ঝিলম করঞ্জাই ও সুনীত হালদার, হাওড়া: হাওড়ায় (Howrah) সুকান্ত মজুমদারকে (Sukanta Majumdar) বাধা দিল পুলিশ। সম্প্রতি ফাঁসিতলায় দুই গোষ্ঠীর সংঘর্ষের ঘটনায় জখম হন বেশ কয়েকজন। এদিন আক্রান্তদের সঙ্গে কথা বলতে ঘটনাস্থলে যেতে গেলে হাওড়া পুরসভার সামনে বিজেপির (BJP) রাজ্য সভাপতিকে আটকে দেওয়া হয়। পুলিশের সঙ্গে কথা কাটাকাটিতে জড়ান তিনি। এলাকায় ১৪৪ ধারা রয়েছে, বলে দাবি করেছে পুলিশ।  


হাওড়ার (Howrah) বেলিলিয়াস রোডে যাওয়ার পথে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে (Sukanta Majumdar) পুলিশের বাধা দেওয়া নিয়ে তপ্ত হয়ে উঠল রাজনীতি! ২ গোষ্ঠীর সংঘর্ষে বুধবার রাতে উত্তপ্ত হয়ে ওঠে হাওড়ার ফাঁসিতলা। দু'পক্ষের মধ্যে সংঘর্ষে আহত হন অন্তত ৮ জন। সংঘর্ষ থামাতে গিয়ে আহত হন হাওড়া থানার ওসি সহ ৪ পুলিশকর্মী।


শনিবার ঘটনাস্থলের উদ্দেশে রওনা দেন সুকান্ত মজুমদার। বেলা সাড়ে ১২টা নাগাদ বিজেপির রাজ্য সভাপতি হাওড়া পুরসভার সামনে পৌঁছলে, ব্যারিকেড দিয়ে আটকে দেয় পুলিশ। পুলিশের সঙ্গে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন বিজেপি রাজ্য সভাপতি। পুলিশের বিরুদ্ধে অতিসক্রিয়তার অভিযোগ বিজেপির (bjp) রাজ্য সভাপতির।


বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) এ প্রসঙ্গে বলেন, 'পরিষ্কার বলে দিচ্ছি, পুলিশ যে কথা দিয়েছে, পুলিশ যদি সেই কথা না রাখতে পারে, বিজেপি বিজেপির মতো করে বুঝে নেবে। ছাব্বিশে বিজেপির সরকার তৈরি হবে, তখন কিন্তু, ইঞ্চি ইঞ্চিতে বুঝে নেব,  যারা এই কাজ করেছে, তাদের বাড়িতে শেখ শাহজাহানের বাড়িতে বুলডোজার চলবে, বিজেপির বুলডোজার চলবে। লিখে রাখুন স্ট্যাম্প পেপারে, সেই দিন আসছে'। যদিও পুলিশের দাবি, এলাকায় ১৪৪ ধারা রয়েছে, তাই আটকানো হয়েছে। ঘটনাস্থলে না যেতে পেরে হাওড়া পুরসভার সামনেই আক্রান্তদের সঙ্গে কথা বলেন সুকান্ত মজুমদার।                                                                                                      


আরও পড়ুন: Howrah News: টিনের চালে মুহুর্মুহু ঘুষি, লাথি মেরে ভাঙা হল সাইন বোর্ড! বিজেপির থানা ঘেরাও কর্মসূচি ঘিরে তুলকালাম