iQoo Smartphone: ভারতে লঞ্চ হতে চলেছে আইকিউওও নিও ৭ প্রো (iQoo Neo 7 Pro 5G) ফোন। দেশে লঞ্চের আগে এই ফোনের কিছু ফিচার ও স্পেসিফিকেশন নিশ্চিত করেছে আইকিউওও (iQoo) সংস্থা। জানা গিয়েছে, ৪ জুলাই এই ফোন ভারতে লঞ্চ হতে চলেছে। ইতিমধ্যেই টিজার ডিজাইনে দেখা গিয়েছে কমলা রঙে এই ফোন লঞ্চ হতে পারে। এই ফোনে থাকতে পারে একটি ভেগান লেদার ব্যাক। এছাড়াও টিজার ডিজাইনে দেখা গিয়েছে, এই ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে। আইকিউওও সংস্থা জানিয়েছে তাদের এই নতুন ফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ প্লাস জেন ১ প্রসেসর থাকবে। এছাড়াও এই ফোনে থাকবে একটি Independent Gaming Chip। দুর্দান্ত গ্রাফিক্সের সাপোর্ট পাওয়া যাবে এই চিপের সাহায্যে। ফলে এই ফোনে গেম খেললে দারুণ অভিজ্ঞতা পাবেন ইউজাররা। এই ফোনে ১২০ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট থাকতে চলেছে। মাত্র ৮ মিনিটে ফোনের ৫০ শতাংশ চার্জ হবে। এই ফোনে থাকতে চলেছে ফ্ল্যাশ চার্জ প্রযুক্তি। 


ভারতে আইকিউওও নিও ৭ প্রো ৫জি ফোনের দাম কত হতে পারে 


শোনা গিয়েছে আইকিউওও নিও ৭ প্রো ৫জি ফোনের দাম ৩৮ হাজার টাকা থেকে ৪২ হাজার টাকার মধ্যে হতে পারে। এ বিষয়ে নিশ্চিত ভাবে কিছু জানা যায়নি। 


আইকিউওও নিও ৭ প্রো ৫জি ফোনের সম্ভাব্য ফিচার এবং স্পেসিফিকেশন



  • এই ফোনে ৬.৭৮ ইঞ্চির ফুল এইচডি প্লাস AMOLED ডিসপ্লে থাকতে পারে যার রিফ্রেশ রেট হতে পারে ১২০ হার্টজ।

  • এই ফোনে একটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ প্লাস জেন ১ প্রসেসর থাকতে পারে। এর সঙ্গে ১৬ জিবি পর্যন্ত র‍্যাম এবং ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজ যুক্ত থাকার সম্ভাবনা রয়েছে। 

  • এই ফোনে অ্যান্ড্রয়েড ১৩ এবং Funtouch OS 13- এর সাপোর্ট থাকার কথা রয়েছে।

  • এই ফোনের রেয়ার ক্যামেরা সেটআপে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর থাকতে পারে এবং সেখানে অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন ফিচারের সাপোর্ট থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়াও থাকতে পারে একটি ৮ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা এবং একটি ২ মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা থাকতে পারে। ফোনের ডিসপ্লের উপরে থাকতে পারে ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর। 

  • আইকিউওও নিও ৭ প্রো ৫জি ফোনে একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ১২০ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট থাকতে পারে। 


আরও পড়ুন- প্রতিদিনের ইঁদুরদৌড়ে ক্লান্ত? জীবনযাপনে আনুন এই সহজ পরিবর্তন