Samsung Galaxy S24 Series: গ্লোবাল মার্কেটের পাশাপাশি ভারতেও লঞ্চ হয়েছে স্যামসাং গ্যালাক্সি এস২৪ সিরিজের (Samsung Galaxy S24 Series) তিনটি ফোন গ্যালাক্সি এস২৪ (Galaxy S24), গ্যালাক্সি এস২৪ প্লাস (Galaxy S24 Plus) এবং গ্যালাক্সি এস২৪ আলট্রা (Galaxy S24 Ultra)। প্রিমিয়াম ফ্ল্যাগশিপ ফোন হওয়ায় দাম কার্যত আকাশছোঁয়া। তবে রয়েছে ছাড়ের বন্দোবস্ত। এছাড়াও রয়েছে প্রি-বুকিং করার সুবিধা। সেক্ষেত্রে অতিরিক্ত কিছু পরিষেবা পাওয়ার সুযোগও পাবেন আগ্রহী ক্রেতারা। অতএব যদি স্যামসাং গ্যালাক্সি এস২৪ সিরিজের ফোন কেনার পরিকল্পনা থাকে তাহলে কবে থেকে ফোনের বিক্রি শুরু হচ্ছে, কোথা থেকে কেনা যাবে, কী কী অফার রয়েছে এবং প্রি-বুকিংয়ের জন্য কী ব্যবস্থা রয়েছে, এইসব খুঁটিনাটি তথ্য জেনে নেওয়া প্রয়োজন।


স্যামসাং গ্যালাক্সি এস২৪ সিরিজের ফোনের প্রি-বুকিং 


আজ ১৮ জানুয়ারি বৃহস্পতিবার থেকে স্যামসাং গ্যালাক্সি এস২৪ সিরিজের প্রি-বুকিং শুরু হয়েছে। অনলাইনের পাশাপাশি রিটেল স্টোরেও প্রি-বুকিং করতে পারবেন আগ্রহী ক্রেতারা। যাঁরা স্যামসাং গ্যালাক্সি এস২৪ সিরিজের ফোন প্রি-বুকিং করবেন তাঁরা ৪৯৯৯ টাকার একটি ওয়্যারলেস চার্জার ডুয়ো পাবেন একদম বিনামূল্যে। তবে এখনও স্যামসাং গ্যালাক্সি এস২৪ সিরিজের বিভিন্ন ফোনের বিক্রি কবে থেকে শুরু হবে তা প্রকাশ করেনি সংস্থা।  


প্রি-বুকিং করলে কোন মডেলে কত ছাড় পাবেন ক্রেতারা 


স্যামসাং গ্যালাক্সি এস২৪- এর ক্ষেত্রে ক্রেতারা প্রি-বুকিংয়ের মাধ্যমে একটি ১৫ হাজার টাকার আপগ্রেড বোনাস পেতে পারেন। অথবা পেতে পারেন একটি ৫০০০ টাকার ক্যাশব্যাক অফার এবং একটি ৮০০০ টাকার আপগ্রেড বোনাস। এর পাশাপাশি স্যামসাং সংস্থা ক্রেতাদের দিতে পারে ১২ হাজার টাকা আপগ্রেড বোনাস এবং ১০ হাজার টাকা স্টোরেজ আপগ্রেড, এক্ষেত্রে অতিরিক্ত কোনও খরচ যুক্ত থাকবে না। এর ফলে ক্রেতারা ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট প্রি-বুকিং করে ৫১২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট পেতে পারেন। স্যামসাং গ্যালাক্সি এস২৪ প্লাস এবং গ্যালাক্সি এস২৪ আলট্রা- এই দুটো ফোনের ক্ষেত্রে কার্যকর হবে উল্লখিত প্রি-বুকিং অফার। এছাড়াও স্যামসাং সংস্থা ১১ মাসের জন্য নো-কস্ট ইএমআই পরিষেবা প্রদান করছ। তাহলে ক্রেতারা স্যামসাং গ্যালাক্সি এস২৪ সিরিজের ফোন বুকিং করলে ২২ হাজার টাকার সুবিধা পাবেন। আর ২৫৬ জিবি স্টোরেজের মডেল বুকিং করে তার থেকে বেশি স্টোরেজের মডেল। স্যামসাং ইন্ডিয়ার অফিশিয়াল ওয়েবসাইটে স্যামসাং লাইভ ইভেন্ট চলাকালীন গ্যালাক্সি এস২৪ সিরিজের ফোনের জন্য প্রি-বুকিং করতে পারবেন আগ্রহীরা। 


আরও পড়ুন- ভারতে লঞ্চ হতে পারে রিয়েলমি ১২ প্রো ম্যাক্স ৫জি ফোন, দাম কত হতে পারে? কী কী ফিচার থাকতে পারে?