Lava Smartphones: ভারতে লাভা সংস্থার ফোন Lava Yuva 3 Pro লঞ্চ হয়েছিল গতবছর ডিসেম্বর মাসে। এবার তারই সাকসেসর মডেল হিসেবে লঞ্চ হতে চলেছে Lava Yuva 4 Pro 5G ফোন। খুব তাড়াতাড়ি এই ফোন লঞ্চ হবে বলে শোনা গিয়েছে। যদিও নির্দিষ্ট কোনও দিনক্ষণ এখনও প্রকাশ্যে আসেনি। বলা হচ্ছে, Lava Yuva 4 Pro 5G ফোনে একটি মিডিয়াটেক ডিমেনসিটি ৬০৮০ প্রসেসর থাকতে পারে। এছাড়াও অনুমান, লাভা সংস্থার এই ৫জি ফোনে একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি থাকতে চলেছে। এই ফোন লঞ্চ হতে পারে নীল রঙের শেডে। আর এই ফোনে থাকতে পারে কার্ভ এজ। Lava Yuva 4 Pro 5G ফোনে থাকতে পারে ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিট এবং তার সঙ্গে থাকতে পারে একটি এলইডি ফ্ল্যাশ। গোলাকার ক্যামেরা আইল্যান্ডের মধ্যে সাজানো থাকবে সেনসর। ৫০ মেগাপিক্সেলের মেন রেয়ার ক্যামেরা সেনসর থাকার কথা রয়েছে Lava Yuva 4 Pro 5G ফোনে। এর সঙ্গে একটি ২ মেগাপিক্সেলের সেকেন্ডারি লেন্স থাকার কথা শোনা গিয়েছে। লাভা সংস্থার ভারতের নিজস্ব কোম্পানি। তাদের আসন্ন ফোনের রেয়ার প্যানেলে ব্র্যান্ড লোগো এবং ডিভাইসটি যে ৫জি, তা লেখা থাকবে।
Lava Yuva 4 Pro 5G ফোনের প্রসেসরের সঙ্গে ৬ জিবি পর্যন্ত র্যাম যুক্ত থাকতে পারে। এই ফোন পরিচালিত হতে পারে অ্যান্ড্রয়েড ১৩ আউট অফ দ্য বক্স- এর সাপোর্টে। দুটো অ্যান্ড্রয়েড আপডেট পাওয়া যাবে এই ফোনে। এছাড়াও শোনা যাচ্ছে, ফোনের ডিসপ্লের উপরে থাকতে পারে ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর। Lava Yuva 4 Pro 5G ফোনে একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি থাকার সম্ভাবনা রয়েছে। অনুমান, ফেব্রুয়ারি মাসে ভারতে এই ফোন লঞ্চ হবে। Lava Yuva 4 Pro 5G ফোনের দাম ১০ হাজার টাকার আশপাশেই হবে বলে মনে করা হচ্ছে। প্রসঙ্গত উল্লেখ্য, এর আগের মডেল Lava Yuva 3 Pro ভারতে লঞ্চ হয়েছিল ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ নিয়ে। সেই মডেলের দাম ছিল ৮৯৯৯ টাকা।
এই Lava Yuva 3 Pro ফোনে ছিল একটি Unisoc T616 প্রসেসর। তার সঙ্গে ছিল ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিট, ৫০ মেগাপিক্সেলের মেন সেনসর, এইচডি প্লাস রেজোলিউশন যুক্ত ডিসপ্লে, ৫০০০ এমএএইচ ব্যাটারি, ১৮ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। ফোনের সাইডের অংশে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রয়েছে এই ফোনে।
আরও পড়ুন- ফের সস্তায় ফোন আনছে টেকনো, ভারতে আসছে 'স্পার্ক ২০', কী কী ফিচার থাকতে পারে?