Google Maps Update: 2019 সালেই কোম্পানির অ্যাপ ম্যাপে তিনটি পাবলিক ট্রান্সপোর্ট ফিচার যোগ করেছিল Google Maps। এই বৈশিষ্ট্যগুলির মাধ্যমে রিয়েল-টাইমে ট্রেনের স্থিতি, বাসের টাইমিং ছাড়াও পাবলিক ট্রান্সপোর্টের বিষয়ে জানা যেত। দেশের দশটি শহরের ট্র্যাফিকের বিষয়ে আরও বিস্তারিত তথ্য দিতে সক্ষম এই অ্যাপ পরিষেবা।
Google Maps Update: কীভাবে কাজে দেয় এই অ্যাপ
লাইভ ট্রেনের স্ট্যাটাস ছাড়াও গুগল ম্যাপসে আপনি ট্রেন আসার সময়, ট্রেনের সময়সূচি, ট্রেনের দেরির বিষয়ে জানতে পারবেন। এখানেই শেষ নয়। এই অ্যাপ বলে দেবে আরও অনেক তথ্য। বর্তমানে এই একই কাজের জন্য পেয়ে যাবেন অনেক থার্ড পার্টি অ্যাপ। যা গুগল ম্যাপসের মতো একই বৈশিষ্ট্য দিয়ে থাকে। তবে Google Maps-এর এই ফিচার Android ব্যবহারকারীদের জন্য বেশি উপযোগী হতে পারে। যারা কম স্টোরেজ সহ বাজেট ডিভাইস ব্যবহার করেন, তাদের জন্য আদর্শ হতে পারে Google Maps। এই বৈশিষ্ট্যটি 'Where is my train' অ্যাপ অধিগ্রহণ করে Google চালু করেছিল।
Google Maps Update: এই সুবিধা পেতে কী করতে হবে ?
আপনি যদি Google Maps ব্যবহার করে লাইভ ট্রেনের স্থিতি পরীক্ষা করতে চান, তাহলে এখানে একটি নির্দেশিকা রয়েছে যা আপনি অনুসরণ করতে পারেন। শুরু করার আগে, আপনার একটি সক্রিয় Google অ্যাকাউন্ট থাকতে হবে। অ্যাকাউন্টের বিষয়টি আগে পরীক্ষা করে নিন।
Google Maps Update: জেনে নিন লাইভ স্ট্যাটাস চেক করার সম্পূর্ণ প্রক্রিয়া
১ প্রথমে আপনার ফোনে গুগল ম্যাপ খুলুন।
২ এখন সার্চ বারে আপনি যে স্টেশনে যেতে চান সেখানে প্রবেশ করুন।
৩ এবার ট্রেন আইকনে প্রেস করন।
৪ এখানে ডেসটিনেশন ডায়ালগ বক্সের নিচে 'টু-হুইলার' ও 'ওয়াক' আইকনগুলির মধ্যে উপস্থিত 'ট্রেন' আইকনে প্রেস করুন।
৫ এবার ট্রেন আইকন সহ রুট বিকল্প প্রেস করুন।
৬ এই পর্বে লাইভ ট্রেন স্ট্যাটাস চেক করতে ট্রেনের নামে ট্যাপ করুন।
৭ এখানেই আপনার ট্রেনের লাইভ স্ট্যাটাস জানতে পারবেন।
আরও পড়ুন : Kia Electric Car: ভারতে প্রথম ইলেকট্রিক গাড়ি লঞ্চ করবে কিয়া! কত দাম হতে পারে জানেন ?