Smartphones Under Rs 10000: ভারতে লঞ্চ হয়েছে আইটেল সংস্থার নতুন ফোন। এবার লঞ্চ হয়েছে আইটেল সিটি ১০০ মডেল। এটি একটি বাজেট ফোন। দাম ১০ হাজারের কম। এই ফোন একটি ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিসট্যান্ট ডিভাইস। অর্থাৎ ধুলো এবং জলে সহজে নষ্ট হবে না। ৫২০০ এমএএইচের শক্তিশালী ব্যাটারি রয়েছে আইটেল সিটি ১০০ ফোনে। এছাড়াও রয়েছে ১৩ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেনসর। একাধিক আর্টিফিশিয়াল ইন্টিলেজন্স অর্থাৎ এআই ফিচার রয়েছে এই ফোনে। সেই দলে রয়েছে আইটেল সংস্থার এআই অ্যাসিসট্যান্ট Aivana 3.0। ইউজারদের নিরাপত্তার জন্য ফেস আনলক এবং ফিঙ্গারপ্রিন্ট সেনসর- দুইয়েরই সাপোর্ট রয়েছে এই বাজেট স্মার্টফোন। হোম বাটনেই পাবেন এই দুই ফিচারের সুবিধা। আইটেল সিটি ১০০ ফোন কিনলে সংস্থার তরফে ক্রেতাদের উপহার দেওয়া হচ্ছে ম্যাগনেটিক স্পিকার। তবে দারুণ এই অফার কতদিন চলবে তা কিন্তু জানা যায়নি।
আইটেল সিটি ১০০ ফোনের দাম
এই ফোনের ৪ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ যুক্ত মডেলের দাম ৭৫৯৯ টাকা। এই একটিই ভ্যারিয়েন্ট লঞ্চ হয়েছে। তিনটি রঙে কেনা যাবে আইটেল সংস্থার এই বাজেট ফোন। আপাতত দেশের বিভিন্ন রিটেল স্টোর থেকে এই ফোন কেনার সুবিধা রয়েছে। এই ফোন কিনলে ২৯৯৯ টাকা দামে একটি ম্যাগনেটিক স্পিকার পাবেন একদম বিনামূল্য, ফ্রি- তে। এছাড়াও ফোন কেনা থেকে ১০০ দিন পর্যন্ত থাকছে ফ্রি স্ক্রিন রিপ্লেসমেন্টের পরিষেবা পাওয়ার সুবিধাও।
আইটেল সিটি ১০০- এই বাজেট ফোনে কী কী ফিচার রয়েছে, একনজরে দেখে নিন
- এই ফোনে ৬.৭৫ ইঞ্চির ডিসপ্লে রয়েছে। এখানে এইচডি প্লাস রেজোলিউশন পাওয়া যাবে। এটি একটি IPS LCD স্ক্রিন। এই ডিসপ্লের রিফ্রেশ রেট ৯০ হার্টজ।
- আইটেল সিটি ১০০ ফোনে একটি অক্টা-কোর Unisoc T7250 চিপসেট রয়েছে। এর সঙ্গে ৪ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ যুক্ত রয়েছে। অ্যান্ড্রয়েড ১৪ আউট অফ দ্য বক্সের সাপোর্ট পাবেন আপনি।
- ফোনের স্ক্রিনের উপর ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা রয়েছে। ফোনের ব্যাক প্যানেলে একটাই রেয়ার ক্যামেরা সেনসর। একটি বিল্ট-ইন স্পিকার রয়েছে আইটেল সিটি ১০০ ফোনে।
- এই ফোনে ৫২০০ এমএএইচ ব্যাটারির সঙ্গে ১৮ ওয়্যারড চার্জিং সাপোর্ট রয়েছে এই ফোনে। ফোনটি ৭.৬ মিলিমিটার পুরু। জলে এবং ধুলোয় সহজে নষ্ট হবে না আইটেল সংস্থার এই ফোনে।