iQoo Neo Smartphones: আইকিউওও নিও ৯ প্রো (iQoo Neo 9 Pro) ফোন আগামী ২২ ফেব্রুয়ারি ভারতে লঞ্চ হতে চলেছে। আজ ৮ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে প্রি-বুকিং (Pre Booking)। আনুষ্ঠানিক লঞ্চের আগে ইতিমধ্যেই আইকিউওও নিও সিরিজের (iQoo Neo Series) এই ফোন সম্পর্কে বেশ কিছু তথ্য নিশ্চিত ভাবে জানা গিয়েছে। এবার আভাস পাওয়া গিয়েছে দামের। জনপ্রিয় টিপস্টার মুকুল শর্মা এক্স মাধ্যমে আইকিউওও নিও ৯ প্রো ফোনের প্রোডাক্ট পেজের একটি স্ক্রিনশট শেয়ার করে দাবি জানিয়েছেন, এই ফোনের ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ যুক্ত ভ্যারিয়েন্টের দাম হবে ৩৭,৯৯৯ টাকা। এর সঙ্গে থাকছে ৩০০০ টাকার ব্যাঙ্ক অফার। তার ফলে ফোনের দাম কমে হবে ৩৪,৯৯৯ টাকা। আইকিউওও নিও ৯ প্রো ফোন ১২ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ নিয়েও লঞ্চ হতে পারে। তবে এই ভ্যারিয়েন্টের দাম প্রকাশ্যে আসেনি। কিন্তু অনুমান করা হচ্ছে, ৪০ হাজার টাকার কমই হবে। 


আইকিউওও নিও ৯ প্রো ফোনের প্রি-বুকিং


৮ ফেব্রুয়ারি অর্থাৎ আজ দুপুর ১২টা থেকে এই ফোনের প্রি-বুকিং শুরু হচ্ছে দেশে। ১০০০ টাকার বিনিময়ে প্রি-বুকিং করা যাবে। এই টাকা রিফান্ডেবল। অর্থাৎ ফেরত পাওয়া যাবে। আর প্রি-বুকিং করলে ক্রেতারা ফোনের দামেও ১০০০ টাকা ছাড় পাবেন। আইকিউওও ইন্ডিয়ার ওয়েবসাইট এবং ই-কমার্স সংস্থা অ্যামাজনের সাইট থেকে এই ফোনের জন্য প্রি-বুকিং করতে পারবেন আগ্রহীরা। 


কী কী রঙে আইকিউওও নিও ৯ প্রো ফোন ভারতে লঞ্চ হতে চলেছে


Conqueror Black এবং Fiery Red- এই দুই রঙে ভারতে লঞ্চ হতে পারে আইকিউওও নিও সিরিজের নতুন ফোন। এর মধ্যে Conqueror Black ভ্যারিয়েন্টে থাকবে একটু গ্লসি ফিনিশ অর্থাৎ চকচকে ভাব। অন্যদিকে Fiery Red ভ্যারিয়েন্টে থাকবে একটি ডুয়াল টোন faux leather ব্যাক প্যানেল। এই লেদার ফিনিশের ক্ষেত্রে ফোনের রেয়ার প্যানেলে লাল রঙের আধিক্য লক্ষ্য করা যাবে। 


আইকিউওও নিও ৯ প্রো ফোনের অন্যান্য ফিচার এবং স্পেসিফিকেশন



  • এই ফোনে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮ জেন ২ প্রসেসর থাকতে চলেছে। এর সঙ্গে একটি Supercomputing Q1 চিপ থাকবে যার সাহায্যে গেম খেলার সময় ইউজাররা দুর্দান্ত অভিজ্ঞতা সঞ্চয় করতে পারবেন।

  •  আইকিউওও নিও ৯ প্রো ফোনে একটি ৬.৭৮ ইঞ্চির LTPO AMOLED ডিসপ্লে থাকতে পারে যার রিফ্রেশ রেট হবে ১৪৪ হার্টজ।

  • এছাড়াও এই ফোনে ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনট থাকবে। সেখানে ৫০ মেগাপিক্সেলের IMX920 প্রাইমারি সেনসর থাকবে। এর সঙ্গে আবার যুক্ত থাকবে অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন ফিচারের সাপোর্ট। এছাড়াও ৮ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড শুটার থাকবে আইকিউওও নিও সিরিজের আসন্ন প্রো ফোনে। 

  • একটি ৫১৬০ এমএএইচ ব্যাটারি এবং ১২০ ওয়াট পর্যন্ত ফাস্ট চার্জিং সাপোর্ট থাকবে আইকিউওও নিও ৯ প্রো ফোনে। 


আরও পড়ুন- ভারতে কবে লঞ্চ হচ্ছে রেডমি এ৩? আগের মডেলের তুলনায় কী কী আধুনিক ফিচার থাকবে এই ফোনে?