Lava Mobiles: লাভা- ভারতের এই নিজস্ব সংস্থা নতুন ফোন লঞ্চ করেছে ভারতে। এবার দেশে লঞ্চ হয়েছে Lava Blaze AMOLED 2 5G ফোন। মিডিয়াটেক ডিমেনসিটি ৭০৬০ চিপসেট রয়েছে এই ফোনে। Lava Blaze AMOLED 2 5G ফোনে ৬.৬৭ ইঞ্চির ডিসপ্লে রয়েছে। এই ফোনে ৬ জিবি সাপোর্ট রয়েছে। ৫০ মেগাপিক্সেলের মেন রেয়ার ক্যামেরা সেনসর রয়েছে লাভা সংস্থার এই ফোনে। Lava Blaze AMOLED 2 5G ফোনে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ৩৩ ওয়াটের চার্জিং সাপোর্ট রয়েছে। এটি একটি ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিসট্যান্ট ডিভাইস। অর্থাৎ এই ফোন ধুলো-জলে সহজে নষ্ট হবে না।
ভারতে Lava Blaze AMOLED 2 5G ফোনের দাম কত
এই ফোনের ৬ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৩,৪৯৯ টাকা। ফেদার হোয়াইট এবং মিডনাইট ব্ল্যাক- এই দুই রঙে লঞ্চ হয়েছে Lava Blaze AMOLED 2 5G ফোন। অনলাইনে কেনা যাবে ই-কমার্স সংস্থা অ্যামাজন থেকে। ফোন কেনা যাবে ১৬ অগস্ট থাকে। ফোন কেনার পর বাড়িতেই অনেক পরিষেবাও প্রদান করবে সংস্থা। অ্যান্ড্রয়েড ১৫- র সাপোর্ট রয়েছে এই ফোনে। একটি আপগ্রেড অর্থাৎ অ্যান্ড্রয়েড ১৬ এবং ২ বছরের সিকিউরিটি আপডেট পাওয়া যাবে। এই ফোনের ডিসপ্লেতে এইচডি প্লাস রেজোলিউশন রয়েছে। স্ক্রিনের রিফ্রেশ রেট ১৪৪ হার্টজ।
Lava Blaze AMOLED 2 5G ফোনের রেয়ার ক্যামেরা ইউনিটে এলইডি ফ্ল্যাশ রয়েছে। ফোনের স্ক্রিনের উপর ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা রয়েছে। ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেনসর রয়েছে। Lava Blaze AMOLED 2 5G একটি ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিসট্যান্ট ডিভাইস। অর্থাৎ ধুলো ও জলে সহজে নষ্ট হবে না। Lava Blaze AMOLED 2 5G ফোনে স্টিরিও স্পিকার এবং কুলিং চেম্বার রয়েছে। ৫০০০ এমএএইচের ব্যাটারি রয়েছে Lava Blaze AMOLED 2 5G ফোনে। ৩৩ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে। এই ফোন ৭.৫৫ মিলিমিটার পুরু, ওজন প্রায় ১৭৪ গ্রাম।
ভারতে ওপ্পো কে১৩ টার্বো সিরিজ লঞ্চ হয়েছে সম্প্রতি
ওপ্পো কে১৩ টার্বো ফোনের ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২৭,৯৯৯ টাকা। এই ফোনের ৮ জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ মডেলের দাম ২৯,৯৯৯ টাকা। তিন রঙে এই ফোন লঞ্চ হয়েছে দেশে। কেনা যাবে ১৮ অগস্ট থেকে।
ওপ্পো কে১৩ টার্বো প্রো ফোনের ৮ জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৩৭,৯৯৯ টাকা। এছাড়াও এই ফোনের ১২ জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ মডেলের দাম ৩৯,৯৯৯ টাকা। এই ফোনও তিনটি রঙে ভারতে লঞ্চ হয়েছে এবং কেনা যাবে ১৫ অগস্ট থেকে।