Smartphone: জুন মাসে বেশ কয়েকটি স্মার্টফোন ভারতে লঞ্চ হতে চলেছে। তার মধ্যে একটি হল Itel S23। জুন মাসের মাঝামাঝি সময়ে এই ফোন ভারতে লঞ্চ হতে পারে বলে শোনা গিয়েছে। ই-কমার্স সংস্থা অ্যামাজনের মাইক্রোসাইট অনুসারে Itel S23 ফোনের দাম ৯ হাজার টাকার কম হতে চলেছে। ১৬ জিবি পর্যন্ত র্যাম থাকতে পারে এই ফোনে। এছাড়াও ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ, ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর Itel S23 ফোনে থাকার সম্ভাবনা রয়েছে।
ভারতে Itel S23 ফোনের সম্ভাব্য দাম এবং উপলব্ধতা
৮ জিবি ফিজিক্যাল র্যামের পাশাপাশি ৮ জিবি ভার্চুয়াল র্যাম থাকতে পারে এই ফোনে। সাদা রঙে এই ফোন লঞ্চের সম্ভাবনা রয়েছে। অ্যামাজনের মাইক্রোসাইট অনুসারে ভারতে Itel S23 ফোনের দাম ৮০০০ টাকা থেকে ৮৯৯৯ টাকার মধ্যে হতে পারে। যদিও নির্দিষ্ট দাম এখনও জানা যায়নি।
Itel S23 ফোনের সম্ভাব্য ফিচার ও স্পেসিফিকেশন
- এই ফোনে থাকতে পারে ৬.৬ ইঞ্চির এইচডি প্লাস ডিসপ্লে, যার রিফ্রেশ রেট হতে পারে ৯০ হার্টজ। এই ফোনে ১২৮ জিবি স্টোরেজ থাকতে পারে।
- Itel S23 ফোনে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে। সেখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর থাকতে পারে। এছাড়াও এলইডি ফ্ল্যাশ ইউনিট থাকার সম্ভাবনা রয়েছে।
- ফোনের ব্যাক প্যানেলে বাঁদিকের উপরের কোণে একটি গোলাকার ক্যামেরা মডিউল থাকতে পারে। এর সঙ্গে এলইডি ফ্ল্যাশ ইউনিট থাকার কথা রয়েছে। ১০এক্স জুম, এইচডিআর, সুপার নাইট মোড- এইসব ফিচার থাকতে পারে Itel S23 ফোনে।
- এই ফোনে একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ১০ ওয়াটের স্ট্যান্ডার্ড চার্জিং সাপোর্ট থাকতে পারে।
Oppo Smartphones: ওপ্পো রেনো ১০ ৫জি (Oppo Reno 10 5G Series) সিরিজ ভারতে লঞ্চ হতে পারে জুলাই মাসে। সম্প্রতি এমনটাই শোনা গিয়েছে। তবে এখনও নির্দিষ্ট দিনক্ষণ জানা যায়নি। ওপ্পো রেনো ১০ (Oppo Reno 10) ভ্যানিলা মডেলের সঙ্গে এই স্মার্টফোন সিরিজে লঞ্চ হতে পারে ওপ্পো রেনো ১০ প্রো (Oppo Reno 10 Pro) এবং ওপ্পো রেনো ১০ প্রো প্লাস (Oppo Reno 10 Pro Plus)। এই তিনটি ফোন চিনে ইতিমধ্যেই লঞ্চ হয়েছে। শোনা গিয়েছে, ভারতীয় ভ্যারিয়েন্টে চিনের মডেলের মতো চিপসেট থাকবে না। আলাদা প্রসেসর দেখা যাবে। যেমন ভ্যানিলা ওপ্পো রেনো ১০ ফোনের ভারতীয় ভ্যারিয়েন্টে মিডিয়াটেক ডিমেনসিটি ৭০৫০ চিপসেট থাকার সম্ভাবনা রয়েছে। এই ফোনের চিনের ভ্যারিয়েন্ট রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৭৮জি প্রসেসর। চিপসেটের পাশাপাশি চিনের মডেলের তুলনায় ভারতীয় ভ্যারিয়েন্টের ডিজাইন এবং ক্যামেরা ফিচারও সামান্য আলাদা হতে পারে।
আরও পড়ুন- অফিসের কাজের চাপে একঘেয়ে জীবন, কীভাবে থাকবেন হাসিখুশি-প্রাণোচ্ছ্বল? রইল সহজ কিছু টিপস