AI Teacher: আজকাল চারপাশে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (Artificial Intelligence) অর্থাৎ এআই (AI) নিয়ে শুরু হয়েছে চর্চা। বিভিন্ন ক্ষেত্রে ইতিমধ্যেই এআই- এর প্রয়োগও করা হয়েছে। তবে কেরলের একটি বিদ্যালয় নিদর্শন তৈরি করেছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাহায্যে। তিরুবনন্তপুরমের ওই বিদ্যালয়ের উদ্যোগেই আত্মপ্রকাশ করেছে ভারতের প্রথম এআই শিক্ষিকা (AI Teacher) 'আইরিস'। আর তাকে নিয়ে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে সারা দেশে। Makerlabs Edutech- এর সঙ্গে সংঘবদ্ধ হয়ে এই এআই শিক্ষিকাকে নির্মাণ করেছে কেরলের ওই বিদ্যালয় কর্তৃপক্ষ। 'আইরিস' (Iris) হল প্রথম humanoid robot teacher, কেরলে তো বটেই, সম্ভবত সারা ভারতেও এই প্রথম এমন শিক্ষিকার কথা এর আগে শোনা যায়নি।
তিরুবনন্তপুরমের KTCT Higher Secondary School- এই যুগান্তকারী আবিষ্কার করেছে। তার সঙ্গে উদ্যোগ নিয়েছিল Kaduvayil Thangal Charitable Trust। জানা গিয়েছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ফিচার সম্পন্ন শিক্ষিকা 'আইরিস' আসলে Atal Tinkering Lab (ATL) প্রোজেক্টের একটি অংশ। ২০২১ নীতি আয়োগের উদ্যোগে এই প্রোজেক্ট শুরু হয়েছে। এর মাধ্যমে বিভিন্ন বিদ্যালয়ে পড়াশোনার পাশাপাশি অন্যান্য সৃজনশীল কাজেও (extracurricular activities) পড়ুয়াদের উদ্যোগী করা এই প্রোজেক্টের অন্যতম লক্ষ্য।
গত মাসে অর্থাৎ ফেব্রুয়ারি মাসে প্রকাশ্যে এসেছে 'আইরিস'। Makerlabs Edutech ইনস্টাগ্রামে একটি ভিডিও-ও শেয়ার করেছে। সেখানে এই এআই শিক্ষিকার বিভিন্ন ধরনের পারদর্শীতা, দক্ষতা লক্ষ্য করা গিয়েছে। একাধিক ভাষাতেও পটু এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যুক্ত শিক্ষিকা 'আইরিস'। বিভিন্ন বিষয়ের জটিল প্রশ্নের উত্তর দিয়ে দিতে পারে এই এআই শিক্ষিকা। এর পাশাপাশি পার্সোনালাইজড ভয়েস অ্যাসিসট্যান্স এবং ফেসিলিটেটিং ইন্টার্যাকটিভ লার্নিং এক্সপিরিয়েন্স দিতেও সক্ষম 'আইরিস'। এমনকি এক জায়গা থেকে অন্যত্র যাতায়াত কিংবা স্থানান্তরের জন্য চাকার সাহায্যে একদিক থেকে অন্যদিকে যেতে পারে এআই সম্পন্ন এই রোবট শিক্ষিকা।
আগামী দিনে শিক্ষাক্ষেত্রে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে অনুমান করা হচ্ছে। বিভিন্ন স্কুলের ক্লাসরুমেও তখন আরও বেশি করে চর্চা হবে এআই- এর। আর সেই সময়ে 'আইরিস'- এর মতো এআই শিক্ষিকারা পঠনপাঠনে খুবই গুরুত্বপূর্ণ ভূমিক পালন করবে বলে অনুমান করেছেন প্রযুক্তি বিশেষজ্ঞদের একাংশ।