Lava Smartphone: লাভা অগ্নি ২ ৫জি (Lava Agni 2 5G) ফোন ভারতে লঞ্চ হতে চলেছে আগামী ১৬ মে। জানা গিয়েছে, এই ফোনে থাকতে চলেছে মিডিয়াটেক ডিমেনসিটি ৭০৫০ প্রসেসর। লাভা অগ্নি ৫জি (Lava Agni 5G) ফোনের সাকসেসর মডেল হিসেবে লঞ্চ হতে চলেছে লাভা অগ্নি ২ ৫জি ফোন। ইতিমধ্যেই আসন্ন ফোনের যে সমস্ত ফোনের ছবি প্রকাশ্যে এসেছে সেখানে দেখা গিয়েছে ফোনের রেয়ার বা ব্যাক প্যানেলে থাকতে পারে বড় ক্যামেরা মডিউল। এছাড়াও কার্ভড ডিসপ্লে থাকতে পারে লাভা অগ্নি ২ ৫জি ফোনে। এক্সক্লুসিভ ভাবে অ্যামাজন থেকে এই ফোন কিনতে পারবেন আগ্রহীরা।


লাভা অগ্নি ২ ৫জি ফোনের সম্ভাব্য দাম এবং রঙ


আগে শোনা গিয়েছিল, লাভা অগ্নি ২ ৫জি ফোনের দাম ২০ হাজার টাকার আশপাশে হতে পারে। এর মধ্যেই চকচকে নীল-সবুজ শেডে ফোনের ছবি দেখা গিয়েছে। অর্থাৎ এই শেডে লঞ্চ হতে পারে লাভা অগ্নি ২ ৫জি ফোন। অন্য রঙেও লঞ্চ হতে পারে এই ফোন। লাভা অগ্নি ২ ৫জি ফোনে একটি অক্টা-কোর মিডিয়াটেক ডিমেনসিটি ৭০৫০ প্রসেসর থাকতে চলেছে যার সঙ্গে ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি ইনবিল্ট স্টোরেজ থাকতে পারে। এছাড়াও এই ফোনে অ্যান্ড্রয়েড ১৩ আউট অফ দ্য বক্সের সাপোর্ট থাকার সম্ভাবনা রয়েছে। 


ক্যামেরা ফিচার ও স্পেসিফিকেশন


লাভা অগ্নি ২ ৫জি ফোনে কোয়াড রেয়ার ক্যামেরা ইউনিট থাকার সম্ভাবনা রয়েছে। ফোনের মাঝ বরাবর থাকতে পারে গোলাকার ক্যামেরা মডিউল। চারটি ক্যামেরা সেনসরের সঙ্গে থাকতে পারে এলইডি ফ্ল্যাশ। ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর থাকতে পারে লাভা অগ্নি ২ ৫জি ফোনে। ফোনের ডিসপ্লের উপর থাকতে পারে ১৬ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর। 


ডিসপ্লে ও ব্যাটারি


লাভা অগ্নি ২ ৫জি ফোনে একটি ৬.৫ ইঞ্চির ফুল এইচডি প্লাস রেজোলিউশন যুক্ত ডিসপ্লে থাকার সম্ভাবনা রয়েছে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ হতে পারে। এই ফোনে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার থাকারও কথা রয়েছে। এছাড়াও লাভা সংস্থার আসন্ন ফোনে ৫০০০ এমএএইচ বায়টারি এবং ৪৪ ওয়াটের ওয়্যারড চার্জিং সাপোর্ট থাকতে পারে। ইউএসবি টাইপ-সি চার্জিং পোর্টের সাহায্যে এই ফোনে চার্জ দেওয়া সম্ভব। 


রিয়েলমির 'স্লিমেস্ট' ফোন 


রিয়েলমি নারজো এন৫৩ (Realme Narzo N53) ফোন ভারতে লঞ্চ হতে চলেছে খুব তাড়াতাড়ি। সূত্রের খবর, আগামী সপ্তাহে এই ফোন দেশে লঞ্চ হবে। জনপ্রিয় ই-কমার্স সংস্থা অ্যামাজন (Amazon) থেকে রিয়েলমির এই ফোন কেনা যাবে। শোনা যাচ্ছে, রিয়েলমি নারজো এন৫৩ ফোন সংস্থার স্লিমেস্ট ফোন হতে চলেছে।


আরও পড়ুন- গরমে ব্রন নিয়ে জেরবার ? এই নিয়মগুলি মেনে চললে মিলবে মুক্তি