Lava Blaze X 5G: লাভা ব্লেজ এক্স ৫জি ফোন (Lava Blaze X 5G) ভারতে লঞ্চ হতে চলেছে আগামী ১০ জুলাই। দেশীয় সংস্থা লাভা- র এই ফোনের (Lava Mobiles) সম্ভাব্য দাম এবং বেশ কিছু স্পেসিফিকেশন ইতিমধ্যেই অনলাইনে ফাঁস হয়েছে। জানা গিয়েছে, লাভা ব্লেজ এক্স ৫জি ফোন পরিচালিত হবে মিডিয়াটেক ডিমেনসিটি ৭০৫০ প্রসেসরের সাহায্যে। এর সঙ্গে ১৬ জিবি পর্যন্ত র‍্যাম যুক্ত থাকবে। এছাড়াও এই ফোনে ৫০০০ এমএএইচের একটি ব্যাটারি এবং ৩৩ ওয়াটের চার্জিং সাপোর্ট থাকবে। অ্যামাজন ই-কমার্স সংস্থার প্রাইম ডে সেলে লাভা ব্লেজ এক্স ৫জি ফোন কেনা যাবে। অনুমান ক্রেতারা আকর্ষণীয় ছাড় পাবেন এই ফোনের দামে। 


ভারতে লাভা ব্লেজ এক্স ৫জি ফোনের দাম কত হতে পারে 


এই ফোন ৪ জিবি, ৬ জিবি এবং ৮ জিবি র‍্যাম ও ১২৮ জিবি অথবা ২৫৬ জিবি স্টোরেজ নিয়ে লঞ্চ হতে পারে ভারতে। বেস ভ্যারিয়েন্টের দাম ১৫ হাজার টাকার কম হবে বলে অনুমান। পার্পল, ক্রিম অথবা সিলভার- এইসব রঙে ভারতে লঞ্চ হতে পারে লাভা ব্লেজ এক্স ৫জি ফোন। তবে এই ফোনের নির্দিষ্ট দাম কিংবা র‍্যাম ও স্টোরেজ ভ্যারিয়েন্ট এবং রং সম্পর্কে লাভা সংস্থা এখনও আনুষ্ঠানিক ভাবে কিছু ঘোষণা করেনি। আগামী ১০ জুলাই দেশে লঞ্চের পর লাভা ব্লেজ এক্স ৫জি ফোন অনলাইনে কেনা যাবে অ্যামাজন ই-কমার্স সংস্থা থেকে। আর সম্ভবত অগস্ট মাস থেকে এই ফোন ভারতের বিভিন্ন অফলাইন রিটেল স্টোর থেকে কেনা যাবে। 


লাভা ব্লেজ এক্স ৫জি ফোনে কী কী ফিচার এবং স্পেসিফিকেশন রয়েছে 



  • এই ফোনে ফুল এইচডি প্লাস রেজোলিউশন যুক্ত কার্ভড ডিসপ্লে থাকতে পারে এই ফোনে। 

  • অ্যান্ড্রয়েড ১৪- র সাপোর্ট থাকতে পারে লাভা ব্লেজ এক্স ৫জি ফোনে। 

  • ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিট থাকতে পারে এই ফোনে। সেখানে ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর এবং ৮ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা সেনসর থাকতে পারে। 

  • এই ফোনের ডিসপ্লের উপরে ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর থাকার সম্ভাবনা রয়েছে। 


আরও পড়ুন- জিও- র নতুন রিচার্জ ট্যারিফে কোন কোন প্ল্যানে আনলিমিটেড ৫জি ডেটা পাবেন? 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।