্তন হবে সূর্যালোকের প্রভাবে। Pacific Blue এবং Twilight Gold ছাড়াও একটি মেটাল ব্ল্যাক কালার অপশনে লঞ্চ হয়েছে ভিভো ওয়াই১০০ ফোন। এই ফোনের ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২৪,৯৯৯ টাকা। অ্যামাজন, ফ্লিপকার্ট, ভিভো ইন্ডিয়া ই-স্টোর এবং অন্যান্য পার্টনার রিটেল স্টোর থেকে এই ফোন কেনা যাবে। 


আরও পড়ুন- রঙ বদলাবে ফোনের ব্যাক প্যানেল, আর কী কী ফিচার থাকছে ভিভো ওয়াই১০০ ফোনে?