Vivo Y100: ভিভো তাদের ওয়াই সিরিজের (Vivo Y Series) নতুন ফোন ভিভো ওয়াই১০০ (Vivo Y100) ফোন লঞ্চ করেছে ভারতে। এই ফোনের বিশেষত্ব হল এখানে রয়েছে কালার চেঞ্জিং (Colour Changing) রেয়ার প্যানেল। অর্থাৎ ফোনের ব্যাক প্যানেলের রঙ পরিবর্তন হবে সূর্যালোকের প্রভাবে। Pacific Blue এবং Twilight Gold ছাড়াও একটি মেটাল ব্ল্যাক কালার অপশনে লঞ্চ হয়েছে ভিভো ওয়াই১০০ ফোন। জানা গিয়েছে, এই ফোনে রয়েছে ৬.৩৮ ইঞ্চির AMOLED ডিসপ্লে যার রিফ্রেশ রেট ৯০ হার্টজ। এছাড়াও এই ফোনে রয়েছে মিডিয়াটেল ডিমেনসিটি ৯০০ প্রসেসর এবং ৪৫০০ এমএএইচ ব্যাটারি। 


ভিভো ওয়াই১০০ ৫জি ফোনের দাম এবং উপলব্ধতা


এই ফোনের ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২৪,৯৯৯ টাকা। অ্যামাজন, ফ্লিপকার্ট, ভিভো ইন্ডিয়া ই-স্টোর এবং অন্যান্য পার্টনার রিটেল স্টোর থেকে এই ফোন কেনা যাবে। 


ভিভো ওয়াই১০০ ৫জি ফোনের স্পেসিফিকেশন এবং ফিচার



  • এই ফোনে রয়েছে ৪৪ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক FunTouch OS 13- এর সাহায্যে পরিচালিত হবে ভিভোর এই ফোন। 

  • ভিভো ওয়াই১০০ ফোনে রয়েছে ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর। এখানে রয়েছে অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন ফিচার। এর সঙ্গে রয়েছে দুটো ২ মেগাপিক্সেলের সেনসর। ফোনের ডিসপ্লের উপর রয়েছে ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর। 


Xiaomi 13 Pro: ভারতে আগামী ২৬ ফেব্রুয়ারি লঞ্চ হতে চলেছে শাওমি ১৩ প্রো (Xiaomi 13 Pro) ফোন। এই ফ্ল্যাগশিপ ফোন চিনে আগেই লঞ্চ হয়েছে। এর সঙ্গে লঞ্চ হয়েছিল ভ্যানিলা মডেল শাওমি ১৩ (Xiaomi 13)। দুটো ফোনেই রয়েছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮ জেন ২ প্রসেসর। সম্প্রতি জানা গিয়েছে, ভারতে শাওমি ১৩ প্রো ফোন লঞ্চের পর কেনা যাবে ই-কমার্স সংস্থা অ্যামাজন থেকে। অফলাইনে কোথাও এই ফোন পাওয়া যাবে কিনা তা এখনও জানা যায়নি। ভারতে শাওমি ১৩ প্রো ফোনের দাম কত হতে পারে তাও জানা যায়নি।


Oppo Find N2 Flip: ওপ্পো ফাইন্ড এন২ ফ্লিপ (Oppo Find N2 Flip) ফোন লঞ্চ হয়েছে গ্লোবাল মার্কেটে। চিনে আগেই লঞ্চ হয়েছিল ওপ্পো সংস্থার এই ফোল্ডেবল ফ্ল্যাগশিপ ফোন। গতবছর অর্থাৎ ২০২২ সালের ডিসেম্বর মাসে এই ফোন চিনে লঞ্চ হয়েছিল। এবার লঞ্চ হয়েছে গ্লোবাল মার্কেটে। জানা গিয়েছে, ওপ্পো ফাইন্ড এন২ ফ্লিপ ফোনে রয়েছে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে। এছাড়াও রয়েছে একটি অ্যালুমিনিয়াম ফ্রেম। আর রয়েছে Hasselblad ব্র্যান্ডের ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি রেয়ার ক্যামেরা সেনসর। এই ফোনে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এছাড়াও ওপ্পো ফাইন্ড এন২ ফ্লিপ ফোনে রয়েছে ৪৩০০ এমএএইচ ব্যাটারি। এর পাশাপাশি রয়েছে একটি মিডিয়াটেক ডিমেনসিটি ৯০০০+ প্রসেসর। তার সঙ্গে যুক্ত রয়েছে ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ। অ্যান্ড্রয়েড ১৩- র সাহায্যে এই ফোন পরিচালিত হবে। 


আরও পড়ুন- ১০ লক্ষ টাকা বিনিয়োগে ১ কোটি রিটার্ন, LIC-র এই পলিসি বন্ধ হবে শীঘ্রই