Windows 12: উইন্ডোজের (Windows) আপডেটের ব্যাপারে মাইক্রোসফট (Microsoft) সংস্থা তাদের পুরনো পদ্ধতিতে ফিরে গিয়েছে। অর্থাৎ তিন বছর অন্তর উইন্ডোজের যে আপডেট মাইক্রোসফট সংস্থা লঞ্চ করত, বর্তমানেও তাই-ই হবে। এখন ইউজাররা উইন্ডোজ ১১ (Windows 11) ব্যবহার করেন। ২০২১ সালে অর্থাৎ গত বছর এই আপডেটেড ভার্সান লঞ্চ হয়েছে। এক বছর পার হওয়্যার আগেই ইউজারদের একাংশের মধ্যে রব উঠেছে যে কবে আসছে উইন্ডোজ ১২ (Windows 12)… আগ্রহী টেক-গ্যাজেট প্রেমীদের জন্য নতুন খবর প্রকাশ্যে এসেছে। নিয়ম অনুযারে হয়তো ২০২৪ সালে উইন্ডোজ ১২ লঞ্চ করবে মাইক্রোসফট কর্তৃপক্ষ। যদিও এই প্রসঙ্গে মাইক্রোসফটের তরফে নিশ্চিত ভাবে কিছু জানানো হয়নি।
তবে আজ থেকে সাত বছর আগে ছবিটা ছিল অন্যরকম। ২০১৫ সালে উইন্ডোজ ১০ লঞ্চ করেছিল মাইক্রোসফট সংস্থা। তারপর কর্তৃপক্ষ জানিয়েছিল যে তিন বছর অন্তর নতুন আপডেটেড উইন্ডোজ ভার্সান লঞ্চের পথে তারা আর হাঁটবে না। তার জেরেই উইন্ডোজ ১০- র পরবর্তী ভার্সান তিনবছর পর অর্থাৎ ২০১৮ সালে উইন্ডোজ ১১ লঞ্চ হয়নি। বরং ওই সময়ের মধ্যে দু’বছরে একবার করে উইন্ডোজ ১০- এরই বিভিন্ন ফিচার আপডেট করেছিল উইন্ডোজ কর্তৃপক্ষ। এমনকি ইউজাররাও ভেবেছিলেন যে হয়তো উইন্ডোজ ১০- ই মাইক্রোসফটের লঞ্চ করা শেষ বড়সড় আপডেট। তবে সেই ভাবনাকে নস্যাৎ করে দিয়ে ২০২১ সালে একগুচ্ছ নতুন আপডেট নিয়ে লঞ্চ হয় উইন্ডোজ ১১। এবার পালা উইন্ডোজ ১২- র।
তবে মাইক্রোসফটের ট্রেন্ড আর নিয়ম অনুসারে এটা ধরে নেওয়া হচ্ছে যে ২০২৪ সালে লঞ্চ হবে উইন্ডোজ ১২। মাইক্রোসফট কর্তৃপক্ষ কিন্তু এখনও তাদের নতুন আপডেটেড উইন্ডোজ লঞ্চ সম্পর্কে কোনও সাড়াশব্দ করেনি। ২০২৪ সালের কথা শোনা গেলেও কোনও নির্দিষ্ট দিনক্ষণ জানা যায়নি। প্রসঙ্গত উল্লেখ্য, ২০২১ সালের ৫ অক্টোবর ভারতে উপলব্ধ হয়েছিল উইন্ডোজ ১১। অন্যদিকে শোনা গিয়েছে, ২০২৫ সালের ১৪ অক্টোবর পর্যন্ত উইন্ডোজ ১০- কে ভ্যালিডেট করবে মাইক্রোসফট কর্তৃপক্ষ।