Reliance Jio: দেশের বড় বড় টেলিকম অপারেটর সংস্থা রিলায়েন্স, জিও, এয়ারটেল কিংবা ভোডাফোন আইডিয়া সকলেই তাদের রিচার্জ প্ল্যানের দাম বাড়িয়েছে, এবার যে কোনও ট্যারিফ প্ল্যানেই বেড়ে গিয়েছে খরচ। আর এই বর্ধিত দামের কারণেই বহু গ্রাহক এই সব টেলিকম অপারেটর বদলে গ্রাহক হয়েছেন দেশীয় সংস্থা বিএসএনএলের। সারা দেশে খুব দ্রুত ৪জি পরিষেবা (Reliance Jio) নিয়ে আসবে বিএসএনএল আর ২০২৫ সালের মাঝামাঝি সারা দেশে ১ লক্ষ টাওয়ার বসানোর পরিকল্পনাও করেছে এই টেলিকম অপারেটর সংস্থা। তবে দেশে এখনও সবথেকে বড় টেলিকম সংস্থা হল জিও (Jio Recharge Plan) যার ৪৭ কোটি গ্রাহক আছে। সেই রিলায়েন্স জিও (Mobile Recharge) এমন এক আকর্ষনীয় প্রিপেইড রিচার্জ প্ল্যান নিয়ে এসেছে যেখানে দিনে মাত্র ৯ টাকা খরচ করেই আপনি পাবেন ২.৫ জিবি ডেটা ও আনলিমিটেড কলিং-এর সুবিধে।


জিওর আকর্ষণীয় প্ল্যান


জিও তাদের গ্রাহকদের জন্য নানারকম আকর্ষনীয় রিচার্জ প্ল্যান নিয়ে আসে। এগুলির একেকটির একেক রকম সুবিধে রয়েছে। গ্রাহকরা তাদের প্রয়োজন অনুসারে তাদের জন্য উপযুক্ত প্ল্যানটি বেছে নিতে পারেন। এমনই একটি জিওর রিচার্জ প্ল্যানের সুবিধে চমকে দেবে আপনাকে। বার্ষিক ৩৫৯৯ টাকার বিনিময়ে পাওয়া যাবে জিওর এই প্রিপেইড প্ল্যান। এই প্ল্যানের মেয়াদ থাকবে ৩৬৫ দিন পর্যন্ত। এর মধ্যে রয়েছে আনলিমিটেড কলিং, ১০০টি এসএমএস প্রতিদিনের সুবিধে এবং দিনে ২.৫ জিবি করে ডেটা।


এই রিচার্জ প্ল্যানের অন্যান্য সুযোগ সুবিধের কথা বলতে গেলে এই প্ল্যানে অন্তর্ভুক্ত রয়েছে জিও টিভি ও জিও ক্লাউডের সাবস্ক্রিপশন। তবে জিও সিনেমার সাবস্ক্রিপশন থাকছে না এই প্ল্যানে। এই সুবিধে পেতে হলে আপনাকে আলাদা করে রিচার্জ করাতে হবে।


আমরা যদি এই প্ল্যানের মাসিক খরচের হিসেব করি, তাহলে দেখা যাবে মাসে প্রায় ২৭৬ টাকা খরচেই এত সুবিধে পাওয়া যাবে। অর্থাৎ দিনে আপনি মাত্র ৯ টাকা খরচ করে ২.৫ জিবি ডেটার সুবিধে নিতে পারবেন। শুধু তাই নয়, এর সঙ্গে একই খরচে আপনি পাবেন আনলিমিটেড কলিংয়ের সুবিধে। রিলায়েন্স জিও সবসময় তাদের গ্রাহকদের জন্য নিত্যনতুন অফার নিয়ে আসে। যদিও গ্রাহকদের অনেকেই এখন বিএসএনলের সিম নিয়েছেন এবং সেই টেলিকম অপারেটরকেই বেছে নিচ্ছেন কম খরচের কারণে, সেখানে দেখা যাচ্ছে বেসরকারি টেলিকম অপারেটর সংস্থাগুলি তাদের রিচার্জ প্ল্যান নতুন করে সাজাচ্ছে, খানিক সুবিধে দেওয়ার চেষ্টাও করছে গ্রাহকদের।  


আরও পড়ুন: Bank Holiday: অক্টোবরে ১৫ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, কবে কবে ছুটি রয়েছে ?