Neckband: আজই শেষ হতে চলেছে অ্যামাজনের গ্রেট রিপাবলিক ডে সেল (Amazon Great Republic Day Sale)। অ্যামাজনের প্রাইম (Amazon Prime Members) সদস্যদের জন্য এই সেল শুরু হয়েছিল ১৩ জানুয়ারি রাত ১২টার পর। আর বাকি ইউজারদের জন্য শুরু হয়েছিল ১৪ জানুয়ারি থেকে। আজ ১৮ জানুয়ারি অ্যামাজনের এই সেল শেষ হতে চলেছে। যাঁরা শেষ মুহূর্তে অনলাইনে কেনাকাটা করবেন ভাবছেন তাঁদের জন্য রইল ১০০০ টাকার মধ্যে ওয়্যারলেস ইয়ারফোন (WIreless Earphones)। যাকে অনেকে নেকব্যান্ডও (Bluetooth Earphones) বলে থাকেন। কারণ এইসব ইয়ারফোন কাঁধের পিছন দিয়ে একটি বিশেষ কায়দায় পরতে হয়। এবার দেখে নেওয়া যাক অ্যামাজনের এই সেলে শেষদিন ১০০০ টাকার কম দামে কোন কোন নেকব্যান্ড অর্থাৎ ওয়্যারলেস ইয়ারফোন পাওয়া যাচ্ছে। প্রসঙ্গত এগুলিতে রয়েছে ব্লুটুথ সাপোর্ট। তার সাহায্যেই স্মার্টফোনের সঙ্গে এই ডিভাইস কানেক্ট করা সম্ভব।  


boAt Rockerz 245 v2 Pro


বোট সংস্থার এই ইয়ারফোনে রয়েছে ENx technology, যার সাহায্যে একদম স্বচ্ছ পরিষ্কার যাকে বলে ক্রিস্টাল ক্লিয়ার সাউন্ড উপভোগ করতে পারবেন ইউজাররা। এই নেকব্যান্ডে একবার পুরো চার্জ দিলে প্রায় ৩০ ঘণ্টা পর্যন্ত ব্যাটারি লাইফ বজায় থাকবে অর্থাৎ ইয়ারফোন চালু থাকবে। এই ইয়ারফোনে র‍্যাপিড চার্জিং ফিচারের সাপোর্ট রয়েছে। এর আসল দামের তুলনায় অনেকটাই কম দামে অ্যামাজনের সেলে পাওয়া যাচ্ছে। মাত্র ৮৯৯ টাকায় boAt Rockerz 245 v2 Pro ইয়ারফোন অ্যামাজনের গেরট রিপাবলিক ডে সেলে কিনতে পারবেন আপনি। হাতে আর বেশি সময় নেই। 


Infinity – JBL Glide N120


এই ইয়ারফোনও একটি নেকব্যান্ড। এখানে রয়েছে মেটাল অর্থাৎ ধাতু দিয়ে তৈরি ইয়ারবাডস এবং ডুয়াল ইকুয়ালাইজার। ১২ মিলিমিটারের ড্রাইভার্স রয়েছে এই ইয়ারফোনে। এখানে রয়েছে ব্লুটুথ ভি ৫.০- র সাপোর্ট। এই নেকব্যান্ড একটি সোয়েট প্রোটেকশন যুক্ত ডিভাইস। একবার পুরো চার্জ দিলে ৭ ঘণ্টার মিউজিক প্লেটাইম সাপোর্ট প্রদান করে, সেটাও অপটিমাম অডিও সেটিংসের আওতায়। অ্যামাজনের সেল থেকে ৭৯৮ টাকায় এই ইয়ারফোন কেনা যাবে। 


Amazon Basics 


এই ইয়ারফোনে রয়েছে ম্যাগিনেটিক ইয়ার টিপ। এই ডিভাইসে প্রায় ৩০ ঘণ্টা পর্যন্ত প্লেটাইম পাওয়া সম্ভব। এই ইয়ারফোনে রয়েছে একাধিক আধুনিক ও উন্নত ফিচার। ইউজাররা নেকব্যান্ডের মাধ্যমেই আওওয়াজ বাড়াতে এবং কমাতে পারেন। এর পাশাপাশি কোনও গান না শুনে অর্থাৎ স্কিপ করে পরের গানে চলে যাওয়া, স্মার্টফোনের সঙ্গে সংযুক্ত থাকাকালীন ফোন এলে নেকব্যান্ডের মাধ্যমে সেখানে কথা বলা, ভয়েস অ্যাসিসট্যান্ট ফিচার অ্যাক্টিভ করা- এইসব সুবিধা পাওয়া যাবে। ব্লু টুথ ভি ৫.০- র সাপোর্ট রয়েছে এই ইয়ারফোনে। এই নেকব্যান্ড একটি ওয়াটার অ্যান্ড সোয়েট রেজিসট্যান্ট ডিভাইস অর্থাৎ জলে এবং ঘামে নষ্ট হবে না। অ্যামাজনের সেল থেকে কেনা যাবে ৪৯৯ টাকায়। 


Zebronics Jumbo Lite 


এই ইয়ারফোনে রয়েছে মেটালিক এবং ম্যাগনেটিক ইয়ারপিস। সেখানে প্রায় ৭০ ঘণ্টা পর্যন্ত প্লেব্যাক টাইম পাওয়া গিয়েছে। জেব্রোনিক্স সংস্থার এই ইয়ারফোনে রয়েছে 50ms Low latency গেমিং মোড। এই নেকব্যান্ডে ব্লুটুথ ভি ৫.২ সাপোর্ট রয়েছে, এর সাহায্যে হয় ডুয়াল পেয়ারিং। অর্থাৎ একসঙ্গে দুটো ডিভাইসের সঙ্গে সংযুক্ত হয়। ব্লুটুথ ভি ৫.২ সাপোর্ট রয়েছে এই ইয়ারফোনে যার সাহায়ে ডুয়াল পেয়ারিং সম্ভব।  এই ইয়ারফোনে এনভায়রনমেন্টাল নয়েজ ক্যানসেলেশন ফিচার রয়েছে। অ্যামাজনের সেল থেকে এই ইয়ারফোন কেনা যাবে ৫৯৮ টাকায়। 


Boult Audio FXCharge 


এই ইয়ারফোনে রয়েছে Environmental noise cancellation ফিচারের সাপোর্ট। মাত্র ৫ মিনিটের চার্জে ৭ ঘণ্টা পর্যন্ত প্লেব্যাক টাইম পাওয়া সম্ভব। আর পুরো চার্জ দিলে ৩২ ঘণ্ট আপর্যন্ত ৩২ ঘণ্টার প্লেব্যাক টাইম পাওয়া যায়। অ্যামাজনের সেল থেকে ৭৯৮ টাকায় কেনা যাবে এই ইয়ারফোন। 


আরও পড়ুন- স্যামসাং গ্যালাক্সি এস২৪ সিরিজের ফোন কিনতে চান? প্রি-বুকিং কীভাবে করবেন? পাবেন একগুচ্ছ সুবিধাও