Lava Agni 4: লাভা ভারতের নিজস্ব সংস্থা। দেশীয় কোম্পানির নতুন ফোন আসছে বাজারে, সেকথা আগেই জানা গিয়েছে। এবার প্রকাশ্যে এল নির্দিষ্ট দিন। লাভা অগ্নি সিরিজের নতুন মডেল ভারতে আসছে নভেম্বর মাসেই। লাভা অগ্নি ৪ ভারতে লঞ্চ হবে আগামী ২০ নভেম্বর। এর আগে, গত বছর অর্থাৎ ২০২৪ সালে লাভা অগ্নি ৩ ফোন লঞ্চ হয়েছিল। তারই সাকসেসর মডেল হিসেবে দেশে আসছে লাভা অগ্নি ৪ ফোন। এই ফোনে একটি মিডিয়াটেক ডিমেনসিটি চিপসেট থাকতে চলেছে। কারণ ফোন লঞ্চের দিন ঘোষণার সময় যে টিজার এক্স মাধ্যমে প্রকাশিত হয়েছে, সেখানে দেখা গিয়েছে ডিমেনসিটি- র লোগো। যদিও ফোনের নির্দিষ্ট চিপসেট সম্পর্কে এখনও জানা যায়নি। লাভা অগ্নি ৫ ফোনে ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিটও থাকতে চলেছে। তবে কী কী ক্যামেরা সেনসর থাকবে তা এখনও জানা যায়নি। 

Continues below advertisement

লাভা অগ্নি ৪ ফোন সম্পর্কে এতদিনে কী কী তথ্য জানা গিয়েছে 

ক্যামেরা ফিচার - লাভা অগ্নি ৪ ৫জি ফোনে থাকতে চলেছে ডুয়াল ক্যামেরা সিস্টেম। ফোনের ব্যাক প্যানেলে হরাইজন্টাল পিল শেপ ক্যামেরা আইল্যান্ড থাকতে পারে। এক্স মাধ্যমে লাভা সংস্থা এই ফোনের একটি টিজার প্রকাশ করেছে। সেখানে ফোনের ক্যামেরা আইল্যান্ড দেখা গিয়েছে। এই ফোনের রেয়ার ক্যামেরা ইউনিট অনেকটাই নাথিং ফোন ২এ- এর মতো। লাভা অগ্নি ৪ ৫জি ফোনের ব্যাক প্যানেলে দুটো রেয়ার ক্যামেরা সেনসরের সঙ্গে ডুয়াল এলইডি ফ্ল্যাশও থাকবে। ফোনের ব্যাক প্যানেলের উপরের দিকে মাঝ-বরাবর, আড়াআড়ি ভাবে সাজানো থাকবে রেয়ার ক্যামেরা মডিউল। সেখানেই দুটো রেয়ার ক্যামেরা সেনসর এবং দুটো এলইডি ফ্ল্যাশ থাকবে। 

Continues below advertisement

অন্যান্য স্পেসিফিকেশন- লাভা অগ্নি ৪ ফোনে থাকতে পারে ৭০০০ এমএএইচের শক্তিশালী ব্যাটারির সাপোর্ট। এছাড়াও এই ফোনে ৬.৭৮ ইঞ্চির Full HD+ ডিসপ্লে থাকতে পারে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ হতে পারে। ভারতে এর দাম শুরু হতে পারে ২৫ হাজারের নীচে। অর্থাৎ লাভা অগ্নি ৪ ৫জি ফোনের বেস মডেলের দাম দেশে ২৫ হাজার টাকার কম হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে কোন র‍্যাম ও স্টোরেজ কনফিগারেশনে এই ফোন লঞ্চ হবে তা এখনও স্পষ্ট নয়। এই ফোনে ক'টি ভ্যারিয়েন্ট লঞ্চ হবে তাও জানা যায়নি এখনও। একটি টিজার প্রকাশ্যে এসেছে। সেখানে দেখা গিয়েছে লাভা অগ্নি ৪ ফোনে মেটাল বডি এবং কয়েকটি বাটন থাকবে যেখানে মেটালিক ফিনিশ লক্ষ্য করা যাবে। আগের মডেলের তুলনায় ডিজাইনের আপগ্রেড হবে লাভা অগ্নি ৪ ফোনে।