Social Media Scam: সোশ্যাল মিডিয়া (Social Media) আজকাল প্রায় সকলেরই সঙ্গী। দৈনন্দিন জীবনে এই মাধ্যমের গুরুত্ব যেমন রয়েছে, তেমনই সোশ্যাল মিডিয়ার আড়ালে পাতা রয়েছে প্রতারণার ফাঁদ (Scam)। সম্প্রতি একটি নতুন ধরনের প্রতারণার (Fraud) কথা প্রকাশ্যে এসেছে। যদি বন্ধুদের থেকে এমন কোনও লিঙ্ক পেয়ে থাকেন, যা দেখে মনে সন্দেহ জাগছে, একেবারেই ওই লিঙ্কে ক্লিক করবেন না। এই ফাঁদে পা দিলে নিমেষে আপনার ব্যক্তিগত তথ্য ফাঁস হয়ে যাবে হ্যাকারদের কাছে। নতুন এই প্রতারণা বা স্ক্যামের নাম Look who died। আপাতত অস্ট্রেলিয়া জুড়ে এই প্রতারণার ফাঁদ ছড়িয়েছে। আগামী দিনে হয়তো এই প্রতারণার সঙ্গে যুক্ত হ্যাকাররা হানা দিতে পারে এ দেশেও। অস্ট্রেলিয়াতে একাধিক ইউজার এই প্রতারণার শিকার হয়ে ব্যক্তিগত তথ্য খুইয়েছেন। বিভিন্ন সূত্রে খবর, ভারতেও নাকি এ জাতীয় প্রতারণার খোঁজ পাওয়া গিয়েছে ইতিমধ্যেই। মূলত এখানে লিঙ্কে ক্লিক করলেই ঘটছে সর্বনাশ। ইউজারদের ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিচ্ছে হ্যাকাররা। 


ফেসবুকে থুড়ি মেসেঞ্জারে আসছে মেসেজ। সেখানে বলা হচ্ছে Look who died- এই জাতীয় কথা। সঙ্গে থাকছে একটি খবরের লিঙ্ক। এই লিঙ্কে ক্লিক করে ফেললেই বিপদে পড়বেন আপনি। একটা ক্লিকেই চোখের নিমেষে আপনার ব্যক্তিগত তথ্য ফাঁস হয়ে যাবে। কারণ ওই খবরের লিঙ্কে ক্লিক করে তা পড়তে চাইলে সেখানে ঢোকার জন্য আপনাকে নিজের ফেসবুক ইউজারনেম ও পাসওয়ার্ড দিতে বলা হবে। এটাই হল আসল ফাঁদ। এই লিঙ্কের মধ্যে লুকিয়ে থাকছে ক্ষতিকারণ সফটওয়্যার। এর মাধ্যমেই হ্যাকাররা আপনার ব্যক্তিগত তথ্য চুরি করতে বা হাতিয়ে নিতে পারবে। লগইন ইনফরমেশন দেওয়া হলে ফেসবুকের অ্যাকাউন্টের মাধ্যমে ইউজারের যাবতীয় ব্যক্তিগত তথ্য হাতিয়ে ইতে পারবে হ্যাকাররা। একবার যদি হ্যাকাররা আপনার অ্যাকাউন্টের অ্যাকসেস পেয়ে যায় তাহলে আপনাকে লক করে সমস্ত নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে নেবে হ্যাকাররা। এরপর আপনার ফ্রেন্ডলিস্টে থাকা সকলকে একই মেসেজ পাঠাবে হ্যাকাররা। এর মাধ্যমে একাধিক ইউজার প্রতারিত হতে পারেন। ক্রমশ ছড়িয়ে পড়বে হ্যাকারদের জাল।


একজন ইউজারের ফেসবুক অ্যাকাউন্টের অ্যাকসেস পেলে তার সঙ্গে জড়িত অন্যান্য মাধ্যম যেমন- ইমেল, ফোন নম্বর, জন্ম তারিখ এইসব তথ্যও খুব সহজে চলে আসবে হ্যাকারদের হাতে। এইসব তথ্য দিয়ে হ্যাকাররা আপনার অন্যান্য অনলাইন অ্যাকাউন্টের অ্যাকসেস পাওয়ার চেষ্টা করবে। যদি আপনার অ্যাকাউন্টের সঙ্গে ব্যাঙ্কের কোনও তথ্য যুক্ত থাকে তাহলে আর্থিক প্রতারণারও শিকার হতে পারেন আপনি। শুধু যে ফেসবুকের মাধ্যমেই হ্যাকাররা লিঙ্ক পাঠাবে তা নয়। অর্থাৎ মেসেঞ্জার ছাড়াও ইমেল বা টেক্সট মেসেজেও লিঙ্ক আসতে পারে ইউজারদের কাছে। তাই সতর্ক থাকুন। কোনও বন্ধুর অ্যাকাউন্ট থেকে মেসেঞ্জারে লিঙ্ক এলে প্রয়োজনে তাঁর সঙ্গে কথা বলে নিন, তারপর লিঙ্ক খোলার চেষ্টা করুন।


আরও পড়ুন- ব্যাড কোলেস্টেরলের মাত্রা কমানোর জন্য কী কী খেতে পারেন? রইল তারই তালিকা