Smartwatch: ভারতে বর্তমানে ভালই জনপ্রিয়তা পেয়েছে স্মার্টওয়াচ (Smartwatch)। বিভিন্ন সংস্থার স্মার্টওয়াচ প্রায়শই লঞ্চ হয় ভারতে। সম্প্রতি দেশে লঞ্চ হয়েছে Mivi Model E স্মার্টওয়াচ। ডিসেম্বরের শুরুতেই অর্থাৎ পয়লা ডিসেম্বর এই স্মার্টওয়াচ লঞ্চ হয়েছে ভারতে। তেলেঙ্গানার সংস্থা Mivi এই স্মার্টওয়াচ তৈরি করেছে। জানা গিয়েছে, Mivi Model E স্মার্টওয়াচ কেনা যাবে ফ্লিপকার্ট এবং সংস্থার অফিশিয়াল ওয়েবসাইট থেকে। মোট ছয়টি রঙে এই স্মার্টওয়াচ লঞ্চ হয়েছে। এখানে রয়েছে ১.৬৯ ইঞ্চির একটি HD টাচস্ক্রিন। এটি একটি IP68 রেটিং প্রাপ্ত ওয়াটার অ্যান্ড সোয়েট রেজিসট্যান্ট ডিভাইস। অর্থাৎ জল এবং ঘামে এই স্মার্টওয়াচ নষ্ট হবে না। তাই সাঁতার কাটার সময় কিংবা শরীরচর্চা করার সময় অনায়াসেই এই স্মার্টওয়াচ পড়ে থাকতে পারবেন ইউজাররা। ১২০টি স্পোর্টস মোড রয়েছে এই স্মার্টওয়াচে। এছাড়াও রয়েছে একাধিক গুরুত্বপূর্ণ হেলথ ফিচার। একবার চার্জ দিলে সাতদিন পর্যন্ত ব্যাটারি লাইফ বজায় থাকবে Mivi Model E স্মার্টওয়াচে। আপাতত এই স্মার্টওয়াচ কেনা আবে ১২৯৯ টাকায়। গোলাপি, নীল, লাল, ধূসর, সবুজ এবং কালো রঙে এই স্মার্টওয়াচ লঞ্চ হয়েছে। 


Mivi Model E স্মার্টওয়াচে কী কী ফিচার ও স্পেসিফিকেশন রয়েছে, একনজরে দেখে নিন



  • এখানে রয়েছে ১.৬৯ ইঞ্চির HD ডিসপ্লে। ৫০- এর বেশি cloud watch face- এর সুবিধা রয়েছে এই স্মার্টওয়াচে। Mivi অ্যাপের মাধ্যমে এইসব ওয়াচ ফেস পরিবর্তন করা সম্ভব। ব্লুটুথ ভি ৫.১ কানেক্টিভিটি রয়েছে এই স্মার্টওয়াচে। 

  • এই স্মার্টওয়াচে রয়েছে একটি ২০০ এমএএইচ লিথিয়াম পলিমার ব্যাটারি। একবার পুর চার্জ হতে সময় লাগে প্রায় ১.৫ ঘণ্টা। সাধারণ ভাবে ব্যবহার করলে সাতদিন পর্যন্ত চার্জ বজায় থাকে। এর পাশাপাশি স্ট্যান্ডবাই টাইম পাওয়া যায় ২০ দিন পর্যন্ত।

  • Mivi Model E স্মার্টওয়াচে যেসমস্ত হেলথ ফিচার রয়েছে সেগুলির মধ্যে অন্যতম হল একটি G-Sensor। এর সাহায্যে ইউজারের স্টেপ কাউন্ট করা যায়। এছাড়াও স্লিপ সাইকেল মনিটর করা সম্ভব। এর পাশাপাশি হার্ট রেট, ব্লাড প্রেশার, অক্সিজেন স্যাচুরেশন, শরীরচর্চার তথ্য সবই পাওয়া যায় এই সমস্ত হেলথ ফিচারের মাধ্যমে। মহিলাদের ক্ষেত্রে Menstrual Cycle- এরও ট্র্যাকিং করা সম্ভব এই স্মার্টওয়াচের মাধ্যমে। 

  • স্টেনলেস স্টিলের ডায়াল এবং সিলিকন স্ট্র্যাপ যুক্ত এই স্মার্টওয়াচ অ্যান্ড্রয়েড এবং আইওএস- দুই ডিভাইসের সঙ্গেই সমানভাবে যুক্ত হতে পারে। এর পাশাপাশি এই ডিভাইসের মাধ্যমে মিউজিক কন্ট্রোল করা সম্ভব। আবহাওয়ার তথ্যও পাওয়া যায়। এখানে ১২০টি স্পোর্টস মোড রয়েছে। এছাড়াও ২৮টি আলাদা ভাষা সাপোর্ট করে এই স্মার্টওয়াচে। 


Amazfit Falcon


এই নতুন স্মার্টওয়াচও লঞ্চ হয়েছে ভারতে। জানা গিয়েছে, দেশে Amazfit Falcon স্মার্টওয়াচের দাম ৪৪,৯৯৯ টাকা। 


আরও পড়ুন- কবে লঞ্চ হবে আইকিউওও ১১ ৫জি? সঙ্গে লঞ্চ হতে পারে আইকিউওও নিও ৭ এসই