Mahindra New Car: স্করপিও লঞ্চের প্রস্তুতির মধ্যেই এবার আরও একটা বড় খবর দিল মহিন্দ্রা। স্বাধীনতা দিবসেই আসতে পারে দেশের প্রথম এসইউভি কুপে Mahindra XUV900। সম্প্রতি গাড়ির টিজার প্রকাশ্যে এনেছে কোম্পানি।
Mahindra XUV900: একেবারে নতুন ভাবনা গাড়িতে
সম্প্রতি বৈদ্যুতিক গাড়ির দিকে মনোযোগ দিয়েছে মহিন্দ্রা। কোম্পানি ইভি সেগমেন্টে "বর্ন ইলেকট্রিক ভিশন" নামে 3 টি নতুন মডেল আনার ইঙ্গিত দিয়েছে আগেই। কোম্পানি অগাস্টেই নতুন SUV, XUV900 Coupe চালু করার ঘোষণা করেছে। ইতিমধ্যেই মডেলের একটি টিজার ভিডিও প্রকাশ করেছে কোম্পানি। এবার XUV900 ডিজাইন করেছে মহিন্দ্রা। এই অ্যাডভান্সড ডিজাইন ইউরোপে তৈরি করা হয়েছে। শোনা যাচ্ছে, এটি একটি আন্তর্জাতিক এসইউভি হবে, যা 'বর্ন ইলেকট্রিক' শ্রেণিতে ব্যবহার করবে কোম্পানি।
Mahindra New Car: কেমন দেখতে গাড়ি ?
কোম্পানির প্রকাশিত টিজার ভিডিও বলছে, স্টিয়ারিং হুইলের পিছনে, বড় স্ক্রিন ও ফাইটার জেট ককপিট-এর মতো ডিজাইন দেওয়া হয়েছে। XUV900 কুপে হলেও ভিতরে বড় জায়গা রয়েছে। কোম্পানি তার এসইউভিতে অ্যারোডাইনামিক ডিজাইন দিয়েছে। যার ফলে প্রতিকূল হাওয়াতেও সহজেই এগোতে পারবে গাড়ি। বিশেষ সি-আকৃতির এলইডি লাইটও দেখা যাবে গাড়িতে। যা তার বোনেটে এলইডি স্ট্রিপের মাধ্যমে লাগানো হয়েছে।
Mahindra XUV900: কী রয়েছে গাড়িতে ?
এই এসইউভির পূর্বে প্রকাশিত ছবিগুলি বলছে, এতে রেজার-শার্প বডি প্যানেল, স্টার আকৃতির চাকা, 3 ডোর ডিজাইন কনফিগারেশন, একটি আকর্ষণীয় স্টিয়ারিং হুইল, উন্নত ডিজিটাল কনসোল দিয়েছে কোম্পানি। সঙ্গে রয়েছে অ্যাডজাস্টেবল ও বাকেট সিট। এই এসইউভিতে একটি রুফ-মাউন্টেড স্পয়লার, বডি ক্ল্যাডিং, স্কোয়ারিশ চাকার অ্যালোয় ও বড় আকারের ভেন্টিলেটেড সিট পাওয়া যাবে।
Mahindra New Car: কী ইঞ্জিন থাকবে গাড়িতে ?
মনে করা হচ্ছে, বর্ন ইলেকট্রিক ভার্সন হওয়ার কারণে এই বৈদ্যুতিক গাড়িগুলি পেট্রল বা ডিজেল সংস্করণের বৈদ্যুতিক ভ্যারিয়েন্ট হবে না। এগুলি সম্পূর্ণ নতুন প্ল্যাটফর্মে তৈরি করা হয়েছে। ফক্সওয়াগেনের সঙ্গে জোট বেঁধে এই নতুন প্লটফর্মে ইলেকট্রিক গাড়ি আনছে মহিন্দ্রা।সেই অনুযায়ী ফক্সওয়াগনের বৈদ্যুতিক মোটর, ব্যাটারি সিস্টেম ও ব্যাটারি সেলের মতো অংশগুলি বর্ন ইলেকট্রিক ভিশন এসইউভিতে সরবরাহ করা হতে পারে।
আরও পড়ুন : BMW G 310 RR: দেশের বাজারে নতুন স্পোর্টস বাইক আনছে বিএমডব্লিউ, কত দাম জানেন ?