Lava Phones: লাভা সংস্থা তাদের 'ব্লেজ' সিরিজের দুটো ফোন একসঙ্গে লঞ্চ করতে চলেছে ভারতে। লাভা ভারতের নিজস্ব সংস্থা। এবার লঞ্চ হতে চলেছে লাভা ব্লেজ AMOLED ২ (Lava Blaze AMOLED  2 5G) এবং লাভা ব্লেজ ড্রাগন (Lava Blaze Dragon) - এই দুই ফোন। এখনও অবশ্য লাভা সংস্থার 'ব্লেজ' সিরিজের এই দুই ফোন লঞ্চের নির্দিষ্ট দিনক্ষণ জানা যায়নি। শোনা যাচ্ছে, এই দুই ফোনের দাম মাঝামাঝি রেঞ্জে থাকবে। লাভা ইন্ডিয়ার ওয়েবসাইটে সম্প্রতি দেখা গিয়েছে লাভা ব্লেজ AMOLED ৫জি ফোনের নাম। ওই ওয়েবসাইটে আরও লেখা রয়েছে এই ফোনে ৬.৬৭ ইঞ্চির ডিসপ্লে রয়েছে। এছাড়াও পাবেন ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিট, যেখানে আবার ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর রয়েছে। এর পাশাপাশি লাভা সংস্থার এই ফোনে থাকতে চলেছে একটি মিডিয়াটেক ডিমেনসিটি ৬৩০০ চিপসেট এবং ৫০০০ এমএএইচ ব্যাটারি। অনুমান, হয়তো জুলাই মাসেই লাভা সংস্থার ব্লেজ সিরিজের এই দুই ফোন দেশে লঞ্চ হবে। 

লাভা ব্লেজ AMOLED ২ ফোনে যে AMOLED ডিসপ্লে থাকবে তা স্পষ্ট। অন্যদিকে, লাভা ব্লেজ ড্রাগন ফোনে একটি শক্তিশালী এবং দ্রুত গতিতে কাজ করবে এবং ভাল পরিমাণ স্টোরেজ থাকবে এমন প্রসেসর থাকবে বলে দাবি করেছে লাভা সংস্থা। এখনও লাভা সংস্থার তরফে আনুষ্ঠানিক ভাবে কোনও তথ্য দেওয়া হয়নি তাদের ব্লেজ সিরিজের এই দুই ফোন সম্পর্কে। তবে টিপস্টার অভিষেক যাদব দাবি করেছেন, লাভা ব্লেজ AMOLED ২ ৫জি ফোনে থাকতে চলেছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৪ জেন ২ চিপসেট। অন্যদিকে লাভা ব্লেজ AMOLED ২ ফোনে ৬.৬৭ ইঞ্চির AMOLED ডিসপ্লে থাকবে বলেও দাবি করেছেন ওই টিপস্টার। এই ডিসপ্লের রিফ্রেশ রেট হতে পারে ১২০ হার্টজ। এই ডিসপ্লেতে থাকতে পারে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেনসর। এছাড়াও এই ফোনে অ্যান্ড্রয়েড ১৫- র সাপোর্ট থাকার কথাও শোনা গিয়েছে। 

জুন মাসে ভারতে লঞ্চ হয়েছে লাভা সংস্থার দু'টি ৫জি ফোন। লাভা স্টর্ম প্লে ৫জি এবং লাভা স্টর্ম লাইট ৫জি- এই দুই ফোন একইসঙ্গে লঞ্চ হয়েছে দেশে। দুই ফোনেরই দাম ১০ হাজার টাকার কম থেকে শুরু হচ্ছে। কেনা যাবে ই-কমার্স সংস্থা অ্যামাজন থেকে। ২০২৩ সালের ডিসেম্বর মাসে ভারতে লঞ্চ হয়েছিল ভ্যানিলা লাভা স্টরম ৫জি ফোন। সেই দলেই নাম জুড়েছে লাভা স্টর্ম প্লে ৫জি এবং লাভা স্টর্ম লাইট ৫জি- এই দুই ফোনের।