Lava Blaze 2: ভারতে লঞ্চ হয়েছে এদেশের নিজস্ব সংস্থা 'লাভা'-র তৈরি নতুন স্মার্টফোন লাভা ব্লেজ ২ (Lava Blaze 2)। ১৮ এপ্রিল থেকে এই ফোনের বিক্রি শুরু হবে। ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ১৮ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে এই ফোনে। এছাড়াও রয়েছে একটি ৬.৫ ইঞ্চির IPS LCD ডিসপ্লে যার রিফ্রেশ রেট ৯০ হার্টজ। গ্লাস ব্ল্যাক, গ্লাস ব্লু এবং গ্লাস অরেঞ্জ- এই তিন রঙে ভারতে লঞ্চ হয়েছে লাভা ব্লেজ ২ ফোন। ৬ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ নিয়ে ভারতে লঞ্চ হয়েছে লাভা সংস্থার নতুন স্মার্টফোন। এই ফোনে র‍্যামের পরিমাণ আরও ৫ জিবি বাড়ানো সম্ভব। ফোনের অব্যবহৃত স্টোরেজের সাহায্যে ভার্চুয়াল ভাবে র‍্যামের পরিমাণ বাড়ানো যাবে আরও ৫ জিবি পর্যন্ত। 


লাভা ব্লেজ ২ ফোনের দাম


এই ফোনের ৬ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৮৯৯৯ টাকা। অ্যামাজন এবং অন্যান্য রিটেল আউটলেট থেকে এই ফোন কেনা যাবে। 


লাভা ব্লেজ ২ ফোনের বিভিন্ন ফিচার ও স্পেসিফিকেশন



  • ডুয়াল সিম রয়েছে এই ফোনে। পরিচালিত হবে অ্যান্ড্রয়েড ১২ আউট অফ দ্য বক্সের সাপোর্টে। এই ফোনে 2.5D কার্ভড স্ক্রিন রয়েছে। তার উপরে রয়েছে পাঞ্চ হোল কাট আউট। সেখানে সেট রয়েছে ফ্রন্ট ক্যামেরা সেনসর।

  • লাভা ব্লেজ ২ ফোনে একটি অক্টা-কোর Unisoc T616 প্রসেসর রয়েছে। মাইক্রো এসডি কার্ডের সাহায্যে এই ফোনের স্টোরেজের পরিমাণও বাড়ানো সম্ভব। 

  • ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে এই ফোনে। সেখানে ১৩ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসরের সঙ্গে রয়েছে ২ মেগাপিক্সেলের সেকেন্ডারি সেনসর। ফোনের ডিসপ্লের উপর রয়েছে ৮ মেগাপিক্সেলের ক্যামেরা সেনসর। ফেস আনলক ফিচারও রয়েছে এই ফোনে। 


Gaming Smartphone: ভারতে লঞ্চ হতে চলেছে নতুন গেমিং স্মার্টফোন (Gaming Smartphone)। এবার লঞ্চ হবে আসুস ROG ফোন ৭ (Asus ROG Phone 7)। আগামী ১৩ এপ্রিল এই ফোন আসছে ভারতের বাজারে। এই ফোনের সম্ভাব্য দাম সম্পর্কেও আভাস দিয়েছেন জনপ্রিয় টিপস্টার যোগেশ ব্রার। তাঁর মতে আসুস ROG ফোন ৭- এর দাম হতে পারে ৭০ থেকে ৮০ হাজার টাকার মধ্যে। 


Vivo T2 5G: ভিভো টি২ ৫জি ফোন (Vivo T2 5G) ভারতে লঞ্চ হতে চলেছে আগামী ১১ এপ্রিল। এই ফোন কেনা যাবে ফ্লিপকার্ট (Flipkart) থেকে। ভিভো টি২ ৫জি ফোনের দাম ২০ হাজার টাকার মধ্যে হতে পারে। 


আরও পড়ুন- আসুসের নতুন গেমিং ফোন আসছে ভারতে, দাম হতে পারে ৭০ থেকে ৮০ হাজার টাকা!