LinkedIn AI Feature: আপনি কি লিঙ্কডইনে (LinkedIn) চাকরি খোঁজেন? তাহলে এবার আপনাকে সাহায্য করবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রযুক্তি বা এআই (AI Features)। শুধু চাকরি খোঁজার ক্ষেত্রে নয়, ব্যক্তিগত শিক্ষার ক্ষেত্রেও ইউজারদের সাহায্য করবে এইসব এআই ফিচার। লিঙ্কডইনে চালু হওয়া এআই ফিচারগুলির মধ্যে অন্যতম Jobseeker Coach। ইউজারদের জন্য সঠিক চাকরি খুঁজে দেবে Jobseeker Coach নামক এই এআই ফিচার।
কীভাবে আপনার জন্য সঠিক চাকরি খোঁজার কাজ করবে Jobseeker Coach নামক এআই ফিচার
জানা গিয়েছে, Jobseeker Coach এআই ফিচারের সাহায্যে একটি টেক্সট প্রম্পট, একটি টুলের মাধ্যমে ইউজারের রেজিউমি বা সিভি পর্যালোচনা এবং কী ধরনের অ্যাপ্লিকেশন বা দরখাস্ত আপনি করছেন অর্থাৎ সহজ ভাষায় কী জাতীয় চাকরি আপনি খুঁজছেন তা বুঝে নিয়ে আপনার সামনে অপশন হাজির করবে। এখানে একটি চ্যাটবোট থাকতে চলেছে। এই চ্যাটবোট ইউজারদের পেশাদার পরামর্শ দেবে। কভার লেটার তৈরিতে সহায়তা করবে। বর্তমানে গ্লোবাল স্তরে লিঙ্কডইনের এই ফিচার চালু হয়েছে। তবে উপলব্ধ রয়েছে কেবলমাত্র প্রিমিয়াম ইউজারদের জন্য।
আপাতত লিঙ্কডইনের Jobseeker Coach এআই ফিচার শুধুমাত্র ইংরেজি ভাষাতেই উপলব্ধ রয়েছে। আগামী দিনে ইউজারদের সাড়া পেলে অন্যান্য ভাষাও যুক্ত করা হতে পারে বলে জানিয়েছে লিঙ্কডইন সংস্থা। আসলে Jobseeker Coach হল একটি এআই চ্যাটবোট। এই এআই ফিচার লিঙ্কডইনে যুক্ত হওয়ার ফলে সাধারণ টেক্সট প্রম্পট দেখেই ইউজারকে সঠিক চাকরি খুঁজে পেতে সাহায্য করবে। যেমন কেউ যদি সাইবার সিকিউরিটি সংক্রান্ত বিষয়ে চাকরি খোঁজেন এবং সেটা নিজের নেটওয়ার্কের মধ্যে, তাহলে সেই টেক্সট দেখে এআই চ্যাটবোট Jobseeker Coach সবটা বুঝে নিয়ে ইউজারের সামনে লিঙ্কডইনে সঠিক চাকরির অপশনগুলি হাজির করবে। আপনি কেমন চাকরি খুঁজছেন, কোন জায়গায় চাকরি খুঁজছেন, কত বেতন চাইছেন, সবটাই যদি চ্যাটবোটকে জানিয়ে দেন তাহলে সহজে Jobseeker Coach এআই চ্যাটবোট আপনাকে সঠিক চাকরি খুঁজে দেবে।
লিঙ্কডইনে যুক্ত হয়েছে আরও একটু টুল, যার সাহায্যে ইউজারদের অ্যাপ্লিকেশন এবং রেজিউমে রিভিউ করা সম্ভব হবে। এর থেকে ইউজাররা অনেক সাহায্য পাবেন। এআই প্রযুক্তি এই রিভিউয়ের মাধ্যমে ইউজারদের প্রয়োজনীয় পরামর্শ দিতে পারবে। তার সাহায্যে ভাল চাকরি খুঁজে পাবেন ইউজাররা। কীভাবে আরও ভাল রেজিউমে তৈরি করা যায় সেই পরামর্শও দেবে এই এআই টুল। এর পাশাপাশি লিঙ্কডইনের প্রিমিয়াম ইউজাররা বিশেষজ্ঞদের থেকে পরামর্শ নেওয়ার সুযোগও পাবেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে।
আরও পড়ুন- ভারতে খুব তাড়াতাড়ি লঞ্চ হতে পারে ভিভোর নতুন ফোন, সংস্থার নজর ডিভাইসের ব্যাটারিতে
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।