Meta Verified: ট্যুইটারের পর এবার ভেরিফায়েড সাবস্ক্রিপশন (Meta Verified Subscription) আসছে মেটা সংস্থাতেও। সম্প্রতি মেটা (Meta) কর্তৃপক্ষ ঘোষণা করেছে যে চলতি সপ্তাহে তারা 'মেটা ভেরিফায়েড'-এর রোল আউট শুরু করতে চলেছে। ক্রিয়েটরদের জন্য ইনস্টাগ্রামে এই সাবস্ক্রিপশন সার্ভিস চালু হতে চলেছে। এই 'মেটা ভেরিফায়েড'-এর মাধ্যমে সরকারি আইডি-র মাধ্যমে অ্যাকাউন্ট ভেরিফাই করা হবে। ক্রিয়েটররা তাদের অ্যাকাউন্টে একটি ব্লু ব্যাজ পাবেন। এর পাশাপাশি অ্যাকাউন্টে অতিরিক্ত সুরক্ষা এবং কাস্টোমার সাপোর্টে সরাসরি অ্যাকসেস পাবেন। মেটা সংস্থার সিইও মার্ক জুকেরবার্গ সম্প্রতি মেটা ব্রডকাস্ট চ্যানেলের একটি পোস্টে মেটা প্রোডাক্টের এই নতুন জিনিস সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন। 


মেটা ভেরিফায়েডের খরচ



  • ওয়েব ভার্সানে একমাসে এই সাবস্ক্রিপশনের খরচ ১১.৯৯ ডলার।

  • আইওএস ভার্সানে মাসিক খরচ ১৪.৯৯ ডলার।


প্রাথমিক ভাবে চলতি সপ্তাহে এই সার্ভিসের রোল আউট শুরু হবে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে। খুব তাড়াতাড়ি মেটা ভেরিফায়েডের রোল আউট ছড়িয়ে পড়বে অন্যান্য দেশেও। তবে অ্যান্ড্রয়েড ইউজারদের জন্য মেটা ভেরিফায়েড সাবস্ক্রিপশন চালু হবে কিনা তা এখনও জানা যায়নি। বিশেষজ্ঞদের একাংশের অনুমান, অ্যান্ড্রয়েড ইউজারদের হয়তো এই সাবস্ক্রিপশন পরিষেবা পাওয়ার জন্য কয়েকদিন অপেক্ষা করতে হবে। 


মেটা ভেরিফায়েড সাবস্ক্রিপশন আসলে কী


সহজ ভাষায় বলতে গেলে, একজন কনটেন্ট ক্রিয়েটর ইনস্টাগ্রামে ব্লু ব্যাজ কিনতে পারবেন এবং মাসিক প্রিমিয়ামের বিনিময়ে অ্যাকাউন্ট ভেরিফাই করতে পারবেন। এই পেড সাবস্ক্রিপশন সার্ভিস অনেকটা ট্যুইটার ব্লু-এর মতো। এই নতুন মেটা ভেরিফায়েড সাবস্ক্রিপশনের মাধ্যমে মেটা সংস্থায় একটি নতুন রেভিনিউ স্ট্রিম অর্থাৎ আয়ের উৎস তৈরি হয়েছে। 


ট্যুইটার ব্লু 


ভারতে আনুষ্ঠানিক ভাবে লঞ্চ হয়েছে ট্যুইটার ব্লু সাবস্ক্রিপশন (Twitter Blue Subscription)। এতদিন পর্যন্ত ট্যুইটার প্রিমিয়াম সাবস্ক্রিপশন (Twitter Premium Subscription) নির্দিষ্ট কিছু দেশে উপলব্ধ ছিল। তবে এবার চালু হয়েছে ভারতেও। মাসে ৯০০ টাকা খরচের বিনিময়ে ট্যুইটার ব্লু সাবস্ক্রিপশন (Twitter Blue Tick) কিনতে পারবেন ভারতীয় ইউজাররা। ভেরিফায়েড ফোন নম্বর থাকা সাবস্ক্রাইবাররা আপনাআপনিই একটি ব্লু ভেরিফায়েড ব্যাজ বা টিক মার্ক পাবেন নিজেদের ট্যুইটার অ্যাকাউন্ট। অ্যান্ড্রয়েড এবং আইওএস- দুই ভার্সানেই কাজ করবে ট্যুইটার ব্লু সাবস্ক্রিপশন। ওয়েব ভার্সানের জন্যেও ট্যুইটার ব্লু সাবস্ক্রিপশন চালু হবে। তবে এখন ভারতে এই পরিষেবা চালু নেই। আগামী দিন ভারতে এই পরিষেবা চালু হবে। কিন্তু এর খরচ এখনও জানা যায়নি। আগে ট্যুইটার ব্লু সাবস্ক্রিপশনের জন্য ইউজারদের আলাদা করে আবেদন করতে হতো। তবে এখন টাকার বিনিময়ে ট্যুইটার ব্লু টিক কিনতে পারবেন ইউজাররা। বিভিন্ন সূত্রে শোনা যাচ্ছে, ট্যুইটার ব্লু সাবস্ক্রিপশন ওয়েব ভার্সানের খরচ হতে পারে মাসে ৬৫০ টাকা। যদি ইউজাররা বার্ষিক সাবস্ক্রিপশন প্ল্যান কিনতে চান তাহলে মোট খরচ ৬৮০০ টাকা, অর্থাৎ মাসে ৫৬৬.৬৭ টাকা। 


আরও পড়ুন- পাথরে 'ঢেউয়ের দাগ'! মঙ্গলে কি মিলল জলের খোঁজ?