Lava Phones: ভারতের সংস্থা 'লাভা' গত মাসেই দেশে লঞ্চ করেছে লাভা শার্ক ২ ৪জি মডেল। শোনা যাচ্ছে, নয়ডার কোম্পানি 'লাভা' ভারতে এবার আরেকটি ফোন লঞ্চ করতে চলেছে এই 'শার্ক' সিরিজেই। তবে সেটি ৪জি নয়, ৫জি ফোন হতে চলেছে। এবার লাভা শার্ক প্রো ৫জি ফোন লঞ্চের কথা রয়েছে ভারতে। যদিও এই ফোন কবে লঞ্চ হতে পারে ভারতে তার কোনও আভাস পাওয়া যায়নি। তবে IMEI ডেটাবেসে এই ফোনের নাম দেখা গিয়েছে। তাই অনুমান হয়তো এই ফোন ভারতে লঞ্চ হতে বেশি দেরি নেই।
টেক ব্লগার পারল গগলানি দাবি করেছেন, ভারতে লাভা সংস্থা তাদের 'শার্ক' সিরিজের মধ্যে নতুন মডেল লঞ্চ করবে খুব তাড়াতাড়িই। লাভা শার্ক প্রো ৫জি ফোন লঞ্চ হতে চলেছে এই সিরিজে। IMEI ডেটাবেসে এই ফোনের মডেল নম্বর LXX527 দেখা গিয়েছে। এর আগে লাভা শার্ক ২, লাভা শার্ক ৫জি এবং লাভা শার্ক - এই তিনটি ফোন দেশে লঞ্চ হয়েছে। চতুর্থ মডেল হিসেবে আসতে চলেছে লাভা শার্ক প্রো ৫জি ফোন।
সম্প্রতি ভারতে লঞ্চ হয়েছে লাভা অগ্নি ৪
২০২৪ সাল অর্থাৎ গত বছর ভারতে লঞ্চ হয়েছিল লাভা অগ্নি ৩ ফোন। তারই সাকসেসর হিসেবে লঞ্চ হয়েছে লাভা অগ্নি ৪ ফোন। এই ফোনে রয়েছে ৬.৬৭ ইঞ্চির ডিসপ্লে। এটি একটি Flat AMOLED ডিসপ্লে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। একটি মিডিয়াটেক ডিমেনসিটি ৮৩৫০ চিপসেট রয়েছে লাভা অগ্নি ৪ ফোনে। এছাড়াও এই ফোনে পাবেন ৫০০০ এমএএইচের ব্যাটারি সাপোর্ট। এই ফোনে ৫০০০ এমএএইচ ব্যাটারির সঙ্গে রয়েছে ৬৬ ওয়াটের ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট। ৫০ শতাংশ চার্জ হবে ১৯ মিনিট সময় লাগবে বলে দাবি লাভা সংস্থার। এই ফোনের ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিটে রয়েছে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর, ৮ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। ফোনের স্ক্রিনের উপর রয়েছে ৫০ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর। এটি একটি ডাস্ট অ্যান্ড স্প্ল্যাশ রেজিসট্যান্ট ডিভাইস। অর্থাৎ জল ও ধুলোয় ফোন সহজে নষ্ট হবে না। ওয়েট টাচ কন্ট্রোল ফিচার রয়েছে এই ফোনে। ভেজা বা তেলতেলে হাতে ফোন ধরলেও ব্যবহার করতে পারবেন। লাভা অগ্নি ৪ ফোনে রয়েছে MediaTek Dimensity 8350 চিপসেট।