Smartphone Buying Tips: সেকেন্ড হ্যান্ড স্মার্টফোন কেনা সহজ কাজ নয়। ব্যবহৃত স্মার্টফোন কেনার জন্য আগে দেখে নিতে হয় কিছু বিষয়। সেই ক্ষেত্রে সবার আগে বাছতে হয় অপারেটিং সিস্টেমের বিষয়। অ্যান্ড্রয়েড না আইফোন কোন ডিভাইস নেবেন তা আগেভাগেই ঠিক করে নিতে হয়। তিন বছরের বেশি পুরোনো স্মার্টফোন কেনার ক্ষেত্রে মাথায় রাখতে হয় এই টিপসগুলি। 


Smartphone Price: গুণগত মান হিসাবে ফোনের দাম 
একটি সেকেন্ড হ্যান্ড ফোন কেনার ক্ষেত্রে দাম সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। তাই ফোন কেনার আগে পুরোনো আইফোন ও অ্যান্ড্রয়েডের দামের বিষয়ে সচেতন হওয়া উচিত। কারণ এই দাম ফোন, ডিলার ও ক্রেতার অবস্থার উপর নির্ভর করে। দেখা গেছে, পুরোনো আইফোনের দাম ধীরে ধীরে কমতে থাকে। যে কারণে নতুন ও পুরোনো আইফোনের মডেলের মধ্যে দামের তেমন পার্থক্য থাকে না। সেই ক্ষেত্রে পুরোনো আইফোনের তুলনায় পুরোনো অ্যান্ড্রয়েড ফোনের দাম দ্রুত কমতে থাকে। তাই এই ক্ষেত্রে অ্যান্ড্রয়েড ফোন ভাল অপশন হতে পারে। 


Smartphone Software: কেনার আগে সফটওয়্যার দেখে নিন
সেকেন্ড হ্যান্ড ফোন কেনার আগে মোবাইল কোম্পানি আপনি যে ফোনটি নিচ্ছেন তার সফটওয়্যার আপডেট দিচ্ছে কি না তা জেনে নিন। এটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয়। সাধারণত আইফোন বেশি সময়ের জন্য সফটওয়্যার আপডেট দেয়, যেখানে অ্যান্ড্রয়েড কোম্পানিগুলো মাত্র দুই বা তিন বছরের জন্য সফটওয়্যার আপডেট দেয়। আইফোন দীর্ঘ সময়ের জন্য বড় সফ্টওয়্যার আপডেট দেয়। সফ্টওয়্যারটি এক বা দুই বছরের বেশি পুরোনো হওয়া উচিত নয়, কারণ এটি ছাড়া আপনি নতুন ও সর্বশেষ অ্যাপগুলি উপভোগ করতে পারবেন না। পুরোনো সফ্টওয়্যার স্মার্টফোনের গতি ও ব্যাটারির ক্ষমতাকেও প্রভাবিত করে। ফলে ব্যবহারের ক্ষেত্রে খারাপ অভিজ্ঞতা হতে পারে আপনার।


Smartphone Resale Value: আপনি বিক্রি করলে কত পাবেন ?
আপনি যদি কেবল কিছু সময়ের জন্য সেকেন্ড হ্যান্ড স্মার্টফোন কিনে থাকেন, তাহলে তার রিসেল ভ্যালু সম্পর্কেও আপনার সচেতন হওয়া উচিত। ফোনের ব্র্যান্ড ও মডেলের উপর নির্ভর করে স্মার্টফোনের দাম কমতে থাকে। অন্যদিকে আইফোনের দামের পরিবর্তন ধীরে ধীরে হয়।  CeX, Pricekart ও Cashify এর মতো কিছু অনলাইন প্ল্যাটফর্ম মোবাইলের রিসেল মূল্য সম্পর্কে তথ্য দেয়।


Smartphone Accessories: ব্যাটারি, চার্জার দেখে নেবেন
সেকেন্ড হ্যান্ড স্মার্টফোন নেওয়ার সময় তাদের ব্যাটারি, চার্জিং অ্যাডাপ্টার, চার্জিং কেবল, ফোন কেস, স্ক্রিন প্রোটেক্টরের মতো জিনিসপত্র সম্পর্কে জানা উচিত। ফোনটি যখন অনেক পুরোনো হয়ে যায়, তখন বাজারে তাদের অ্যাকসেসরিজ পাওয়া কঠিন হয়ে পড়ে। এর জন্য মনে রাখবেন ফোনটি যেন বেশি পুরোনো না হয়।


আরও পড়ুন: Best Phone Deal: আইফোনের এই মডেলে পাবেন ১৫ হাজার টাকা ছাড়, এখানে পাবেন এই অফার