কলকাতা: স্মার্টফোনের বাজারে এলজি-র ফোনগুলি তেমন ব্যবসা না করতে পারলেও বেশি দামি স্মার্টফোনগুলির অবশ্যই একটা আলাদা গুরুত্ব রয়েছে ৷ এবার গ্রাহকদের জন্য একটা ভাল খবর ৷ সেটা হল, এলজি উইং স্মার্টফোন, যার আগে প্রায় ৭০ হাজার টাকা দাম ছিল ৷ তা একধাক্কায় ৪০ হাজার টাকা কমালো সংস্থা ৷ ফোনটি লঞ্চ হয়েছিল ৬৯,৯৯০ টাকায় ৷ তবে এখন পাওয়া যাবে ২৯,৯৯৯ টাকায় ৷ ফ্লিপকার্টে এই দামে বিক্রির কথা ঘোষণা করেছে সংস্থা ৷


সম্প্রতি LG-র পক্ষ থেকে জানানো হয়েছে যে স্মার্টফোনের বাজার থেকে ব্যবসা গুটিয়ে নেবে তারা। আগামী ৩১ জুলাইয়ের পর পুরোপুরি বন্ধ হয়ে যাবে এলজি- র স্মার্টফোন তৈরির প্রক্রিয়া। বাজারে এলজি-র অন্যান্য ইলেকট্রনিক্স জিনিসের চাহিদা থাকলেও স্মার্টফোনের ক্ষেত্রে তেমনটা নয় ৷ তাই এবার সংস্থা স্মার্টফোন তৈরি পুরোপুরি বন্ধ করার কথাই ঘোষণা করেছে ৷ তবে এলজি উইংয়ের মতো দুর্দান্ত এই স্মার্টফোন এত কম দামে পেলে আর ক্ষতি কী ৷ গ্রাহকদের জন্য এটি অবশ্যই ভাল খবর ৷


ফ্লিপকার্টে LG Wing মডেল পাওয়া যাবে মাত্র ২৯,৯৯৯ টাকায়। শোনা গিয়েছে, ১৩ এপ্রিল থেকে শুরু হবে অফার। ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টেই লঞ্চ হয়েছিল ভারতে। তার উপরেই দেওয়া হচ্ছে ছাড়। অরোরা গ্রে এবং ইলিউশন স্কাই- এই দুই রঙে পাওয়া যাবে ফোনটি। এলজি উইং মডেলে রয়েছে অ্যান্ড্রয়েড ১০। সেই সঙ্গে রয়েছে ৬.৮ ইঞ্চির ফুল এইচডি প্লাস P-OLED ফুল ভিশন ডিসপ্লে। সেকেন্ডারি ডিসপ্লে ৩.৯ ইঞ্চির। সেটিও ফুল এইচডি প্লাস G-OLED প্যানেল। এছাড়াও এই ফোনে রয়েছে octa-core Qualcomm Snapdragon 765G SoC প্রসেসর। এই মডেলে রয়েছে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ। সেখানে রয়েছে ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, ১৩ মেগাপিক্সেলের সেকেন্ডারি সেন্সর এবং ১২ মেগাপিক্সেলের টার্সিয়ারি সেন্সর। এছাড়াও রয়েছে ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। ৪জি- র সঙ্গে এই ফোনে রয়েছে ৫জি পরিষেবাও। এছাড়াও কানেকটিভিটি অপশনের ক্ষেত্রে রয়েছে Wi-Fi 802.11ac, Bluetooth v5.1, NFC, GPS/ A-GPS এবং টিপ সি ইউএসবি পোর্ট। এছাড়াও রয়েছে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ফোনের ব্যাটারি ৪০০০ mAh। তার সঙ্গে রয়েছে কুইক চার্জ সাপোর্ট। সেই চার্জিং অপশনে থাকছে 25W ফাস্ট চার্জিং এবং 10W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট।