iQoo Smartphones: আইকিউওও নিও ৯ প্রো (iQoo Neo 9 Pro) ফোন লঞ্চ হতে চলেছে ভারতে। তার আগে দাম কমল আইকিউওও নিও ৭ প্রো (iQoo Neo 7 Pro) ফোনের। প্রসঙ্গত এই ফোনেরই সাকসেসর মডেল হিসেবে লঞ্চ হতে চলেছে আইকিউওও নিও ৯ প্রো ফোন। গতবছর অর্থাৎ ২০২৩ সালের জুলাই মাসে আইকিউওও নিও ৭ প্রো ফোন লঞ্চ হয়েছিল ভারতে। এই ফোনে রয়েছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮ প্লাস জেন ১ প্রসেসর। তার সঙ্গে রয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ফ্ল্যাশ চার্জ সাপোর্ট। দুটো রঙে দেশে লঞ্চ হয়েছিল আইকিউওও নিও ৭ প্রো ফোন। সেই সঙ্গে ছিল দুটো র‍্যাম এবং স্টোরেজ কনফিগারেশনের ভ্যারিয়েন্ট। সম্প্রতি আইকিউওও সংস্থা একটি সেল ইভেন্ট শুরু করেছে যার নাম 'iQoo Quest Days'। আর সেখানেই অন্যান্য অনেক প্রোডাক্টের সঙ্গে আইকিউওও নিও ৭ প্রো ফোনের দামেও ছাড় দেওয়া হয়েছে। 


এবার দেখে নেওয়া যাক আইকিউওও নিও ৯ প্রো ফোন লঞ্চের আগে আইকিউওও নিও ৭ প্রো ফোনের দাম কতটা কমেছে এবং কোথা থেকে কেনা যাবে 


আইকিউওও নিও ৭ প্রো ফোনের ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট ভারতে লঞ্চ হয়েছিল ৩৪,৯৯৯ টাকায়। আর ১২ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ যুক্ত মডেল লঞ্চ হয়েছিল ৩৭,৯৯৯ টাকায়। বর্তমানে আইকিউওও নিও ৭ প্রো ফোনের বেস ভ্যারিয়েন্টের দাম ২৭,৯৯৯ টাকা। ই-কমার্স সংস্থা অ্যামাজন এবং আইকিউওও সংস্থা ই-স্টোর থেকে এই ফোন কেনা যাবে কম দামে। প্রসঙ্গত উল্লেখ্য, 'iQoo Quest Days' এই সেল ইভেন্ট শুরু হয়েছে ২৫ জানুয়ারি এবং তা চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত। ক্রেতারা ব্যাঙ্ক অফারও পাবেন। আইসিআইসিআই এবং এইচডিএফসি ব্যাঙ্কের গ্রাহকরা ১০০০ টাকা ইন্সট্যান্ট ছাড় পাবেন। এই অফার কিন্তু আইকিউওও জেড৭ প্রো এবং আইকিউওও জেড৬ লাইট- ফোনের ক্ষেত্রেও প্রযোজ্য। 


আইকিউওও নিও ৭ প্রো ফোনের সাকসেসর মডেল আইকিউওও নিও ৯ প্রো ভারতে লঞ্চ হতে চলেছে ২২ ফেব্রুয়ারি। এই ফোনের দাম ৪০ হাজার টাকার মধ্যে হবে বলে অনুমান। ২০২৪ সালে আইকিউওও সংস্থা ভারতে প্রথম ফোন হিসেবে লঞ্চ করতে চলেছে আইকিউওও নিও ৯ প্রো মডেল। ফোনের ব্যাক প্যানেলে লাল এবং সাদা রঙ দেখা যাবে। ডুয়াল টোনে লঞ্চ হওয়ার কথা এই স্মার্টফোনের। এই ফোনে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮ জেন ২ প্রসেসর থাকবে। দুটো র‍্যাম এবং স্টোরেজ যুক্ত ভ্যারিয়েন্টে এই ফোন লঞ্চ হবে। একটি ৮ জিবি র‍্যাম ও ২৫৬ স্টোরেজ যুক্ত মডেল। অন্যটি ১২ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ যুক্ত ভ্যারিয়েন্টে। ই-কমার্স সংস্থা অ্যামাজন ইন্ডিয়ার ওয়েবসাইট এবং আইকিউওও সংস্থার ই-স্টোর থেকে এই ফোন কেনা যাবে। 


আরও পড়ুন- ভারতে হাজির রিয়েলমি ১২ প্রো ৫জি সিরিজ, কোন কোন ফোন লঞ্চ হয়েছে? দাম কত?