Itel S24: আইটেল এস২৪ (Itel S24 Smartphone) ফোন প্রকাশ্যে এসেছে। এই ফোনে রয়েছে মিডিয়াটেক হেলিও জি৯১ প্রসেসর। এছাড়াও রয়েছে ৫০০০ এমএএইচের শক্তিশালী ব্যাটারি এবং ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট। তিনটি র‍্যাম এবং স্টোরেজ কনফিগারেশন নিয়ে লঞ্চ হয়েছে আইটেল এস২৪ ফোন। এই ডিভাইসের সঙ্গে যুক্ত রয়েছে কালার চেঞ্জিং ফটোক্রোম্যাটিক টেকনোলজি (Colour Changing Photochromatic Technology)। এর সাহায্যে ফোনের ব্যাক প্যানেল (Back Panel) প্রাকৃতিক আলোর (Natural Light) সংস্পর্শে এলে রং পরিবর্তন করবে। এছাড়াও আইটেল সংস্থার এই ফোনে রয়েছে একটি Starry Dial ডিজাইন। তার সঙ্গে যুক্ত রয়েছে থ্রিডি ম্যাগনেটিক পার্টিকেলস (3D Magnetic Particles)। এর মাধ্যমে তৈরি হবে একটি স্পার্কলিং প্যাটার্ন (Sparkling Pattern)।


ভারতে আইটেল এস২৪ ফোন কবে লঞ্চ হবে তা নিশ্চিত ভাবে জানা যায়নি। আপাতত গ্লোবাল মার্কেটে এই ফোন আত্মপ্রকাশ করেছে। আইটেল সংস্থার গ্লোবাল ওয়েবসাইটে দেখা গিয়েছে, এই ফোন লঞ্চ হয়েছে ৪ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ, ৮ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ এবং ৮ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ নিয়ে। কোস্টলাইন ব্লু, ডন হোয়াইট এবং স্টারি ব্ল্যাক- এই তিন রঙে লঞ্চ হয়েছে আইটেল এস২৪ ফোন। এই ফোনের বিভিন্ন ভ্যারিয়েন্টের দাম কত এবং কবে থেকে কেনা যাবে, কোথা থেকে কেনা যাবে- এগুলি জানা যায়নি এখনও। 


আইটেল এস২৪ ফোনে কী কী ফিচার এবং স্পেসিফিকেশন রয়েছে, দেখে নিন 



  • ৬.৬ ইঞ্চির একটি এইচডি প্লাস রেজোলিউশন যুক্ত ডিসপ্লে রয়েছে এই ফোনে যার রিফ্রেশ রেট ৯০ হার্টজ। 

  • এই ফোনে রয়েছে মিডিয়াটেক হেলিও জি৯১ প্রসেসর এবং তার সঙ্গে ৮ জিবি পর্যন্ত র‍্যাম ও ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজ যুক্ত রয়েছে। 

  • অ্যান্ড্রয়েড ১৩ বেসড Itel OS 13 - এর সাহায্যে পরিচালিত হবে আইটেল এস১৪ ফোন।

  • ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে এই ফোনে। সেখানে ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর রয়েছে যার সঙ্গে থ্রি এক্স ইন-সেনসর জুম যুক্ত রয়েছে। এটি একটি Samsung ISOCELL HM6 সেনসর এবং এর সঙ্গে ইলেকট্রনিক ইমেজ স্টেবিলাইজেশন ফিচার যুক্ত রয়েছে। এছাড়াও রয়েছে একটি QVGA ডেপথ সেনসর এবং একটি এলইডি ফ্ল্যাশ ইউনিট। ফোনের ডিসপ্লের উপর রয়েছে ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর। 

  • আইটেল এস২৪ ফোনে রয়েছে ডায়নামিক বার ফিচার। ফ্রন্ট ক্যামেরা সেনসরের চারপাশে রয়েছে এই ডায়নামিক বার। এখানে ফোনে আসা গুরুত্বপূর্ণ নোটিফিকেশন দেখা যাবে। সেই তালিকায় রয়েছে ব্যাটারির চার্জিং সংক্রান্ত বিবরণ, ইনকামিং কল অ্যালার্ট এবং আরও অনেক কিছু।

  • এই ফোনে ৫০০০ এমএএইচ ব্যাটারির সঙ্গে ১৮ ওয়াটের ওয়্যারড ফাস্ট চার্জিংয়ের সাপোর্ট রয়েছে। আইটেল সংস্থার দাবি, শূন্য থেকে ৫০ শতাংশ চার্জ হতে এই ফোনের সময় লাগবে ৪০ মিনিট।

  • এটি একটি ৪জি ফোন। ইউএসবি টাইপ-সি কানেক্টিভিটি সাপোর্ট রয়েছে রি ফোনে। ফোনের সাইডের অংশে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেনসর। 


আরও পড়ুন- এপ্রিল মাসে ভারতে লঞ্চ হতে চলেছে একগুচ্ছ স্মার্টফোন, কোন কোন মডেল লঞ্চ হতে পারে? রইল তালিকা