Lava Smartphone: লাভা সংস্থা সম্প্রতি ভারতে লঞ্চ করেছে Yuva 3 Pro ফোন। দেশীয় সংস্থা লাভা এবার দেশে লঞ্চ করতে চলেছে স্টর্ম ৫জি মডেল। সম্প্রতি তেমনই আভাস পাওয়া গিয়েছে এক্স হ্যান্ডেলে। প্রসঙ্গত উল্লেখ্য, লাভা Yuva 3 Pro ফোনে রয়েছে একটি Unisoc T616 SoC, ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি রেয়ার ক্যামেরা, এইচডি প্লাস রেজোলিউশনের ডিসপ্লে, ৫০০০ এমএএইচ ব্যাটারি, ১৮ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। এর আগে নভেম্বর মাসে লাভা ব্লেজ ২ ৫জি (Lava Blaze 2 5G) লঞ্চ হয়েছে ভারতের বাজারে। এটি একটি বাজেট সেগমেন্টের ৫জি ফোন এবং সেখানে রয়েছে মিডিয়াটেক ডিমেনসিটি ৬০২০ চিপসেট। এবার লাভা স্টর্ম ৫জি (Lava Storm 5G) ফোন লঞ্চ করতে চলেছে এই সংস্থা। যদিও কোম্পানির তরফে ফোন লঞ্চ প্রসঙ্গে এবং লঞ্চের দিনক্ষণ সম্পর্কে আনুষ্ঠানিক ভাবে এখনও কিছু ঘোষণা করা হয়নি। 


সম্প্রতি এক্স মাধ্যমে লাভা সংস্থা একটি টিজার পোস্টার শেয়ার করেছিল। সেখানে একটি ঘূর্ণিঝড়ের ছবি দেখা গিয়েছে। এর সঙ্গে লেখা ছিল 'কামিং সুন' ট্যাগ। তার থেকেই অনুমান খুব তাড়াতাড়িই ভারতে লঞ্চ হতে চলেছে লাভা স্টর্ম ৫জি ফোন। এখানেই শেষ নয়, অন্য আরেকটি পোস্টে আকাশে বিদ্যুৎ চমকানোর একটি ছোট্ট ভিডিও প্রকাশ করা হয়েছিল। লাভা সংস্থার অফিশিয়াল ওয়েবসাইটে একটি মাইক্রোসাইটও দেখা গিয়েছে। এখানেও বিদ্যুৎ চমকানোর অর্থাৎ বজ্রপাতের ছবি রয়েছে। আর রয়েছে 'কামিং সুন' ট্যাগ। এর থেকেই অনুমান করা হচ্ছে লাভা স্টর্ম ৫জি ফোন ভারতে তাড়াতাড়িই ভারতে লঞ্চের সম্ভাবনা রয়েছে। ই-কমার্স সংস্থা অ্যামাজনের মাইক্রোসাইটের মাধ্যমেও তেমনই আভাস পাওয়া গিয়েছে। ই-কমার্স সংস্থার মাইক্রোসাইটে যে ছবি দেখা গিয়েছে সেখানে ফোনের ব্যাক প্যানেলে বাঁদিকে উপরের কোণে দুটো আলাদা এবং গোলাকার ক্যামেরা ইউনিট দেখা গিয়েছে যা উল্লম্ব ভাবে সজিত। এর সঙ্গে রয়েছে ছোট একটি গোলাকার এলইডি ইউনিট। ফোনের ডানদিকের সাইডে ভলিউম রকার্স এবং পাওয়ার বাটন রয়েছে। 


টিপস্টার অভিষেক যাদব দাবি করেছেন, লাভা সংস্থার এই ফোনের দাম ভারতে ১৫ হাজার টাকার মধ্যে হবে। এই ফোনে মিডিয়াটেক ডিমেনসিটি ৬১০০ প্লাস প্রসেসর থাকবে বলেও দাবি করেছেন তিনি। প্রসঙ্গত উল্লেখ্য, লাভা ব্লেজ ২ ভারতে লঞ্চ হয়েছিল ৯২৯৯ টাকায়। ৪ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম এটা ধার্য করা হয়েছে। এছাড়াও ৬ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ এবং ৮ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ- এই দুই ভ্যারিয়েন্টের দাম যথাক্রমে ১০,৯৯৯ টাকা এবং ১১,০৯৯ টাকা। 


আরও পড়ুন- চিনের পর গ্লোবাল মার্কেটে আত্মপ্রকাশ ভিভো এক্স১০০ সিরিজের, কী কী ফিচার রয়েছে?