Smartwatch: ভারতে লঞ্চ হয়েছে নতুন স্মার্টওয়াচ। এই স্মার্টওয়াচ লঞ্চ করেছে লাভা সংস্থা। প্রোওয়াচ এক্স - এই নতুন স্মার্টওয়াচ দেশে লঞ্চ করেছে লাভা সংস্থা। এর আগে লাভা সংস্থা ভারতে বেশ কয়েকটি স্মার্টফোন লঞ্চ করেছে। এর পাশাপাশি স্মার্টওয়াচও লঞ্চ করেছে এই সংস্থা। এবার ভারতের বাজারে এল লাভা সংস্থার স্মার্টওয়াচ প্রোওয়াচ এক্স। ১.৪৩ ইঞ্চির AMOLED স্ক্রিন রয়েছে এই স্মার্টওয়াচে। অ্যালুমিনিয়াম অ্যালয় ফ্রেম রয়েছে এই ডিভাইসে। একাধিক হেলথ ট্র্যাকিং ফিচার রয়েছে এই স্মার্টওয়াচে। সেই তালিকায় হার্ট রেট ভ্যারিয়েবলিটি, SpO2 মনিটরিং ফিচার রয়েছে। এর পাশাপাশি জিপিএস এবং ব্লুটুথ কানেক্টিভিটিও রয়েছে লাভা সংস্থার নতুন স্মার্টওয়াচে। একবার পুরো চার্জ দিলে প্রোওয়াচ এক্স স্মার্টওয়াচ চালু থাকবে প্রায় ১০ দিন। এই ডিভাইস একটি ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিসট্যান্ট স্মার্টওয়াচ। অর্থাৎ ধুলো এবং জলে সহজে নষ্ট হবে না।
ভারতে প্রোওয়াচ এক্স স্মার্টওয়াচের দাম কত
লাভা সংস্থার এই স্মার্টওয়াচের দাম ৪৪৯৯ টাকা। ফ্লিপকার্ট থেকে কেনা যাবে এই স্মার্টওয়াচ। একটিই রঙে কসমিক গ্রে রঙে লঞ্চ হয়েছে এই ডিভাইস। এই স্মার্টওয়াচে রয়েছে মেটাল, নাইলন এবং সিলিকন স্ট্র্যাপের আলাদা আলাদা ভ্যারিয়েন্ট।
প্রোওয়াচ এক্স স্মার্টওয়াচে কী কী ফিচার রয়েছে, দেখে নিন একনজরে
- ১.৪৩ ইঞ্চির AMOLED স্ক্রিন রয়েছে এই স্মার্টওয়াচে। তার উপর সুরক্ষার জন্য রয়েছে Corning Gorilla Glass 3 লেয়ার। এই স্মার্টওয়াচে গোলাকার ডায়াল রয়েছে।
- এই স্মার্টওয়াচ আইওএস এবং অ্যান্ড্রয়েড- দুই ধরনের ডিভাইসের সঙ্গেই যুক্ত করা যাবে। ১০০- এর বেশি স্পোর্টস অ্যান্ড ওয়ার্ক আউট ট্র্যাকিং ফিচার রয়েছে প্রোওয়াচ এক্স মডেলে।
- ইউজার ওয়ারর আউটের পর কেমন উন্নতি করছেন তাও বোঝা যাবে এই স্মার্টওয়াচের সাহায্যে। এখানে রয়েছে স্লিপ ট্র্যাকিং ফিচার। ব্রিদিং একসারসাইজের খুঁটিনাটি তথ্যও ট্র্যাক করা যাবে এই স্মার্টওয়াচের সাহায্যে।
- ৩০০ এমএএইচ ব্যাটারি রয়েছে প্রোওয়াচ এক্স স্মার্টওয়াচে। একবার পুরো চার্জ দিলে ১০ দিন চালু থাকবে। ব্লুটুথ কলিং ফিচার চালু থাকলে চলবে ৫ ঘণ্টা। জিপিএস ট্র্যাকিং ফিচার চালু থাকবে প্রায় ১৭ ঘণ্টা চলবে এই স্মার্টওয়াচ।
- লাভা সংস্থার এই স্মার্টওয়াচের সাহয্যে ইউজার এয়ার কোয়ালিটি ইনডেক্স মনিটর করা যাবে। ১০০-টিরও বেশি ওয়াচ ফেস সাপোর্ট রয়েছে এই স্মার্টওয়াচে।
আরও পড়ুন- নয়েজের নতুন ইয়ারবাডসে মাত্র ১০ মিনিট চার্জ দিলেই চলবে ৬ ঘণ্টা, আর কী কী সুবিধা রয়েছে?