iQoo Smartphoes: ভারতে লঞ্চ হতে চলেছে ভিভো সংস্থার সাব-ব্র্যান্ড আইকিউওও- এর নতুন ফোন। এবছর এপ্রিল মাসেই চিনে লঞ্চ হয়েছে আইকিউওও জেড৯এক্স ৫জি ফোন। এবার সেই ফোনের নাম আইকিউওও ইন্ডিয়ার ওয়েবসাইটে দেখা গিয়েছে। তার থেকেই অনুমান যে আইকিউওও সংস্থার এই ৫জি ফোন ভারতে লঞ্চ হতে চলেছে। চলতি বছর মার্চ মাসে ভারতে লঞ্চ হয়েছে আইকিউওও জেড৯ ৫জি ফোন। সেই সিরিজেই যুক্ত হতে চলেছে আইকিউওও জেড৯এক্স ৫জি ফোন। চিনে এই ফোনের যে ভ্যারিয়েন্ট লঞ্চ হয়েছে তার সঙ্গে ভারতে লঞ্চ হতে চলা মডেলের ডিজাইন এবং স্পেসিফিকেশনে মিল থাকবে বলে অনুমান করা হচ্ছে। এর পাশাপাশি এও শোনা যাচ্ছে যে আইকিউওও জেড৯এক্স ৫জি ফোন আসলে ভিভো টি৩এক্স ৫জি ফোনের রিব্র্যান্ডেড ভার্সান হতে চলেছে। 


আইকিউওও সংস্থা অবশ্য তাদের এই ফোন লঞ্চ প্রসঙ্গে আনুষ্ঠানিক ভাবে এখনও কিছু ঘোষণা করেনি। তবে যেহেতু আইকিউওও ইন্ডিয়ার ওয়েবসাইটে এই ফোনের নাম দেখা গিয়েছে তার থেকে অনুমান আইকিউওও জেড৯এক্স ৫জি ফোন ভারতে লঞ্চ হতে হয়তো আর বেশি দেরি নেই। কিন্তু নির্দিষ্ট ভাবে এই ফোন লঞ্চের দিনক্ষণ জানা যায়নি এখনও। এর পাশাপাশি আইকিউওও জেড৯এক্স ৫জি ফোনের ভারতীয় ভ্যারিয়েন্টে কী কী ফিচার থাকবে, ডিজাইন কেমন হবে ফোনের, সেই সম্পর্কেও সংস্থার তরফে আনুষ্ঠানিক ভাবে কিছু ঘোষণা করা হয়নি। 


আইকিউওও জেড৯এক্স ৫জি ফোনের চিনে লঞ্চ হওয়া ভ্যারিয়েন্টে কী কী ফিচার এবং স্পেসিফিকেশন রয়েছে, দেখে নিন 



  • আইকিউওও জেড৯এক্স ৫জি ফোনে রয়েছে ৬.৭২ ইঞ্চির এলসিডি স্ক্রিন যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। Android 14-based OriginOS 4- এর সাহায্যে পরিচালিত হয় এই ফোন। 

  • ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে এই ফোনে। ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর রয়েছে রেয়ার ক্যামেরা ইউনিটে। তার সঙ্গে যুক্ত রয়েছে আর্টিফিশিয়াল ইটেলিজেন্স ফিচার। 

  • এই ফোনে রয়েছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৬ জেন ১ প্রসেসর। এর সঙ্গে ১২ জিবি পর্যন্ত র‍্যাম এবং ২৫৬ জিবি পর্যন্ত প্রসেসর যুক্ত রয়েছে।

  • আইকিউওও জেড৯এক্স ৫জি ফোনে রয়েছে ৬০০০ এমএএইচ ব্যাটারি এবং ৪৪ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। 


আরও পড়ুন- ১৫ হাজার টাকার কমে ঝাঁ-চকচকে স্মার্টফোন কিনতে চান? অ্যামাজনের গ্রেট সামার সেলে পাবেন এই মডেলগুলি 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।