iQoo Z9: ভারতে আইকিউওও জেড৯ (iQoo Z9) ফোন লঞ্চ হতে চলেছে আগামী ১২ মার্চ। আনুষ্ঠানিক লঞ্চের আগে প্রকাশ্যে এসেছে এই ফোনের সম্ভাব্য দাম। এছাড়াও আইকিউওও সংস্থার (iQoo Smartphone) তরফে ফোনের ডিসপ্লে এবং ব্যাটারি সম্পর্কে নিশ্চিত তথ্য প্রকাশ করা হয়েছে। ভিভো (Vivo) সংস্থার সাব-ব্র্যান্ড আইকিউওও। তাদের নতুন ফোন আসছে ভারতের বাজারে। জেনে নেওয়া যাক এই ফোনের দাম ভারতের বাজারে কত হতে পারে।


ভারতে আইকিউওও জেড৯ ফোনের সম্ভাব্য দাম 


এই ফোনের দাম ২০ হাজার টাকা থেকে ২৫ হাজার টাকার মধ্যে হতে পারে। এক্স মাধ্যমে টিপস্টার যোগেশ ব্রার একটি পোস্ট করে এমনটাই অনুমান জানিয়েছে। এর আগে গতবছর অর্থাৎ ২০২৩ সালে ভারতে আইকিউওও জেড৭ ফোন লঞ্চ হয়েছিল। নতুন আইকিউওও জেড৯ ফোন তারই সাকসেসর মডেল হিসেবে ভারতে লঞ্চ হতে চলেছে। এই আইকিউওও জেড৭ ফোনের দাম অনুযায়ী আইকিউওও জেড৯ ফোনের সম্ভাব্য দাম অনুমান করা হয়েছে। এই ফোনের দাম শুরু হতে পারে ২০ হাজার টাকার কম থেকে। আর সর্বোচ্চ দাম হতে পারে ২৪ হাজার টাকার আশপাশে। 


এখনও পর্যন্ত আইকিউওও জেড৯ ফোনের কোন কোন স্পেসিফিকেশন এবং নিশ্চিত ভাবে জানা গিয়েছে, নজর দেওয়া যাক সেই দিকে 



  • এই ফোনে একটি মিডিয়াটেক ডিমেনসিটি ৭২০০ প্রসেসর থাকবে। 

  • ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিট থাকবে এই ফোনে। সেখানে ৫০ মেগাপিক্সেলের Sony IMX882 মেন সেনসর থাকবে। এর সঙ্গে অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন ফিচার যুক্ত থাকবে।

  • আইকিউওও জেড৯ ফোনে একটি AMOLED ডিসপ্লে থাকবে যার রিফ্রেশ রেট হবে ১২০ হার্টজ। গেমারদের জন্য এই ফোন লঞ্চ হতে চলেছে। যাতে গেমাররা ভাল অভিজ্ঞতা সংগ্রহ করতে পারেন তাই ডিসপ্লেতে থাকবে ভাল ব্রাইটনেস এবং বড় সাইজের ডিসপ্লে থাকবে। 

  • আইকিউওও সংস্থার আসন্ন ফোনে ৫০০০ এমএএইচ ব্যাটারি থাকবে। এছাড়াও থাকবে ডুয়াল স্টিরিও স্পিকার। সবুজ রঙের একটি ম্যাট ফিনিশে এই ফোন লঞ্চ হবে বলে দেখা গিয়েছে প্রকাশ্যে আসা টিজার ছবিতে।  


আইকিউওও নিও ৯ প্রো ফোন ভারতে লঞ্চ হয়েছে গত ২২ ফেব্রুয়ারি 


এই ফোনের ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ যুক্ত মডেলের দাম ৩৭,৯৯৯ টাকা। এছাড়াও ১২ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৩৯,৯৯৯ টাকা। Conqueror Black এবং Fiery Red- এই দুই রঙে ভারতে লঞ্চ হয়েছে আইকিউওও নিও ৯ প্রো ফোন। এখানে রয়েছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮ জেন ২ প্রসেসর। এর সঙ্গে ১২ জিবি পর্যন্ত র‍্যাম এবং ২৫৬ জিবি ইনবিল্ট স্টোরেজ যুক্ত রয়েছে। এছাড়াও ফোন পরিচালিত হবে অ্যান্ড্রয়েড ১৪ বেসড Funtouch OS 14 out-of-the-box - এর সাহায্যে। আইকিউওও নিও ৯ প্রো ফোনে ৬.৭৮ ইঞ্চির একটি LTPO AMOLED ডিসপ্লে রয়েছে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। এছাড়াও এই ফোনে রয়েছে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি রেয়ার ক্যামেরা সেনসর। এটি একটি Sony IMX920 সেনসর। 


আরও পড়ুন- ওয়ানপ্লাসের 'নর্ড' সিরিজের নতুন ফোন দ্রুত লঞ্চ হতে পারে ভারতে, কোন মডেল লঞ্চের সম্ভাবনা রয়েছে?