Lava Phones: ভারতে লাভা ব্লেজ এক্স ফোন (Laba Blaze X) লঞ্চ হতে চলেছে খুব তাড়াতাড়ি। ইতিমধ্যেই লাভা (Lava Phones) সংস্থা এক্স মাধ্যমে আসন্ন ফোনের টিজার প্রকাশ করেছে। তবে ফোন লঞ্চের নির্দিষ্ট দিনক্ষণ জানা যায়নি এখনও। লাভা ব্লেজ এক্স ফোন কেমন দেখতে হতে পারে তার একটা আভাস পাওয়া গিয়েছে। মূলত লাভা ব্লেজ সিরিজের ব্যাক প্যানেলের ছবি প্রকাশ্যে এসেছে। কালো রঙে লাভা ব্লেজ এক্স ফোন দেশে লঞ্চ হতে পারে। অনুমান করা হচ্ছে, এই ফোনে থাকতে পারে কার্ভড ডিসপ্লে। এছাড়াও ফোনের ব্যাক প্যানেলে থাকতে পারে সামান্য উঁচু ক্যামেরা মডিউল। এর পাশাপাশি পাওয়ার বাটন এবং ভলিউম রকার্স থাকতে পারে লাভা ব্লেজ এক্স ফোনের ডানদিকের সাইডের অংশে। লাভা ব্লেজ এক্স ফোনের রেয়ার প্যানেলে গোলাকার ক্যামেরা মডিউল থাকার সম্ভাবনা রয়েছে। লাভা ব্লেজ এক্স ফোন সম্পর্কে বিশদে কিছু জানা যায়নি এখনও। প্রকাশ্যে আসেনি ফিচার এবং স্পেসিফিকেশন। শুধু সামান্য ডিজাইন বোঝা গিয়েছে।
এর আগে ভারতে একটি বাজেট ফোন লঞ্চ হয়েছে চলতি বছর মে মাসে
লাভা ইয়ুভা ৫জি ফোনের ৪ জিবি র্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৯৪৯৯ টাকা। এই ফোনের ৪ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৯৯৯৯ টাকা। মিস্টিক ব্লু এবং মিস্টিং গ্রিন- এই দুই রঙে লঞ্চ হয়েছে লাভা ইয়ুভা ৫জি ফোন। এই ৫জি ফোনে রয়েছে একটি Unisoc T750 প্রসেসর। এটি একটি অক্টা-কোর চিপসেট। এই প্রথম ভারতে কোনও ফোন লঞ্চ হয়েছে যেখানে এই প্রসেসর রয়েছে। লাভা ইয়ুভা ৫জি ফোনের ডিসপ্লেতে রয়েছে হোল পাঞ্চ কাট আউট। এই ডিসপ্লের রিফ্রেশ রেট ৯০ হার্টজ। লাভা ইয়ুভা ৫জি ফোনে রয়েছে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ। সেখানে ৫০ মেগাপিক্সেলের মেন সেনসর রয়েছে। এছাড়াও লাভা ইয়ুভা ৫জি ফোনে রয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ১৮ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। ফোনের ডিসপ্লের উপর রয়েছে ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর ও একটি স্ক্রিন ফ্ল্যাশ। লাভা ইয়ুভা ৫জি ফোনে একবার পুরো চার্জ দিলে প্রায় ২৮ ঘণ্টা পর্যন্ত টকটাইম পাওয়া যাবে।
আরও পড়ুন- হোয়াটসঅ্যাপে ছবি-ভিডিও পাঠানোয় এবার আরও সুবিধা? ইউজারদের জন্য থাকছে নতুন চমক
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।