নয়াদিল্লি: ঘোষণা করে পিছিয়ে গেলেও এবার দীপাবলিতে আসতে চলেছে দেশের বহু প্রতীক্ষিত ফোন JioPhone Next। আগামী ৪ নভেম্বর লঞ্চ হওয়ার কথা রিলায়েন্সের(Reliance)এই ফোন। গুগলের (Google)সঙ্গে জোট বেঁধে এই ফোন আনছে Jio। লঞ্চ হওয়ার আগে এবার তারই 'মেকিং ভিডিয়ো' প্রকাশ করল কোম্পানি।   


কী কী বিশেষ বৈশিষ্ট্য থাকছে এই ফোনে ?
প্রগতি OS আসছে ফোনে: এই প্রথম গুগলের সঙ্গে জোট বেঁধে বিশেষ অপারেটিং সিস্টেম এনেছে জিও। যার নাম দেওয়া হয়েছে প্রগতি অপারেটিং সিস্টেম। গুগল জানিয়েছে, প্রগতি শব্দের অর্থ 'প্রগরেস'। অ্যান্ড্রয়েডের সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে এই 'স্পেশ্যাল অপারেটিং সিস্টেম'।


ট্রান্সলেট নাও ফিচার: নতুন এই ফোনে থাকছে 'ট্রান্সলেট নাও' ফিচার। যার মাধ্যমে আপনি এক ভাষায় কথা বললেও তা অন্য ভাষায় অনুবাদ করে দেবে এই ফিচার। যা অন্য ফোনের থেকে আলাদা করে জিওর নতুন ফোনকে।  


কোম্পানির তরফে জানানো হয়েছে, দীপাবলিতেই আসছে বহু প্রতীক্ষিত সেই ফোন। ইতিমধ্যেই গুগল প্লে কনসোলের তালিকাভুক্ত হয়েছে এই ফোন। ফাঁস হয়েছে ফোনের বেশকিছু স্পেসিফিকেশন। টেক সাইটগুলোর মতে, সস্তায় স্মার্ট ফোনের তকমা হারাতে পারে রিলায়েন্সের বহু প্রতীক্ষিত JioPhone Next। আত্মপ্রকাশের তারিখ পিছিয়ে যাওয়ায় দাম বাড়তে পারে 'এন্ট্রি লেভেল' স্মার্ট ফোনের।


JioPhone Next সম্ভাব্য স্পেসিফিকেশন
JioPhone Next-এ থাকতে পারে ৫.৫ ইঞ্চির এইচডি ডিসপ্লে।নতুন মডেলে ২জিবি বা ৩জিবির RAM দিতে পারে কোম্পানি।সেই ক্ষেত্রে ১৬ জিবি বা ৩২জিবির দুটো ভ্যারিয়েন্ট আনতে পারে জিও।সঙ্গে থাকতে পারে ৪জি ভোল্টি কানেকটিভিটি। প্রথম থেকেই অ্যান্ড্রয়েড ১১ গো এডিশনে চলবে এই ফোন। বিভিন্ন টেক সাইটের রিপোর্ট বলছে, Qualcomm Snapdragon 215 processor চিপসেট দেওয়া হয়েছে JioPhone Next-এ।


JioPhone Next-এর লঞ্চ নিয়ে সমস্যা
১০ সেপ্টেম্বর লঞ্চ হওয়ার কথা ছিল JioPhone Next-এর। যদিও গনেশ চুতুর্থীর ঠিক আগে রিলায়েন্স ও গুগল যৌথ বিবৃতি দিয়ে জানায়, নির্ধারিত সময়ে লঞ্চ হবে না তাদের ফোন। কোম্পানির তরফে বলা হয়, দীপাবলির সময় আসতে চলেছে JioPhone Next।  লঞ্চের আগের রাতে লিখিত বিবৃতিতে কোম্পানি জানায়, বিশ্বে সেমিকন্ডাক্টরের অভাবের জন্যই এই সিদ্ধান্ত নিতে হয়েছে কোম্পানিকে।কোম্পানি জানিয়েছে, এই সময়টা ফোনের অ্যাডভান্স ট্রায়ালে কাজে লাগাবে জিও। 


আরও পড়ুন : Android 12 এসে গেছে, কোন-কোন ফোনে করা যাবে আপডেট ?


আরও পড়ুন : Apple Event Update: নভেম্বরে হচ্ছে না অ্যাপলের ইভেন্ট ! কবে লঞ্চ হবে নতুন iPad Pro ?