Lava Agni 4: লাভা অগ্নি ৪ ফোন লঞ্চ হতে চলেছে ভারতে। আগামী ২০ নভেম্বর এই ফোন লঞ্চ হবে দেশে। লাভা অগ্নি ৩ ফোনের সাকসেসর হিসেবে লাভা অগ্নি ৪ ফোন লঞ্চ হতে চলেছে। গত বছর অর্থাৎ ২০২৪ সালের অক্টোবর মাসে লঞ্চ হয়েছিল লাভা অগ্নি ৩ ফোন। তার এক বছরের মধ্যে লঞ্চ হতে চলেছে সাকসেসর মডেল লাভা অগ্নি ৪ ফোন। এই ফোনে ৫০০০ এমএএইচ ব্যাটারি থাকতে পারে বলে শোনা যাচ্ছে। টিপস্টার দেবায়ন রায় এক্স মাধ্যমে তেমনটাই দাবি করেছেন। এর সঙ্গে থাকতে পারে ৬৬ ওয়াটের ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট।

Continues below advertisement

এছাড়াও লাভা অগ্নি ৪ ফোনে থাকতে পারে মিডিয়াটেক ডিমেনসিটি ৮৩৫০ চিপসেট। প্রিমিয়াম অ্যালুমিনিয়াম ফ্রেম নিয়ে লঞ্চ হতে চলেছে লাভা অগ্নি ৪ ফোন। কোনও প্লাস্টিক ফ্রেম থাকবে না এই ফোনে। এছাড়াও থাকতে চলেছে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ। ফোনের পিছনের অংশে স্লিক গ্লাস ডিজাইন দেখা যাবে। ফোনের সাইডের অংশে একটি নতুন বাটন থাকতে চলেছে, যা কাজ করবে অনেকটা অ্যাপেলের ক্যামেরা কন্ট্রোল বাটনের মতো। এটিকে বলা হবে অ্যাকশন বাটন। 

লাভা অগ্নি ৪ ফোনে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর থাকতে চলেছে ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিটে। এর সঙ্গে থাকবে একটি সেকেন্ডারি আলট্রা ওয়াইড শুটার। লাভা অগ্নি ৪ ফোনে একটি ফ্ল্যাট 1.5K OLED ডিসপ্লে থাকতে চলেছে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ হতে পারে। ভারতে লাভা অগ্নি ৪ ফোনের দাম শুরু হতে পারে ৩০ হাজার টাকার কমে। বেস মডেলের দাম এই রেঞ্জে থাকার সম্ভাবনা রয়েছে। 

Continues below advertisement

লাভা অগ্নি ৪ ৫জি ফোনের ব্যাক প্যানেলে দুটো রেয়ার ক্যামেরা সেনসরের সঙ্গে ডুয়াল এলইডি ফ্ল্যাশও থাকবে। ফোনের ব্যাক প্যানেলের উপরের দিকে মাঝ-বরাবর, আড়াআড়ি ভাবে সাজানো থাকবে রেয়ার ক্যামেরা মডিউল। সেখানেই দুটো রেয়ার ক্যামেরা সেনসর এবং দুটো এলইডি ফ্ল্যাশ থাকবে। একটি টিজার প্রকাশ্যে এসেছে। সেখানে দেখা গিয়েছে লাভা অগ্নি ৪ ফোনে মেটাল বডি এবং কয়েকটি বাটন থাকবে যেখানে মেটালিক ফিনিশ লক্ষ্য করা যাবে। এই ফোনে ৬.৭৮ ইঞ্চির Full HD+ ডিসপ্লে থাকতে পারে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ হতে পারে। এক্স মাধ্যমে লাভা সংস্থা এই ফোনের একটি টিজার প্রকাশ করেছে। সেখানে ফোনের ক্যামেরা আইল্যান্ড দেখা গিয়েছে। এই ফোনের রেয়ার ক্যামেরা ইউনিট অনেকটাই নাথিং ফোন ২এ- এর মতো।