স্মার্টফোনের জগতে এখন আর এলজি (LG) কোম্পানির ফোনের রমরমা না থাকলেও সম্প্রতি একটি ট্যাবলেট (Tab) লঞ্চ করেছে এই সংস্থা। এই অ্যান্ড্রয়েড ট্যাবের নাম এলজি আলট্রা ট্যাব (LG Ultra Tab)। এখানে রয়েছে একটি ১০.৩৫ ইঞ্চির IPS LCD ডিসপ্লে। এর সঙ্গে রয়েছে স্ন্যাপড্রাগন ৬৮০ প্রসেসর। এছাড়াও রয়েছে একটি ৭০৪০ এমএএইচ ব্যাটারি। এই ট্যাবের ডিসপ্লের রিফ্রেশ রেট ৬০ হার্টজ। ট্যাবের ডিসপ্লের সাইডের অংশগুলোয় রয়েছে চারটি স্পিকার। এছাড়াও রয়েছে Wacom stylus- এর সাপোর্ট। এলজি আলট্রা ট্যাবে একটি ৫ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর এবং একটি ৮ মেগাপিক্সেলের রেয়ার মেন ক্যামেরা সেনসর রয়েছে।


এলজি- র নতুন ট্যাবের র‍্যাম, স্টোরেজ ও রঙ


৪ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ নিয়ে লঞ্চ হয়েছে এলজি আলট্রা ট্যাব। মাইক্রো এসডি কার্ডের সাহায্যে স্টোরেজের পরিমাণ বাড়ানো সম্ভব। একটিই রঙে চারকোল গ্রে- শেডে এই ট্যাব লঞ্চ হয়েছে। জানা গিয়েছে, এই ট্যাবের দাম ভারতীয় মুদ্রায় প্রায় ২৬ হাজার টাকা।


একনজরে দেখে নেওয়া যাক এলজি আলট্রা ট্যাবের সব ফিচার ও স্পেসিফিকেশন



  • একটি ১০.৩৫ ইঞ্চির এলসিডি ডিসপ্লে রয়েছে এই ফোন, যার রিফ্রেশ রেট ৬০ হার্টজ।

  • এই ফোনে একটি স্ন্যাপড্রাগন ৬৮০ প্রসেসর রয়েছে। এর সঙ্গে ৪ জিবি র‍্যা ও ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ যুক্ত রয়েছে।

  • এলজি’র নতুন ট্যাবে ৮ মেগাপিক্সেলের রেয়ার ক্যামেরা সেনসর, ৫ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা রয়েছে।

  • এই ট্যাবে ৭০৪০ এমএএইচ ব্যাটারি এবং ২৫ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে। এছাড়াও রয়েছে অ্যান্ড্রয়েড ১২ আউট অফ দ্য বক্সের সাপোর্ট।


গত বছর এপ্রিল মাসেই এলজি সংস্থা জানিয়েছিল যে তারা আর স্মার্টফোন নির্মাণ করবে না। মে মাসের শেষে স্মার্টফোন তৈরিও বন্ধ করে দিয়েছিল এই সংস্থা। তবে স্মার্টফোনের জগত থেকে বিদায় নিলেও নতুন ট্যাব লঞ্চ করে গ্যাজেট এবং ডিভাইসের বাজারে ফের শিরোনামে রয়েছে এলজি সংস্থা।


আরও পড়ুন- ভারতে লঞ্চ হতে চলেছে Tecno Camon 19 Pro 5G ফোন, থাকতে পারে ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেনসর