Nothing Phones: ভারতে আবারও একটু নতুন ফোন লঞ্চ করতে চলেছে নাথিং সংস্থা। আর সেটা হতে বিশেষ দেরি নেই, এমনটাই অনুমান করা হচ্ছে। কারণ নাথিং সংস্থার আসন্ন এই ফোনের নাম দেখা গিয়েছে Bureau of Indian Standards (BIS) ওয়েবসাইটে। শোনা যাচ্ছে, মাঝামাঝি রেঞ্জে দাম থাকবে নাথিং সংস্থার এই ফোনের। এবার লঞ্চ হতে চলেছে নাথিং ৪এ মডেল। এর আগে লঞ্চ হয়েছিল নাথিং ফোন ৩এ। সেই ফোনেরই সাকসেসর মডেল হিসেবে ভারতে আসছে নাথিং ফোন ৪এ। তবে কবে এই ফোন লঞ্চ হবে, তার নির্দিষ্ট দিনক্ষণ জানা যায়নি। 

Continues below advertisement


 






টিপস্টার সুধাংশু আম্ভোরে এক্স মাধ্যমে Bureau of Indian Standards (BIS) ওয়েবসাইটের একটি তালিকা এক্স মাধ্যমে প্রকাশ করেছেন। সেখানে একটি ফোনের মডেল দেখা গিয়েছে, যার নম্বর A069 এবং অনুমান করা হচ্ছে সম্ভবত এটিই নাথিং ফোন ৪এ। এই ফোনের সঙ্গে ভারতে লঞ্চ হতে পারে আরেকটি নাথিং ফোন। সেটি সম্ভবত নাথিং ফোন ৪এ প্রো মডেল হতে চলেছে। আগামী বছর অর্থাৎ ২০২৬ সালের প্রথম তিনমাসের মধ্যে নাথিং সংস্থার এই দুই ফোন লঞ্চের সম্ভাবনা রয়েছে বলে অনুমান করা হচ্ছে। যদিও নাথিং কর্তৃপক্ষ এখনও এই দুই ফোনের ভারতে লঞ্চ প্রসঙ্গে আনুষ্ঠানিক ভাবে কোনও বিবৃতি পেশ করেনি। 


নাথিং ফোন ৩এ লাইট 


গ্লোবাল মার্কেটে লঞ্চ হয়েছে নাথিং ফোন ৩এ। এবার আসছে ভারতেও। শোনা যাচ্ছে, নভেম্বর মাসে নাথিং ফোন ৩এ লঞ্চ হতে পারে ভারতে। নাথিং ফোন ৩এ সিরিজে রয়েছে আরও দুই ফোন। নাথিং ফোন ৩এ এবং নাথিং ফোন ৩এ প্রো। এই তালিকাতেই নাম জুড়েছে নাথিং ফোন ৩এ লাইট মডেলের। ভারতে নাথিং ফোন ৩এ লাইট মডেলের দাম শুরু হতে পারে ২০ হাজার টাকার কম থেকে। যদিও নির্দিষ্ট ভাবে কিছু জানা যায়নি। তবে নাথিং সংস্থা যে তাদের নতুন মডেল নাথিং ফোন ৩এ লাইট, একটি বাজেট ফোন হিসেবে লঞ্চ করতে চলেছে, তার আভাস আগেই পাওয়া গিয়েছিল। সিএমএফ ফোন ২ প্রো- এর সঙ্গে নাথিং ফোন ৩এ লাইটের ভারতীয় ভ্যারিয়েন্টের অনেক মিল থাকবে বলে শোনা গিয়েছে। সাধারণত গ্লোবাল মার্কেটে লঞ্চ হওয়া ফোনের সঙ্গে ভারতীয় ভ্যারিয়েন্টের খুব বেশি অমিল থাকে না। ফিচার, স্পেসিফিকেশন, ডিজাইন, দামে বেশিরভাগ ক্ষেত্রে মিলই দেখা যায়। নাথিং ফোন ৩এ লাইট মডেলের ক্ষেত্রেও এমনটাই হবে বলে অনুমান করা হচ্ছে।