Itel P55 Plus: আইটেল সংস্থার পাওয়ার সিরিজের (Itle Power Series) নতুন ফোন আইটেল পি৫৫ প্লাস (Itel P55 Plus) লঞ্চ হতে চলেছে ভারতে। গতবছর লঞ্চ হয়েছিল আইটেল পি৫৫ (Itel P55)। এটি ছিল মোস্ট অ্যাফোর্ডেবল ৫জি ফোন। এবার আসছে আইটেল পি৫৫ প্লাস। আগামী ৮ ফেব্রুয়ারি এই ফোন লঞ্চ হবে। এই ফোনের রেয়ার প্যানেলে একটি ভেগান লেদার ফিনিশ লক্ষ্য করা যাবে। এছাড়াও থাকবে ৫০ মেগাপিক্সেলের মেন রেয়ার ক্যামেরা সেনসর, যেখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ফিচার যুক্ত রয়েছে। আর থাকবে ৪৫ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। ভারতে লঞ্চের পর যাঁরা এই ফোন অনলাইনে কিনতে চাইবেন তাঁরা আইটেল পি৫৫ প্লাস কিনতে পারবেন ই-কমার্স সংস্থা অ্যামাজন ইন্ডিয়ার ওয়েবসাইট থেকে। এই ফোনের দাম সম্পর্কে নিশ্চিত ভাবে কোনও তথ্য জানা না গেলেও শোনা যাচ্ছে, আইটেল পি৫৫ প্লাস ফোনের দাম ১৫ হাজার টাকার মধ্যেই হবে। ডুয়াল টোনে ভেগান লেদার ফিনিশ থাকবে আইটেল পি৫৫ প্লাস ফোনের ব্যাক প্যানেলে। 


আইটেল পি৫৫ প্লাস ফোনের বিভিন্ন স্পেসিফিকেশন এবং ফিচার ( সম্ভাব্য)



  • আইটেল সংস্থার পাওয়ার সিরিজের এই ফোনে রেয়ার প্যানেলে ভেগান লেদার ফিনিশ থাকার পাশাপাশি থ্রিডি স্টিচের ডিজাইনও লক্ষ্য করা যাবে। রেয়ার প্যানেলের নীচের দিকের অর্ধেক অংশে রি ফিচার দেখা যাবে। 

  • আইটেল পি৫৫ প্লাস ফোনের ডিসপ্লের উপরে একটি পাঞ্চ হোল কাট আউট থাকবে। সেখানে ডায়নামিক পোর্ট ফিচারের সাপোর্ট থাকবে। এই ফিচার অনেকটাই আইফোনের ডায়নামিক আইল্যান্ড ফিচারের মতো। 

  • এই ফোনের স্ক্রিন সাইজ এখনও জানা যায়নি। তবে হাই রিফ্রেশ রেট থাকবে বলে শোনা গিয়েছে। 

  • আইটেল পি৫৫ প্লাস ফোনে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে। সেখানে ৫০ মেগাপিক্সেলের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ফিচার যুক্ত সেনসর থাকতে পারে। এর সঙ্গে আরও একটি auxiliary সেনসর থাকবে। 

  • কম আলোয় ভাল ছবি তোলার জন্য ফিচার রয়েছে আইটেল সংস্থার এই ফোনের ক্যামেরায়। সুপার নাইট মোড, প্যানোরামা এবং এআই ক্লিয়ার পোর্ট্রেট- এইসবের সাপোর্ট থাকতে পারে। 

  • একটি অক্টা-কোর চিপসেট থাকতে পারে আইটেল পি৫৫ প্লাস ফোনে। ১৬ জিবি পর্যন্ত র‍্যামের সাপোর্ট পাওয়া যাবে এই ফোনে। থাকতে চলেছে ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ। 

  • বড় সাইজের ব্যাটারি এবং ফাস্ট চার্জিং সাপোর্ট থাকতে পারে। এই ফোনে যে ৪৫ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট থাকার কথা বলা হয়েছে তার সাহায্যে মাত্র ৩০ মিনিটে ৭০ শতাংশ পর্যন্ত চার্জ হয়ে যাবে। এই দাবি করেছে আইটেল সংস্থা। অ্যান্ড্রয়েড ১৩ অপারেটিং সফটওয়্যারের সাহায্যে আইটেল পি৫৫ প্লাস ফোন পরিচালিত হতে পারে। 


আরও পড়ুন- কী কী ফিচার থাকতে পারে রেডমি এ৩ ফোনে? কেন কিনবেন এই স্মার্টফোন?