iQoo Phone: আইকিউওও নিও ৯এস প্রো প্লাস ফোন চিনে এখনও লঞ্চ হয়নি। তার আগেই ফাঁস হল এই ফোনের ভারতে লঞ্চের দিন। সাধারণত চিনের সংস্থা হলে তারা সবার আগে ফোন লঞ্চ করে নিজেদের দেশে। তারপর এই ফোন আসে গ্লোবাল মার্কেটে। আর তারও পরে ভারতে। অনেকসময় গ্লোবাল মার্কেট এবং ভারতে একই সঙ্গে লঞ্চ হয় চিনের সংস্থার তৈরি করা ফোন। খুব কম ক্ষেত্রেই দেখা গিয়েছে যে চিনে এবং ভারতে একই দিনে লঞ্চ হচ্ছে চিনা সংস্থা নির্মিত স্মার্টফোন। এখনও পর্যন্ত শোনা গিয়েছে, জুলাই মাসে চিনে লঞ্চ হতে চলেছে ভিভো সংস্থার সাব-ব্র্যান্ড আইকিউওও কোম্পানির নতুন ফোন আইকিউওও নিও ৯এস প্লাস ফোন। এবার শোনা গেল, ভারতে এই ফোন লঞ্চ হবে জুলাই মাসের শেষদিকে। যদিও দুই দেশের ক্ষেত্রেই আইকিউওও সংস্থার এই ফোন লঞ্চের নির্দিষ্ট দিনক্ষণ প্রকাশ্যে আসেনি। 


সাধারণত দেখা যায় চিনে লঞ্চের বেশ কয়েক সপ্তাহ পরে ভারতে আসে ওই ফোন। অনেকসময় পার হয় মাস এবং বছরও। তবে আইকিউওও নিও ৯এস প্লাস প্রো ফোন নিয়ে শুরু হয়েছে জল্পনা। অনেকে অনুমান করছেন চিনে ও ভারতে একই সময়ে এই ফোন লঞ্চ হতে পারে। আবার অনেকে বলছেন, আগে এই ফোন চিনেই লঞ্চ হবে। তারপর আত্মপ্রকাশ করবে গ্লোবাল মার্কেট এবং ভারতে। হয়তো গ্লোবাল মার্কেট এবং ভারতে একই সময় এই ফোন লঞ্চ হতেও পারে। তবে কোনও তথ্যই নিশ্চিত নয়। কারণ আইকিউওও কর্তৃপক্ষ তাদের এই ফোন লঞ্চ প্রসঙ্গে আনুষ্ঠানিক ভাবে এখনও কিছুই ঘোষণা করেনি। 


এক্স মাধ্যমে আইকিউওও নিও ৯এস প্রো প্লাস ফোনের ভারতে লঞ্চ প্রসঙ্গে আভাস দিয়েছেন টিপস্টার অভিষেক যাদব। তাঁর মতে এই ফোন জুলাই মাসের শেষদিকে ভারতে লঞ্চ হতে পারে। যদিও এই টিপস্টার নির্দিষ্ট ভাবে কোনও দিনক্ষণ জানাননি। ভারতে এর আগে আইকিউওও নিও ৯ প্রো ফোন লঞ্চ হয়েছিল। সেই তালিকাতেই নাম জুড়বে আইকিউওও নিও ৯এস প্রো প্লাস ফোনের। 


চিনে এই ফোন লঞ্চ হবে জুলাই মাসে এমনটাই জানা গিয়েছে। তবে নির্দিষ্ট তারিখ জানা যায়নি। যদিও প্রকাশিত হয়েছে একটি অফিশিয়াল টিজার। সেখান থেকে ফোনের ডিজাইন সম্পর্কে আভাস পাওয়া গিয়েছে। ডুয়াল টোন এবং ভেগান লেদার ফিনিশ নিয়ে লঞ্চ হবে আইকিউওও নিও ৯এস প্রো প্লাস ফোন। এর আগেও আইকিউওও নিও ৯ সিরিজের ফোনগুলি এই একই ধরনের কালার টোন এবং ব্যাক প্যানেল ডিজাইন নিয়ে লঞ্চ হয়েছে। তবে চিরাচরিত লাল-সাদা রঙের মিশ্রণ থেকে বেরিয়ে আইকিউওও নিও ৯এস প্রো প্লাস ফোন নীল-সাদা রঙে লঞ্চ হতে পারে। ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিট থাকতে পারে এই ফোনে। এই তথ্যগুলি অবশ্যই সবই আইকিউওও নিও ৯এস প্রো প্লাস ফোনের চিনের ভ্যারিয়েন্টের ক্ষেত্রে প্রযোজ্য। যদি ভারতে একই ডিজাইন ও স্পেসিফিকেশন এবং ফিচার নিয়ে আইকিউওও নিও ৯ সিরিজের এই 'প্রো প্লাস' মডেল লঞ্চ হয় তাহলে ভারতেও যে ফোন লঞ্চ হবে সেই মডেলের ক্ষেত্রেও এইসব তথ্য প্রযোজ্য হবে। 


আইকিউওও নিও ৯এস প্রো প্লাস ফোনে কী কী ফিচার থাকার সম্ভাবনা রয়েছে একনজরে দেখে নেওয়া যাক (সবই সম্ভাব্য ফিচার) 



  • এই ফোনে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ চিপসেট থাকতে পারে। এর সঙ্গে সর্বোচ্চ ১৬ জিবি র‍্যাম যুক্ত থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়াও থাকতে পারে সর্বোচ্চ ৫১২ জিবি অনবোর্ড স্টোরেজ। 

  • এই ফোনে ৬.৭৮ ইঞ্চির 1.5K OLED স্ক্রিন থাকতে পারে যার রিফ্রেশ রেট হতে পারে ১৪৪ হার্টজ। এই ফোনে একটি আলট্রাসোনিক ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার থাকতে পারে। 

  • এই ফোনে ৫৫০০ এমএএইচ ব্যাটারি এবং ১২০ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট থাকার সম্ভাবনা রয়েছে। 

  • এছাড়াও থাকতে পারে ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিট। সেখানে ৫০ মেগাপিক্সেলের দুটো ক্যামেরা সেনসর থাকতে পারে। এর পাশাপাশি ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর থাকার সম্ভাবনা রয়েছে। 


আরও পড়ুন- ওপ্পো রেনো ১২ সিরিজ আসছে ভারতে, থাকতে পারে ৫০ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।