Oppo Reno 12 Series: ওপ্পো রেনো ১২ সিরিজ আসছে ভারতে, থাকতে পারে ৫০ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর

Oppo Phones: ওপ্পো রেনো ১২ এবং ওপ্পো রেনো ১২ প্রো- এই দুই ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে। এই দুই ফোনে ৫০ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর থাকার কথা শোনা গিয়েছে। 

Continues below advertisement

Oppo Reno 12 Series: ওপ্পো রেনো ১২ সিরিজ (Oppo Reno 12 Series) চিনে আগেই লঞ্চ হয়েছে। কিছুদিন আগে নির্দিষ্ট কিছু দেশেও এই স্মার্টফোন সিরিজ লঞ্চ হয়েছে। এবার আসছে ভারতে। ওপ্পো সংস্থা জানিয়েছে ভারতে লঞ্চ হতে চলেছে ওপ্পো রেনো ১২ (Oppo Reno 12 5G) এবং ওপ্পো রেনো ১২ প্রো (Oppo Reno 12 Pro 5G) - এই দুই ফোন। এই দুই ফোন লঞ্চের নির্দিষ্ট দিনক্ষণ প্রকাশ্যে না এলেও খুব বেশি যে দেরি নেই তা নিশ্চিত ভাবেই স্পষ্ট হয়েছে। ভারতে লঞ্চের পর ওপ্পো রেনো ১২ এবং ওপ্পো রেনো ১২ প্রো- এই দুই ফোন অনলাইনে কেনা যাবে ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট (Flipkart) ইন্ডিয়ার ওয়েবসাইট থেকে। ভারতে যে ওপ্পো রেনো ১২ সিরিজের এই দুই ফোন লঞ্চ হবে সেকথা ফ্লিপকার্টের ওয়েবসাইটের মাধ্যমেই নিশ্চিত ভাবে জানা গিয়েছে। ওপ্পো সংস্থা জানিয়েছে, ভারতে লঞ্চ হতে চলা ওপ্পো রেনো ১২ এবং ওপ্পো রেনো ১২ প্রো, এই দুই ফোনেই অসংখ্য এআই ফিচার থাকতে চলেছে। এই দু'টি ফোনই ৫জি মডেল হিসেবে লঞ্চ হতে চলেছে দেশে। 

Continues below advertisement

ওপ্পো রেনো ১২ সিরিজের এই দুই ফোনে কী কী ফিচার থাকার সম্ভাবনা রয়েছে দেখে নিন একনজরে 

  • ওপ্পো রেনো ১২ ফোনে থাকতে পারে মিডিয়াটেক ডিমেনসিটি ৮২৫০ স্টার স্পিড এডিশনের প্রসেসর। 
  • অন্যদিকে ওপ্পো রেনো ১২ প্রো ফোনে থাকতে পারে মিডিয়াটেক ডিমেনসিটি ৯২০০ প্লাস স্টার স্পিড এডিশন চিপসেট। 
  • আবার শোনা যাচ্ছে, ওপ্পো রেনো ১২ সিরিজের এই দুই ৫জি ফোনে থাকতে পারে মিডিয়াটেক ডিমেনসিটি ৭৩০০ এনার্জি প্রসেসর। 
  • ওপ্পো রেনো ১২ এবং ওপ্পো রেনো ১২ প্রো- এই দুই ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে। সেখানে দুটো ফোনের ক্ষেত্রেই ৫০ মেগাপিক্সেলের দুটো ক্যামেরা সেনসর এবং একটি ৮ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স যুক্ত ক্যামেরা সেনসর থাকতে পারে।
  • এছাড়াও ওপ্পো রেনো ১২ এবং ওপ্পো রেনো ১২ প্রো- দুই ফোনে ৫০ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর থাকার কথা শোনা গিয়েছে। 
  • ওপ্পো রেনো ১২ সিরিজের এই দুই ফোনে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ৮০ ওয়াটের SuperVOOC ফাস্ট চার্জিং সাপোর্ট থাকতে পারে। 

আরও পড়ুন- ভারতে নতুন ফোন লঞ্চ করতে চলেছে দেশীয় সংস্থা লাভা মোবাইলস, দাম কম হলেও নজর কেড়ে নেবে ফিচার 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

Continues below advertisement
Sponsored Links by Taboola