Lava 5G Phone: ভারতীয় সংস্থা লাভা (Lava Mobiles) দেশে লঞ্চ করতে চলেছে নতুন একটি ৫জি ফোন (5G Phone)। এবার লঞ্চ হতে চলেছে লাভা ইয়ুভা ৫জি মডেল (Lava Yuva 5G)। এক্স মাধ্যমে লাভা সংস্থা আসন্ন এই ফোনের একটি ১৪ সেকেন্ডের টিজার ভিডিও প্রকাশ করেছে, যেখান থেকে ফোনের ডিজাইন এবং ফিচার সম্পর্কে কিছুটা আভাস পাওয়া গিয়েছে। এই টিজার থেকে লাভা ইয়ুভা ৫জি ফোনের ক্যামেরা ফিচার সম্পর্কেও আভাস পাওয়া গিয়েছে। এখনও পর্যন্ত এই ফোনের ভারতে লঞ্চের নির্দিষ্ট দিনক্ষণ জানা যায়নি। তবে অনুমান খুব বেশি দেরি নেই। 



লাভা ইয়ুভা ৫জি ফোনে কেমন ক্যামেরা ফিচার থাকতে পারে 


 


এই ফোনের ব্যাক প্যানেলে গোলাকার ক্যামেরা মিডিউল থাকবে। এটি ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিট। অর্থাৎ ক্যামেরা সেনসর থাকবে দুটো। তার মধ্যে একটি ৫০ মেগাপিক্সেলের সেনসর। সেটিই প্রাইমারি ক্যামেরা সেনসর। সেকেন্ডারি ক্যামেরা সেনসর সম্পর্কে কিছু জানা যায়নি। এই রেয়ার ক্যামেরা মডিউলে থাকবে এলইডি ফ্ল্যাশ। 


লাভা ইয়ুভা ৫জি ফোনে আর কী কী ফিচার থাকার সম্ভাবনা রয়েছে, দেখে নেওয়া যাক 



  • এই ফোন পরিচালিত হতে পারে অ্যান্ড্রয়েড ১৪ আউট অফ দ্য বক্সের সাপোর্টে। 

  • এই ফোন লঞ্চ হতে পারে ৬ জিবি এবং ৮ জিবি র‍্যাম ভ্যারিয়েন্ট নিয়ে। 

  • একটি অক্টা-কোর প্রসেসর থাকতে পারে লাভা ইয়ুভা ৫জি ফোনে। অনুমান মিডিয়াটেক ডিমেনসিটি ৬৩০০ কিংবা মিডিয়াটেক ডিমেনসিটি ৬০৮০ প্রসেসর থাকতে পারে লাভা ইয়ুভা ৫জি ফোনে।

  • এই ফোনে ডিসপ্লের উপর ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর থাকতে পারে।


ভারতে লাভা ইয়ুভা ৫জি ফোনের দাম কত হতে পারে 


লাভা সংস্থার তরফে এখনও কিছু ঘোষণা করা হয়নি। তবে শোনা যাচ্ছে ভারতে লাভা ইয়ুভা ৫জি ফোনের দাম ১০ হাজার টাকার কমেই শুরু হবে। অতএব এটি একটি বাজেট রেঞ্জের ৫জি ফোন হতে চলেছে। এর আগেও ভারতে কম দামে ৫জি ফোন লঞ্চ করেছে লাভা সংস্থা। 


আরও পড়ুন- ভারতে ভিভো এক্স ফোল্ড ৩ প্রো ফোন কবে লঞ্চ হবে? দাম কত হতে পারে? 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।