Tecno Spark 20: টেকনো স্পার্ক ২০ ফোন (Tecno Spark Smartphones) ভারতে লঞ্চ হতে চলেছে খুব তাড়াতাড়ি। ই-কমার্স সংস্থা অ্যামাজনের (Amazon India) ওয়েবসাইটে এই ফোনের একটি মাইক্রোসাইট তৈরি হয়েছে। সেখানে ফোনের কিছু স্পেসিফিকেশন (সম্ভাব্য) দেখা গিয়েছে। এছাড়াও জানা গিয়েছে, কী কী রঙে টেকনো স্পার্ক ২০ ফোন লঞ্চ হতে পারে। এই ফোনে টেকনো সংস্থার বিশেষ ডায়নামিক পোর্ট থাকতে চলেছে। এই ফিচার অনেকটা অ্যাপেলের ডায়নামিক আইল্যান্ডের মতো যা আইফোনে দেখা যায়। টেকনো স্পার্ক ২০ ফোন একটি ডাস্ট অ্যান্ড স্প্ল্যাশ রেজিসট্যান্ট ডিভাইস হতে চলেছে। অর্থাৎ ধুলো এবং জলের ঝাপটায় এই ফোন নষ্ট হবে না। 


অ্যামাজনের মাইক্রোসাইট অনুসারে টেকনো স্পার্ক ২০ ফোনের দাম ১০,৪৯৯ টাকার আশপাশে হতে পারে। যদিও সংস্থার তরফে আনুষ্ঠানিক ভাবে কিছু ঘোষণা করা হয়নি। সাইবার হোয়াইট, গ্র্যাভিটি ব্ল্যাক, ম্যাজিক স্কিন ব্লু এবং নিওন গোল্ড- এইসব রঙে ভারতে লঞ্চ হতে পারে টেকনো স্পার্ক ২০ ফোন। এবার দেখে নেওয়া যাক টেকনো সংস্থার এই ফোনে কী কী ফিচার থাকতে পারে।



  • টেকনো স্পার্ক ২০ ফোনে থাকতে পারে একটি মিডিয়াটেক হেলিও জি৮৫ চিপসেট। তার সঙ্গে ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি ইনবিল্ট স্টোরেজ যুক্ত থাকার সম্ভাবনা রয়েছে।

  • এই ফোনে এলসিডি স্ক্রিন থাকতে পারে যার রিফ্রেশ রেট ৯০ হার্টজ হতে পারে। এছাড়াও এই ফোনে দেখা যেতে পারে ডায়নামিক পোর্ট যেখানে সমস্ত অ্যালার্ট, নোটিফিকেশন দেখা যাবে। সেলফি ক্যামেরার আশপাশে এই ডায়নামিক পোর্ট থাকবে। 

  • টেকনো স্পার্ক ২০ ফোনে একটি ৫০ মেগাপিক্সেলের রেয়ার ক্যামেরা সেনসর থাকার কথা শোনা গিয়েছে। এছাড়াও এই ফোনের ডিসপ্লের উপর ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর থাকতে পারে। রেয়ার এবং ফ্রন্ট, দু'ক্ষেত্রেই ক্যামেরা সেনসরের সঙ্গে এলইডি ফ্ল্যাশ যুক্ত থাকার কথা রয়েছে।

  • টেকনো স্পার্ক ২০ ফোনে ফিঙ্গারপ্রিন্ট এবং ভলিউম বাটন থাকতে পারে ফোনের ডানদিকের সাইডের অংশে। আর ফোনের সিম ট্রে থাকবে ফোনের বাঁদিকের সাইডে উপরের অংশে। 

  • টেকনো স্পার্ক ২০ ফোনে থাকবে একটি মাইক্রো এসডি কার্ড। এর সাহায্যে ফোনের ইনবিল্ট স্টোরেজের পরিমাণ ১ টিবি পর্যন্ত বাড়ানো সম্ভব। এই ফোনে ডিটিস অডিও ফিচারের সাপোর্ট যুক্ত স্টিরিও স্পিকার থাকতে চলেছে। এছাড়াও এই ফোন IP53 রেটিং প্রাপ্ত ডাস্ট অ্যান্ড স্প্ল্যাশ রেজিসট্যান্ট ডিভাইস হতে চলেছে। অর্থাৎ ধুলো এবং জলের ঝাপটায় ফোন খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা কম। 


আরও পড়ুন- মোটো জি২৪ পাওয়ার ফোন লঞ্চ হতে চলেছে ভারতে, নজর কেড়ে নেবে কোন কোন ফিচার?