iQoo Z9s Series: ভারতে লঞ্চ হতে চলেছে ভিভো (Vivo) কোম্পানির সাব-ব্র্যান্ড আইকিউওও (iQoo) সংস্থার নতুন স্মার্টফোন সিরিজ (iQoo Z9s Series)। ভারতে লঞ্চ হতে চলেছে আইকিউওও জেড৯এস সিরিজ। আগামী ২১ অগস্ট এই স্মার্টফোন সিরিজ দেশে লঞ্চ হবে। আইকিউওও জেড৯এস (iQoo Z9s) এবং আইকিউওও জেড৯এস প্রো (iQoo Z9s Pro) - এই দুই ফোন লঞ্চ হতে চলেছে আইকিউওও জেড৯এস সিরিজে। চিনে আগেই লঞ্চ হয়েছে আইকিউওও জেড৯ ফোন (iQoo Z9)। অনুমান তারই রিব্র্যান্ডেড ভ্যারিয়েন্ট (Rebranded Variant) হিসেবে আইকিউওও জেড৯এস ফোন ভারতে লঞ্চ হতে চলেছে।
সম্প্রতি আইকিউওও সংস্থার সিইও নিপুন মার্যা এক্স মাধ্যমে পোস্ট করে জানিয়েছে যে ২১ অগস্ট আইকিউওও জেড৯এস সিরিজ ভারতে লঞ্চ হতে চলেছে। একটি টিজার ছবি ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। এই স্মার্টফোনের রং সোনালি হতে চলেছে। এই প্রথম আইকিউওও সংস্থার কার্ভ স্ক্রিন যুক্ত ফোন লঞ্চ হতে চলেছে, সেই আভাসও পাওয়া গিয়েছে এক্স মাধ্যমে।
চলতি বছরেই ভারতে লঞ্চ হয়েছে আইকিউওও জেড৯এক্স ৫জি ফোন
এবছর অর্থাৎ ২০২৪ সালের মে মাসে এই ফোন দেশে লঞ্চ হয়েছে। এটি একটি বাজেট ৫জি স্মার্টফোন। আইকিউওও জেড৯এক্স ৫জি ফোনে রয়েছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৬ জেন ১ চিপ। এর সঙ্গে ৮ জিবি পর্যন্ত র্যাম যুক্ত রয়েছে। এছাড়াও রয়েছে ১২৮ জিবি ইনবিল্ট স্টোরেজ। এই ফোন পরিচালিত হবে অ্যান্ড্রয়েড ১৪ অপারেটিং সিস্টেমের সাহায্যে। আইকিউওও সংস্থার নতুন ফোনের ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিটে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেনসর এবং ২ মেগাপিক্সেলের ডেপথ সেনসর রয়েছে। আইকিউওও জেড৯এক্স ৫জি ফোনে একটি ৬০০০ এমএএইচ ব্যাটারি রয়েছে। এর সঙ্গে পাওয়া যাবে ৪৪ ওয়াটের চার্জিং সাপোর্ট। এছাড়াও এই ফোনে রয়েছে একটি ৩.৫ মিলিমিটারের অডিও জ্যাক এবং ইউএসবি টাইপ-সি পোর্ট।
লঞ্চের সময় এই ফোনের ৪ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ছিল ১২,৯৯৯ টাকা। এছাড়াও ৬ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ নিয়ে লঞ্চ হয়েছিল আইকিউওও জেড৯এক্স ৫জি ফোন, যার দাম ছিল ১৪,৪৯৯ টাকা। আর রয়েছে ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ যুক্ত ভ্যারিয়েন্ট, যার দাম ছিল ১৫,৯৯৯ টাকা। টর্নেডো গ্রিন এবং স্টর্ম গ্রে- এই দুই রঙে লঞ্চ হয়েছিল আইকিউওও জেড৯এক্স ৫জি ফোন।
আরও পড়ুন- মোটোরোলার সবচেয়ে 'স্লিম' ফোন এবার হাজির ভারতের বাজারে, সরু হলেও দারুণ শক্তপোক্ত এই ডিভাইস
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।