NIT Solar Cooker: দেশে এলপিজি সিলিন্ডারের দাম বৃদ্ধিতে নাজেহাল অবস্থা আম আদমির। বেগতিক দেখে এখন বিকল্প ভাবছে দেশবাসী। আম জনতার এই চাহিদার কথা মাথায় রেখেই সোলার কুকার (Solar Cooker) আনল এনআইটি কোঝিকোর (NIT Kozhikode)।


Solar Cooker: কী বলছে NIT কর্তৃপক্ষ ?
নতুন এই সোলার কুকারের বিষয়ে এনআইটি কোঝিকোরের অধ্যাপক এস.অশোক জানান, মূলত রান্নার গ্যাসের দামের কথা চিন্তা করেই উদ্ভাবনের পথে হেঁটেছেন তারা। রান্নাঘরে মহিলাদের সুরাহা দিতে আনা হয়েছে এই কুকার। যা বাইরে বা জঙ্গলে নিয়ে গেলেও সহজেই রান্না করা যাবে। এমনকী ছোট রাস্তার দোকানগুলো এই সোলার কুকারের ফলে উপকৃত হবেন।


Solar Cooker: কীভাবে কাজ করবে সোলার কুকার ?
NIT Kozhikode-এর অধ্যাপকরা জানিয়েছেন, সিঙ্গল ও ডবল সোলার কুকার তৈরি করেছেন তাঁরা। ১৫০ ওয়াটের সোলার প্যানেলে চলবে এই কুকার। যেখানে ফিক্সড সোলার প্যানেলের পাশাপাশি রয়েছে অস্থায়ী প্যানেলের সুবিধা। চাইলে মাদুরের মতো সোলার প্যানেল গুটিয়ে রাখতে পারবেন ব্যবহারকারী। কোনও কারণে সূর্যের তেজ না থাকলে রয়েছে ১৬ অ্যাম্পায়ারের ব্যাটারির সুবিধা। তাই সূর্য রশ্মি না থাকলেও চিন্তার কিছুই নেই। এরপরও রয়েছে ইলেকট্রিকে রান্নার সুবিধা। কোনও কারণে ব্যাটারি বা সূর্ষরশ্মি না পেলে সরাসরি ৫ অ্যাম্পায়ারের প্লাগে এই সোলার কুকার জুড়ে দিলেই রান্না তৈরি। 


Solar Cooker: কতটা সফল হয়েছে কুকারের পরীক্ষা ?
এনআইটি কর্তৃপক্ষ জানিয়েছে, ইতিমধ্যেই সোলার কুকারের ফিল্ড ট্রায়াল সম্পন্ন হয়েছে। যেখানে রাস্তার ছোট খাবারের ছাদে সৌর প্যানেল বসিয়ে দারুণ সাফল্য পেয়েছে কুকার। ঘুরতে গিয়েও এই কুকার খুব সহজেই ব্যবহার করতে পারবেন পর্যটকরা। সেই ক্ষেত্রে সোলার প্যানেল গাড়ির ছাদে রাখা যেতে পারে। তা সম্ভব না হলে এটি মাটিতে ফেলে রাখতে পারেন পারেন। তাতেও কোনও সমস্যা হবে না।


NIT Solar Cooker: কতটা সাশ্রয়ী এই কুকার ?
NIT-র মতে, বছরে ১২,০০০ সাশ্রয় করা যাবে এই কুকারের মাধ্যমে। বর্তমান বাজারের দাম বলছে, কোনও ছোট পরিবারের সিঙ্গল গ্যাস ওভেনের জন্য ১০,০০০ টাকা দিতে হয়। একইভাবে ডবল গ্যাস ওভেন কিনতে কমপক্ষে ১৫,০০০ টাকা খরচ করতে হয় গৃহকর্তাকে। সেই জায়গায় পরিবারের আর্থিক খরচের বোঝা অনেকটাই কমিয়ে দেবে এই সোলার কুকার। ইতিমধ্যেই সোলার কুকারের জন্য পেটেন্ট দাবি করেছে কর্তৃপক্ষ। 


আরও পড়ুন : Google Maps: কোথায় আটকে আপনার ট্রেন ! এই সহজ ধাপে বলে দেবে গুগল ম্যাপস