Itel A05s: আইটেল এ০৫এস 9Itel A05s) ফোন ভারতে হাজির নতুন র‍্যাম ও স্টোরেজ নিয়ে। এই ভ্যারিয়েন্টে রয়েছে ৪ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি (4 GB RAM and 64 GB Storage) স্টোরেজ। ভারতে এই ফোন লঞ্চ হয়েছিল ২ জিবি র‍্যাম এবং ৩২ জিবি স্টোরেজ নিয়ে। আইটেল সংস্থার এই বাজেট ফোনে একটি অক্টা-কোর Unisoc SC9863A প্রসেসর রয়েছে। এছাড়াও রয়েছে ৪০০০ এমএএইচ ব্যাটার। এই ফোনের রেয়ার প্যানেলে ৮ মেগাপিক্সেলের ক্যামেরা সেনসর এবং এলইডি ফ্ল্যাশ রয়েছে। চারটি রঙে ভারতে লঞ্চ হয়েছিল আইটেল এ০৫এস ফোন। 


ভারতে আইটেল এ০৫এস ফোনের নতুন ভ্যারিয়েন্টের দাম


এই ফোনের ৪ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি স্টোরেজের দাম ভারতের বাজারে ৬০৯৯ টাকা। ক্রিস্টাল ব্লু, গ্লোরিয়াস অরেঞ্জ, মিডো গ্রিন এবং নেবুলা ব্ল্যাক- এই চারটি রঙে ভারতে লঞ্চ হয়েছে আইটেল এ০৫এস ফোন। 


আইটেল এ০৫এস ফোনের বিভিন্ন ফিচার এবং স্পেসিফিকেশন



  • ডুয়াল ন্যানো সিমের সাপোর্ট রয়েছে এই ফোনে। এছাড়াও রয়েছে ৬.৬ ইঞ্চির ডিসপ্লে যেখানে এইচডি প্লাস রেজোলিউশন পাওয়া যাবে। এটি একটি IPS LCD ডিসপ্লে যার রিফ্রেশ রেট ৬০ হার্টজ। 

  • আইটেল সংস্থার এই ফোনে রয়েছে একটি অক্টা-কোর Unisoc SC9863A প্রসেসর। ফোনের ইনবিল্ট স্টোরেজের পরিমাণ ৩২ জিবি থেকে ১ টিবি পর্যন্ত বাড়ানো সম্ভব মাইক্রো এসডি কার্ড। 

  • আইটেল এ০৫এস ফোন পরিচালিত হবে Android 13 Go Edition out-of-the-box এর সাপোর্টে। 

  • এই ফোনের রেয়ার প্যানেলে রয়েছে 8 মেগাপিক্সেলের ক্যামেরা সেনসর। তার সঙ্গে একটি এলইডি ফ্ল্যাশও রয়েছে। এই স্মার্টফোনের ডিসপ্লের উপর রয়েছে ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর। 

  • আইটেল এ০৫এস ফোনে ৪০০০ এমএএইচ ব্যাটারির সঙ্গে রয়েছে ৪জি এলটিই, ব্লুটুথ, ওয়াই-ফাই, ৩.৫ মিলিমিটারের অডিও জ্যাক এবং ইউএসবি টাইপ-সি কানেক্টিভিটি। ফোনের ব্যাক প্যানেলে একটি ফিঙ্গারপ্রিন্ট সেনসরও রয়েছে। আর রয়েছে ফেস আনলক ফিচার। 


ভিভো এক্স ১০০ সিরিজ


ভিভো এক্স৯০ সিরিজের সাকসেসর ভিভো এক্স১০০ সিরিজ ভারতে লঞ্চ হতে চলেছে আগামী বছর অর্থাৎ ২০২৪ সালের জানুয়ারি মাসে। এই স্মার্টফোন সিরিজ চিনে ইতিমধ্যেই লঞ্চ হয়েছে। এবার ১৪ ডিসেম্বর গ্লোবাল মার্কেটে লঞ্চ হতে চলেছে ভিভো এক্স১০০ সিরিজ। তবে সেইদিন ভারতে এই স্মার্টফোন সিরিজ লঞ্চ হবে না। সূত্রের খবর, ২০২৪ সাল অর্থাৎ আগামী বছরের শুরুতে জানুয়ারি মাসে ভিভো এক্স১০০ সিরিজ ভারতে লঞ্চ হবে। যদিও নির্দিষ্ট দিনক্ষণ প্রসঙ্গে ভিভো সংস্থা আনুষ্ঠানিকভাবে এখনও কিছু ঘোষণা করেনি। ভিভো এক্স১০০ এবং ভিভো এক্স১০০ প্রো- এই দুই মডেল ওই স্মার্টফোন সিরিজের আওতায় ভারতে লঞ্চের কথা রয়েছে। 


আরও পড়ুন- হোয়াটসঅ্যাপে গুরুত্বপূর্ণ মেসেজ খুঁজে পাবেন নিমেষে, চালু মেসেজ 'পিন' করে রাখার সুবিধা


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


https://whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y